বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
ফেরাতে পারি না নয়ন আমার,
দেখে ঐ সৌন্দর্য তোমার,
ক্ষমা করো আমায় ওগো সুন্দরী,
একদৃষ্টে চেয়ে তোমায় যদি দোষ করি!
কবিতা শুনে ইসরাত বললো ,"আপনি দারুন কবিতা বলেন।"
রনি কিছু বললো না।শুধু হাসলো।
ইসরাত হাসছে।এই হাসির মানে কি সেটাই বলা যাচ্ছে না।কেমন যেন এক মায়াবী চোখে তাকিয়ে আছে।সে মায়াবী চোখে তাকিয়ে থাকতে বেশ দারুন লাগে।
ইসরাত বললো,"আরেকটা কবিতা বলবেন?"
"অবশ্যই।"
মায়াবী তোমার চাহনি,
মায়াবী তোমার মন জানি,
তাইতো মনের অজান্তেই পড়েছি প্রেমে,
দুরন্ত মন আর না থামে!
ইসরাত বললো,"আপনি দারুন কবিতা বলেন।এত কবিতা কই পান?"
"প্রেমে পড়লে মানুষ কবি ,লেখক হয়ে যায়।তবে কবিতা আমার লেখা না।"
"তাই বুঝি আপনিও কবি হয়ে গেলেন নাকি!"
রনি কিছু বললো না।শুধু হাসলো।
রনি বলল,"আপনি আসলেই এক মায়াবী মেয়ে।আমি আপনার মায়ায় পড়ে গেসি।প্লিজ কিছু একটা বলুন।"
চলে যাচ্ছিল ইসরাত।রনি বললো,"চলে যেও না বলে যাও।"
মেয়েটির সেই সুন্দর রূপ যেন সবাইকে পাগল করে দেয়।কেমন যেন এক চোখের চাহনী।এই চাহনিতে যেন বলে যাচ্ছে তুমি আসো কাছে আসো।কাছে এসে জড়িয়ে নাও আমাকে তোমার হৃদয়ের সমস্ত শক্তি দিয়ে
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ...