বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
প্রথম পর্বঃ আমি খুব ছোট ছিলাম বুঝতাম না কেমন ভালোবাশা। গরিব ঘরে জন্ম আমার সপ্ন দেখি অনেক বড় হবার পড়াশুনায় ভালো ছিলাম। কিন্তু হঠাৎ করেই বাবা অসুস্থ হয়ে পড়ে কিছু দিন পরে মারা যায়। সেই শোকে কিছুদিন পরেই মা ও মারা যায় হয়ে যাই আমি একা জানিনা কি করবো বুঝিনা কিছু। আমি তখন অষ্টম শ্রেনিতে পড়ি। আমার আপন জন বলতে ছিল এক আন্টি ছাড়া আন্টিরা আমাকে নিয়ে যাই। তারা ছিল মোটামুটি ভাবে সচ্ছল পরিবার। আমি গেলাম তাদের বাসায় নতুন ভাবে পড়াশুনা শুরু করি কিন্তু বিপত্তি ঘোটলো এক জাইগাই আমার সমবয়সী ছিলো এক খালাতো ভাই সে আমাকে খুব কটাক্ষো করে কথা বলতো তবে বাড়িতে না বাইরে কারনটা ছিলো আমি তার চেয়ে পড়াশোনায় ভালো ছিলাম শুরু হয় আমার জীবনের কাহিনি তার পর এক দিন দুই দিন করতে করতে কেটে যাই দুটি বছর পরিক্ষা শুরু হয় রেজাল্ট ভালো হয় আর আমার ভায়ের রেজাল্ট খারাপ হয় আর আমার খালাতো ভায়ের নাম হলো তাওসিফ আর তাওসিফ রেজাল্ট খারাপ করে এই নিয়ে তর্ক বির্তক করতে করতে আন্টি রাগ সামলাতে না পেরে তার গালে চড় মেরে বসে সেই দিন আমার সাথে ঘটে যায় এক কাহিনী আমি দাঁড়িয়ে ছিলাম তাদের সামনেই হঠাৎ আমাকে স্বজরে এক চড় মেরে বসে তাওসিফ, আর বলে তোর জন্য আজ আমাকে মার খেতে হলো তুই কে যখন তখন তোর সাথে আমাকে তলোনা করে কোথা থেকে শকুন উড়ে এসেছে এজন্য আমার এ অবস্থা মায়ের কাছে মার খেতে জয় স্যারের কাছে অপমান হতে হয় তুই চলে যেতে পারিস না আমাদের বাসা থেকে পরের বাসায় থাকতে তোর খারাপ লাগেনা? আমি কি বলবো কিছু ভেবে পাইনা তার পর আমি একা একা ভাবতে লাগলাম ঠিকয় তো বলেছে আমিতো পরের বাসাইতো আছি। তার পর মনে মনে ভাবলাম আমি আর এবাসায় থাকবোনা। তার পর সেই রাতে চুপি চুপি বাড়ি থেকে বেরিয়ে যাই ঢাকার উদ্দেশ্য কিছু টাকা জমিয়ে ছিলাম একটা ফোন কিনবো বলে তাই আর কেনা হলোনা সেই টাকা থেকে কিছু টাকা দিয়ে একটা ট্রেনের টিকিট কাটি কিছুখন পর ট্রেন ছেড়ে দেয় প্রায় পাঁচ ঘন্টা পর নামি সেই ব্যাসতোতম শহর ঢাকা কমলাপুর রেলস্টেশনে এর পর কি করবো কি না করবো এসব ভাবছি রাত কাটা লাম স্টেশনে এই প্রথম শহরে জানি না এখান কার মানুষ কেমন ভাবছি আর হাটছি হাটতে হাটতে বের হলাম স্টেশন থেকে বের হয়ে কিছু খেলাম তার পর ভাব লাম কিছু কাজ পাওয়া যাই কিনা খোঁজ করে দেখি তার পর দেখ লাম পিছনে একটা বাড়ির কাজ চলছে আমি জানি এ কাজ গুলো কঠিন তবে পারবো মনে হলো তাই আমি তাদেরকে বল্লাম ভাই আমাকে কাজে নেয়া যাবেকি সে বল্ল হ্যা অবশ্যই তুমি চাইলে আজ থেকে কাজ করতে পারো আমি বল্লাম আমি নতুন তবে আমি পারবো আমাকে বুঝিয়ে দিলে সে বল্ল আচ্ছা ঠিক আছে কোন অসুবিধা নেই আমি ব্যাগ রেখে কাজে লেগে পড়ি এই প্রথম আমি এই কাজ গুলো করি ভালে লাগলো কাজ করে তাদের কে মিস্তিরি বলা হয় মিস্তিরি বল্লো ভালে কাজ পারছো তোমার বাসা কোথায় আমি বল্লাম আমার সব কথা সে খুশি হলো পরে পর্ব কালকে।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now