বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন

বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা

আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

সে.....

"ফ্যান্টাসি" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান রিদা ‎ (০ পয়েন্ট)



X এক নিমষেই কি সব শেষ হয়? না হয় না... হয়তো কোনো এক পড়ন্ত বিকেলে আমাদের আবার দেখা হবে, সে হয়তো চিনবে না আমায়,কিন্তু আমি তো চিনবো.... আমরা হয়ে যাবো অপরিচিত দুই ব্যক্তি। হয়তো থাকবো পাশাপাশি দাড়িয়ে কিন্তু কথা হবে কি? হলে কি সে আমাকে চিনতে পারবে?না পারবে না কারণ আমি চিনতে দিবো না... চিনলে কি আবার পুরানো এই দিনগুলো ফিরে আসবে? অতীত কি আবার সামনে চলে আসবে? আসলেও বা কি হবে, হয়তো সে অন্য কারও হয়ে যাবে ততদিনে। সত্যি কি সে অন্য কারও হয়ে যাবে? এভাবে কি সব ভুলে যেতে পারবে? পারতেও পারে কারও জীবন তো আর কারও জন্য থেমে নেই! এমন কতো কি আসবে জীবনে, তাই বলে যে সেখানেই আটকে থাকতে হবে এটা কি কোনো কথা?! সবারই লাইফে মুফ অন করা উচিত। থাকুক সে তার অভিমান নিয়ে, হয়তো কোনোদিনও জানবে না মনের আড়ালে লুকানো কথাটা। যা ভাবার আছে ভাবুক সে। আমার তাতে কি? তাই বলে কি সব প্রকাশ করে দিবো? না থাক প্রকাশ করবো না, প্রকাশ করলে আর বাকি থাকবে কি? প্রকাশ করলেই তো সব শেষ হয়ে যায়, তা না হয় গোপনই থাক ❤️। কিছু কিছু জিনিস গোপনেই সুন্দর❤️ হয়তো সে নামটিও মনে রাখবে না, আমার আসল নাম কি সে জানে? মনে আছে কি তার, মনে হয় একবারই বলছিলাম নামটা, যদি মনে রাখে..... মনের গভীরেই থাকুক সে, হতে হবে না আমার। ভালোবাসলে কি পেতেই হবে? কিছু ভালোবাসা না হয় অপূর্ণই থাক....তা অপূর্ণতেই পরিপূর্ণ ❤️


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ৩৬৭ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now