বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
মামা সকালে ঘুম থেকে উঠে দেখতে পেলেন তার বড় মেয়ে তাকে ডাকছে। উনার বড় মেয়ের নাম তাহা। তাহা:বাবা ওই মেয়েটি কে? তুমি ওকে কোথা থেকে এনেছ। মামা:মা ওই মেয়েটিও তোমার বোন। তাহা:একটা বাইরের মেয়েকে তুমি আমার বোন বলছ । মামা:তাহা কি বলছিস এসব। তাহা: আমি একদম ঠিক বলছি। মামা তাহার গালে একটা থাপ্পড় মারল।সে কাঁদতে লাগল।মামী ঘরে এসে বলল: কি হয়েছে তাহা তুই কাদছিস কেন । তাহা বলল: আমি বাবাকে বলেছি যে আমি একে বোন বলে ডাকতে পারব না। মামী: তুমি ওকে মারলে কেন ? ওত ঠিকই বলেছ।একটা বাইরের মেয়েকে সে আর কি বলবে। মামা: তুমি ওকে এখান থেকে নিয়ে যাও। মামী ওকে নিয়ে চলে গেলেন । মামা মামীকে জিজ্ঞেস করলেন কিছু কি খাওয়ার মত আছে মামী বললেন তুমি নিজে রান্না করে ওকে খাওয়াও।মামা কিছু না বলে চলে গেলেন। তিনি ফ্রিজ খুলে দুধ বের করলেন। গ্যাস জ্বালিয়ে দুধ গরম করলেন। তারপর তাকে সেই দুধ খাওয়াতে যাবেন তখন তিনি দেখতে পেলেন তার ছোট মেয়ে (সাওদা) আসছে তিনি তার কাছে এনে মেয়েকে আদর করলেন। সেখানে মামী এসে ছোট মেয়েকে থাপ্পর মেরে মামার কাছ থেকে নিয়ে চলে গেলেন। মামা হাত দিয়ে চোখ মুছতে লাগলেন এবং সাওদা কে দুধ খাওয়ালেন।মামা তাকে নিয়ে দোকানে চলে গেলেন। দোকানে যাওয়ার আগে একটা সুপার মার্কেট থেকে একটি জামা কিনলেন। দোকানে ঢুকতেই সবাই মামার সামনে এসে জিজ্ঞেস করতে লাগল এই বাচ্চাটি কে।মামা তাদের কে রাতের ঘটনাটা বললেন। সবাই বললেন একদম ঠিক করেছেন আপনি।সবাই সাওদা কে আদর করল (বাকি অংশ পরে প্রকাশ করা হবে)
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ...