বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
লেখক:ইসরাত জাহান
নদীর ধারে বসে আছে এক মেয়ে।চারদিকে গাছগাছালি সাদা কালার একটা ড্রেস।সাদা ফুলের মালা গলায় মাথায় ফুল আর হাতেও ফুল।নদীর পাড়ে বসে ছিল সে।
এই মহুর্তে একটা ছেলে শিকার করতে এই জঙ্গলের ভেতর এলো।খুঁজতে লাগলো কোথায় পাখি।খুঁজতে খুঁজতে এলো নদীর পাড়ে।সামনে তাকাতেই চোখ গেলো এক সুন্দর নারী যে কিনা নদীর পাড়ে একা বসে মনের আনন্দে গান বলছিল।কি অপুরুপ লাগছিল।ছেলেটি চোখ ফেরাতে পারছিল না।চোখের পলক যেন ফেলছেই না।সাদা বড় এক জামা পরে বসে মনের আনন্দে নজরুল সঙ্গীত বলছে।সুন্দর এক কন্ঠে গান বলছে।
মেয়েটি গান থেমে দিয়ে বললো,"কি ব্যাপার এই ভাবে আপনি কি দেখছেন?আমি অনেকক্ষন ধরেই খেয়াল করছি।"
ছেলেটি বললো,"না মানে আপনার গান শুনছিলাম।"
"ওহ তাই!তাহলে আমার গান শোনার বিনিয়মে কিছু দিতে হবে।"
"কি দিবো!"
"এক আনা।"
ছেলেটি আচার্য হয়ে তাকিয়ে বলল,"১ আনা!আমি কোথায় পাবো?বেশি হলে দিতে পারি।"
"৩ আনা।"
"লাখ দিতে পারি।"
"আমি আনাই নিব।"
"কিন্তু আনা পাবো কোথায়?"
"সেটা আপনি জানেন কালকের মধ্যেই দিবেন।"
ছেলেটি মনে মনে ভাবলো,"কি আশ্চর্য আনা এই যুগে কি করে পাওয়া যাবে!মহা জ্বালায় পড়ে গেলাম তো।"
মেয়েটি বলল,"কি ভাবছেন?"
"ভাবছি কি করবেন আনা দিয়ে।এই যুগে তো লাখ কোটি টাকার খেলা।"
"এমনি দরকার আছে।দিবেন কিন্তু যেখানে পারেন খুঁজে দিবেন কালকের মধ্যে।"
"আচ্চা দেখি।"
ছেলেটি একটু থেমে বললো,"আমি রনি আপনি?"
"নাম শুনতে হলে আরো ১ আনা দিতে হবে।"
"আমি আপনাকে ১০০ কোটি আনার সমপরিমাণ টাকা দিবো।"
"আমি এই যুগের টাকা চাইনি।আমি আনাই চাই।"
"নাম বলতেও আনা দিতে হবে?"
"হুমম।ইস কত যে রাত।"
"কি বললেন?"
"আমি এই মাত্র আমার নাম বলেছি।আপনি বুদ্ধি খাটিয়ে বলবেন কি নাম।যাই আমি।"
মেয়েটি দাঁড়ালো।সাদা জামার আড়ালে লুকিয়ে ছিল ফুলের পায়েল।লম্বা ঘন কালো চুল।সবকিছু দেখেই মুগ্ধ হয়ে যায় রনি।কিন্তু চিন্তার বিষয় আনা যে করেই হোক আনতে হবে।।
রনি ভাবতে লাগলো,কি সুন্দর এক মেয়ে।এ এক অপরূপা।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ...