বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
ইসরাত বাসায় এলো।মৃত্তিকা এসে বললো,"কিরে কি হয়েছে তোর?কি যেন ভাবিস আর মুচকি মুচকি হাসিছ।"
"না আমার কিছু হয়নি।"
"আরে বল।এইসব মনের কথা ফ্রেন্ডদের বলতে হয়।আর আমি তো তোর রুমমেটও।আমাকে তো বল।"
"একটা ছেলে কিছুনদিন আগে শিকার করতে এসে আমাকে দেখে ফেলে।তারপর আমার প্রেমে পড়ে যায়।সেই ছেলেটা শুধু কবিতা বলে।কি সুন্দর যে কবিতা!"
"তা ওই ছেলেকে কি মনে ধরলো নাকি?"
"জানি না।"
মৃত্তিকা হাসতে লাগলো।বললো,"ভালো লাগলে তার
কথার উত্তর হ্যা বলে দিস।"
ইসরাত হাসতে লাগলো।
এইদিকে রনি সারাক্ষনই ইসরাতের কথা ভাবে।কল্পনায় ইসরাতকে সাজায় বিভিন্নভাবে।একটা অপরূপার মায়ার জালে আটকে গেসে সে।
সকালে রনির ঘুম ভাঙল এক স্বপ্নে।ঘড়িতে দেখলো ১০ টা বাজে।রনি রেডি হয়ে নদীর পাড়ে গেল।
ইসরাত এখনো বাসায়।মৃত্তিকা বললো,"যা তুই ওর কাছে তোর মনের কথা বল।"
"আমি এখনি যাচ্ছি।"
ইসরাত নদীর পাড়ে চলে গেল।দেখলো রনি এসেছে।রনি ইসরাতকে দেখে সাঁতরে এই পারে এলো।রনি ইসরাতকে দেখতে লাগলো।ইসরাত বললো,"কি দেখছেন এমন করে?"
"তোমাকে।অনেক সুন্দর লাগছে এই শাড়িতে।খোলা চুলে দারুন লাগছে তোমাকে।"
ইসরাত একটা ছোট কাগজ বের করে রনির হাতে ধরিয়ে দিল।রনি কাগজটা খুলে কি বলবে বুঝতে পারছে না কি করবে।
কাগজে লেখা ছিল ,
"মনটা দিলাম তোমার হাতে, যতন করে রেখো.!
হৃদয় মাঝে ছোট্র করে আমার ছবি এঁকো"
রনি ইসরাতের কাছে যেতেই ইসরাত রনির হাত ধরে বলল,"আমিও তোমাকে ভালবেসে ফেলেছি।"
রনি ইসরাতকে জড়িয়ে ধরলো।
রনির মন আনন্দে ভরে গেল।মনের ইচ্ছা পূরণ হয়েছে তার।এইভাবে ভালোবেসে থাকতে চায় সারাটাজীবন
সমাপ্ত
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ...