বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
অসমাপ্ত ভালো বাসায় তুমিই সেরা।
চোখ দিয়ে জল টলমল করে ঝরছে প্রতিনিয়ত। অথচ এমন হওয়ার কথা ছিলোনা। ভালোতো আমি বাসি তাই আমার চোখে পানি আসবে এটাই স্বাভাবিক।
প্রত্যেক মূহুর্তে আমার মাঝে তাকে হারানোর ভয় কাজ করতো।
অনেক বার চেষ্টা করছি তাকে বোঝানোর। কিন্তুু তার মধ্যে আমার প্রতি কোনো ফিলিংস দেখতে পারিনি।
যদিও সে জানতো সে আমার জীবনের কতটুকু জায়গা জুড়ে রয়েছে।
আমার সবচেয়ে প্রিয় হলো সে এবং তার পছন্দের সব কিছু।
সে খায়ছে কি না সেটা না জানা পর্যন্ত আমি খাই না। সে না ঘুমানো পর্যন্ত আমি ঘুমাই না। তার সাথে আমার প্রতিনিয়ত কথা হয় কিন্তুু, মাঝে মাঝে ঝগড়া হয় আর তার কারণ তার প্রতি আমার অধিকার। তার প্রতি আমার কোনো অধিকার নাই সেটাই আমাদের ঝগড়ার প্রধান কারণ।
অবশ্য আমি কথা না বলে থাকতে পারি না। পারব কেমন করে ভালো বাসি যে খুব।
তার জন্য আমার জীবন চলে যেতে পারে, সেটা সে খুব ভালো করে জানে।
আমিও চেষ্টা করি তাকে কখনো কষ্ট না দেওয়ার।
তবে সে সবচেয়ে বেশি খুশি হতো, যখন তার সব পছন্দ
তার সব আবদার কে আমি সম্মতি দিতাম।
যখন সে আমার কথা অনুযায়ী কিছু করে তখন আমার সবচেয়ে বেশি খুশি লাগে, আর যখন সে আমার কথাকে প্রত্যাখ্যান করে তখন আমার চোখ দিয়ে পানি ঝরে।
সেটা সে কখনো দেখেনি আর দেখতেও দেইনি।
কারণ একটাই সে কারো কষ্ট দেখতে পারে না।
যদিও সে আমায় ভালো বাসে না কিন্তু আমি তার খুশি দেখতে ভালো বাসি।
ভালো বাসি তাকে। তার পছন্দ ময়ূর পাখি তাই আমি তাকে ময়ূরী নামেই ডাকি। আর সেটা সেও খুব পছন্দ করে।
আমি এখনো তার সপ্ন গুলো পূরণ করার চেষ্টা করছি।
কিন্তু আজ পর্যন্ত আমার ভালো বাসা অপূর্ণই থেকে গেলো।
রোজ রোজ মরে যাওয়ার থেকে একেবারে মরে যাওয়াই ভালো। কিন্তু তোমাকে ছাড়া যে থাকতে পারবো না। আর সে কথা আমি ভাবতেই পারি না।
অনেক বার চেষ্টা করেছি তোমার থেকে দুরে চলে যাওয়ার জন্য। কিন্তু যখনি মৃত্যুর পথে যেতে চাই তখনি আমার পথে বাধা হয়ে যায় আমার পবিত্র ভালো বাসা।
জানি আত্মহত্যা মহাপাপ, তাইআমার এই পবিত্র ভালো বাসা আত্মহত্যা করে অপবিত্র করতে চাই না
আজও খুব ভালো বাসি তাকে। ভালো বাসতে চাই জীবনের শেষ মূহুর্ত পর্যন্ত।
সবাই দোয়া করবেন যেন আমার অসমাপ্ত ভালো বাসা পূর্নতা পায়।
প্রিয়,
ময়ূরী, আমার অসমাপ্ত ভালো বাসার আরেক নাম।
আমিনুল ইসলাম মিশন
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ...