বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
আমি আর আমার ছেলে এক সাথেই মসিজদে ঢুকছিলাম। হঠাৎ লক্ষ্য করলাম সে পাশে নাই।
একটু দাঁড়িয়ে পেছনে তাকাতে দেখলাম একজন অন্ধ মুসল্লীকে হাত ধরে সিঁড়ি থেকে নামাচ্ছে সে।
উনার হাতে ছড়ি আছে। তারপরও তেহজীব খুব সুন্দর করে হাতে ধরে উনাকে নামাল।
নিজের অজান্তেই মনটা খুশীতে ভরে গেল। তেহজীবকে অবশ্য কিছু বললাম না, শুধু মুচকি হাসলাম।
মসজিদে ঢুকেই কাকতালীয় ভাবে শুনলাম খতিব সাহেব ইসলামে সাদাকার গুরুত্ব নিয়ে বয়ান করছেন। আমরা মনে করি টাকা পয়সা দান করাই সাদাকা।
অথচ মানুষের সাথে উত্তম আচরণ, হাসি মুখে কথা বলাও সাদাকা-এই কাজে কোনো পয়সা খরচ নেই। উল্টো পয়েন্ট কামানোর সুযোগ আছে!
নামাজ শেষে ছেলেকে বললাম, বাবা, তুমি কি জানো, আজ দারুণ এক সাদাকা করেছ তুমি?
এবার সে মুচকি মুচকি হাসে।
আমি ওর পাঞ্জাবের কলার ঠিক করে মাথায় হাত বুলিয়ে দিই।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now