বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
ফেসবুকের চ্যাটিং প্রেম থেকে দূরে
থাকেন____
,
মেয়েটির সাথে আমার প্রথম চ্যাটিং
হচ্ছে এভাবে । আমাদের দুই জনের
কথা ?
আমিই আগে ম্যাসেজ দিলাম ।
,
---হ্যাঁয় কেমন আছেন ?
---ভাল ? আপনি ।
---ভাল, আপনি কিসে পড়েন?
--- স্কুলে আর পড়ার টেবিলে । আপনি?
(আমি মনে মনে ভাবলাম স্কুলে আর
পড়ার
টেবিলে পড় । দাড়াও পড়াছি )
--- আমি আমাদের বাসার ছাঁদ থেকে
লাফ
দিয়ে মাঁটিতে পড়ি ।
--- হি হি হি তাই, থাকো কোথায়?
--- প্রতিবেশিদের বাসার পাশের
বাসায়
থাকি ?
--- বাসা কোথায় ? ( রেগে বলল)
--- আগে যেখানে ছিল এখনো
সেখানেই
আছে ।
--- ওকে, সেই এলাকার নাম কী ?
( আরো
রেগে )
--- এখনো নামটা পাল্টায়নি তাই
আগের
নামটাই আছে ।
--- আগে নামটা ছিল কী । ( চিৎকার
করে )
--- এখন যেটা আছে সেটাই আগে ছিল ?
,
( রাগে ফুলে দুই মিনিট পর রিপ্লাই )
--- ওকে, তোমার নাম কী ।
--- মা-বাবা যেটা রেখেছিল
সেটাই ?
--- তোমার মা - বাবা কী নাম
রেখেছিল
। (চিৎকার করে )
--- মা-বাবাই ভাল জানেন ।
--- তুমি জানো না ।
--- না, কারণ আমি তো আর আমাকে
ডাকতে পাড়ি না । তাই আমি জানি
না ।
--- অন্যেরা তোমাকে কী বলে ডাকে
।
--- আমার নামেই আমাকে ডাকে ?
--- সেই নামটাই কী ? ( চিৎকার করে )
--- যারা ডাকে তারাই ভাল জানেন ।
--- তুমি তোমাকে কী বলে ডাকো ?
--- আমাকে আমার কখনোই ডাকার
দরকার
পড়ে না । তাই আমি আমাকে ডাকি
না ?
,
--- ঐ তোমার সমস্যা কি হুম?
--- উপরে যেটা শুরু করেছো সেটাই ।
--- আমার একটা জন্য এত গুলো কেন?
--- জানি না ।
--- কেনো জানোনা ।
--- লেখা নাই ?
--- কী লেখা নাই ।
--- কোন ক্লাসে পড় সেইটা ।
--- ও ও ও ও ?
--- হুমমমম ।
--- তুমি খুব দুষ্ট ? আই লাইক ইট ।
--- ভাল লাগে ।
--- খুব,,,
--- পছন্দ হয় আমাকে ?
--- অনেক !
--- প্রেম করবে আমার সাথে ?
--- আমার মনের কথাটা তুমি ছেলে
হয়ে
বুঝলে কীভাবে ।
--- আমি অল্পতেই মানুষের মনে ডুকে
যেতে পাড়ি তাই ।
--- ভালবাসবে আমায় ?
--- একদমি না ।
--- কেনো ? ( মন খারাপ করে বললো )
,
--- সামান্য কিছু কথাতেই ভালবাসা হয়
না। আর এটা ফেসবুক । আজ আছি কাল
নাই ।
কিছু দিন কথা বললবে ভাল লাগবে ,
আর
যখন ভাল লাগবে না তখন ভালবাসা
শেষ ।
সামান্য কিছু কথাতে যে ভালবাসতে
পারে তার ভালবাসা সামান্য কিছু
জগরাতেই হারিয়ে যায় । অন্যের জন্য
গর্ত
খুদলে সেই গর্তে নিজেকেই পড়তে
হবে ।
,
ছেলে / মেয়ের সামান্য কিছু হাসির
কথা,
কিছু রোমাণ্টিক কথাতে আপনার সুন্দর
মনকে গলিয়ে ফেলবেন না । এই সামন্য
হাসি,আনন্দ,রোমাণ্টিক এক সময় দেখা
যাবে আপনার জীবনে অনেক বড় কষ্টের
বোঝা হয়ে দাড়াতে পারে । যা
আপনি
ইচ্ছা করলেও সেই কষ্ট থেকে বের হতে
পারবেন না । তাই আগে থেকে
সাবধান
হয়ে জান । এই সব দুষ্ট মিষ্টি কথাতে
মনকে
গলিয়েন না ।
,
আজ ভালবাসার জালে ফেলে মিষ্টি
কথা
বলবে, খানিক হাসাবে,আনন্দ
দিবে,রোমাণ্টিক কিছু মুহূর্ত দিবে ।
আর
যখন কষ্ট দিবে তখন পুরোটাই আমাকে
দিবে
। আমার একাকেই সেই কষ্ট সহ্য করতে
হবে ।
,
অনেকেই এই কষ্ট সজ্জ না করতে পেরে
মারা যায় । আবার অনেক মেয়ে-
ছেলে এই
কষ্টের জন্য নানা ধরনের নেশায় লিপ্ত
হয় ।
,
পৃথিবীর সবার কাছে আপনি আপনার
মূল্য
পাবেন না । কিন্তু কোনো এক জনের
কাছে
তার নিজের জীবনের চেয়েও আপনার
মূল্য
অনেক বেশি । বিয়ের পর আপনি আপনার
স্বামী/ স্ত্রী এর কাছে তার নিজের
জীবনের চেয়েও আপনার জীবনের মূল্য
অনেক? তাই সঠিক মানুষটাকে
ভালবাসুন ।
ভালবাসার মত ভালবাসুন মরার মত নয় ।
,
,
ফেসবুকে অনেক ছেলে-মেয়ে আছে
যারা
ভালবাসার নামে অন্যকে কষ্ট দেয় ।
অন্যের বিশ্বাস নিয়ে নানা ধরনের
খেলা
করে । তাই সবাই আগে থেকে সাবধান
থাকবেন । ছেলে-মেয়ে উভয়ের
উপকারের
জন্য বলা হয়েছে । বাকিটা আপনার
নীজের
উপর ?
,
ধন্যবাদ সবাইকে ?
,
(collected)
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now