বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
রনি চিঠি লেখা শুরু করলো।
প্রিয় অপরূপা
আমি পাগল সেই নদীর মাঝি
তুমি আমার শেষ খেয়াতরী ।
আমার হৃদয়টা চুরি করেছ।আমার হৃদয়ে ঝড় তুলেছ।এখন শুধু তোমার কথায় মনে হয়।সেদিন পাখির শিকার করতে যেয়ে তোমার গান শুনে মুগ্ধ হয়েছি।পরেরদিন নাচ দেখে।এত সুন্দর হরিণীর মত চোখ,সেই চোখে যাদুর মায়া।গোলাপের পাপড়ির মত ঠোঁট সেই, ঠোঁটে মায়াবী হাসি।এইসব আমাকে করেছে পাগল পরান।
"পড়েনা চোখের পলক
কি তোমার রূপের ঝলক"
ইতি
প্রেমপ্রিয়াস রনি
পাশেই নীরব ছিল।বললো,"ভালো চিঠি লেখছিস তো দোস।কালকেই দিবি।"
রনি চিঠিটা দিতে গেল।নৌকায় করে ওই পাড়ে গেল।চিঠিটা রেখে আবার এই পাড়ে আসলো।ইসরাত এসেই দেখতে পেল কাগজ।কাগজ খুলেই দেখলো একটা চিঠি।
রনি ওই পাড় থেকে বললো
"পড়েনা চোখের পলক
কি তোমার রূপের ঝলক "
ইসরাত বললো,"কি হয়েছে আপনার?আজকে দেখি চিঠিটাও এনেছেন।"
"কিযে হলো আমার।"
শান্ত আর নীরব লুকিয়ে দেখছিল।শান্ত বের হয়ে বলল,"ভাবি মানে আপু আমাদের রনি কিন্তু খারাপ ছেলে নয়।আগে কখনো প্রেমে পড়েনি ক্রাশের নামও নেয়নি।আপনাকে দেখে এমন হয়েছে আমার বন্ধুটার।"
রনি বললো,"তুই যা আমি কথা বলি।"
ইসরাত বললো,"তাই নাকি খুব ভালো ছেলে।"
"আপনি উত্তরটা দিন তো।"
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ...