বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
হে আমার নফস তুমি যা চাও তা না পেলে দুঃখ পেয়ো না। বরং তোমার রব যা দান করেছেন তা দ্রুত গ্রহন করো। তোমার এই অভাবের মাঝে শান্তনার খোঁজ করো এবং এই প্রতীক্ষাকে কদর করো। এবং এটাও জেনে রাখো তোমার রব তোমার পরীক্ষা নেন। যখন সকল আশা হতাশার রূপ নেয় এবং সকল আনন্দ হতে তোমায় বঞ্চিত করা হয়। তখন তুমি তোমার সকল গাফিলতি হতে নিজেকে জাগিয়ে তোলো। দৃঢ় ভাবে তোমার রবের প্রতি আশাবাদী হও। তোমার প্রত্যাশাকে তৃণভূমীর মতো করে সাজাও এবং কখনো এই তৃণভূমী পরিত্যাগ করবে না। কারন তোমার প্রভুর দান অত্যন্ত সূক্ষ্ম এবং অগনিত রূপে আসে।
কত উত্তম বিশ্বজগতের বুনন যা তোমার প্রভু নিজ হাতে বুনেছেন। সফর এখানেই শেষ, তারা জীবনের নহরের নিকট এসে পৌঁছেছে।পুরো কাফেলা তৃপ্তি ভরে পান করেছে তাদের দীর্ঘ পিপাসা পরিপূর্ণভাবে মিটেছে। নিমন্ত্রনকর্তা মহান আল্লাহ কখনোই তাদের তৃষ্ণার্ত রাখবেন না। তার ঝর্না হতে সকল উদারতা অনবরত প্রবাহমান। হে আমাদের প্রভু আপনার উদ্দেশ্যের উপর আমার বিশ্বাস দৃঢ়। আপনার উপর এই বিশ্বাসই আমার ঢাল, আমি নিরাপদ, আমি নিশ্চিন্ত, আমি মোহমুক্ত। হে আমার রব, হে আমার মহান রাব্বে কারীম আপনার উদ্দেশ্যের উপর আমার বিশ্বাস দৃঢ়। সেই সকল মানুষ যারা আপনার অনুগ্রহের কামনা করে, তাদের উপর আপনার রহমত ও দয়া বর্ষন করুন।
আপনি তো অনেক বেশি দয়ালু হে আমার রব, আমার ডালকে পাতা শুন্য রাখবেন না।আপনার প্রিয় মুহাম্মাদ (সাঃ) এর প্রতি শান্তি বর্ষণ করুন।ঈমান স্থাপনের পর থেকে তিনি (সাঃ) আমার পথ, উঁচু মাকামে পৌঁছানোর মাধ্যম। তিনি আমার দুর্গ এবং আমার সাহস তিনি।
হে আমার নফস তুমি দৃঢ় থাকো এবং এগিয়ে চলো পরম আনন্দের দিকে যা এখনো অপ্রকাশিত। আপনার উপর দুরুদ ও সালাম হে প্রিয় নবী (সাঃ)।
আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now