বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
অপেক্ষা, এই জিনিসটা খুব বিরক্তিকর কিন্তু আবার আনন্দেরও । হতে পারে সেটা ক্ষনিকের কিংবা হতে পারে চিরকালের। অপেক্ষা করা হয় হয়তো কোনো বিশেষ দিনের জন্য, হয়তো কোনো মানুষের জন্য বা হয়তো কোনো বস্তুর জন্য কিংবা অন্য কিছুর জন্য। যখন অপেক্ষার শুরু হয় তখন মনের মধ্যে এক চঞ্চলতা কাজ করে, কিন্তু যখন অপেক্ষার সমাপ্তি ঘটে তখন মনে হয় অপেক্ষার সময়টা মন্দ ছিল না। যদি অপেক্ষার পরিসমাপ্তিটা খুশির হয়, সুখের হয় ইতিবাচক হয় তখন মনে হয়, যাক, অপেক্ষাটা সার্থক। আর যদি সেটি নেতিবাচক হয় তখন মনে হয় হয়তো চিরকাল অপেক্ষা করাটাই ভালো ছিল। অপেক্ষা বা ধৈর্য বেশ কঠিন কাজ। কারও কাছে অপেক্ষা খুব একটা ভালো লাগার বিষয় না। কিন্তু এই অপেক্ষা করার মাঝেও একটা আলাদা অন্যরকম আনন্দ রয়েছে , যদি কেউ সেটা খুঁজে নিতে পারে তবে। যেই কারণে অপেক্ষা করা সেই কারনটা যখন পূরণ হয়ে যায় তখন মনে হয় (আমার) , অপেক্ষাটা মন্দ ছিল না বরং কাঙ্ক্ষিত জিনিসটার চেয়ে অপেক্ষাটাই বেশ ছিল। কিছু কিছু অপেক্ষার কখনো সমাপ্তি ঘটে না, যেই অপেক্ষা অসীম, সেই অপেক্ষার মাঝেও কিন্তু আলাদা একটা ভালো লাগা আছে যদিও জানা আছে, এই অপেক্ষার কোনো শেষ নেই তবুও অপেক্ষা করতে ভালো লাগে....
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now