বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন

বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা

আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

নীল দ্বীপ (পর্ব ৬)

"রোম্যান্টিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Eshrat Ifat Eva (০ পয়েন্ট)

X পরদিন সকালে শুভ্র আর মৃন্ময় বের হলো।সারাটা দিন ঘুরলো।ফোনে কথা বলে।মৃন্ময়ের একটু একটু ভালো লাগতে লাগলো।কয়েকদিন পরে মৃন্ময় শুভ্রর সাথে ঘুরতে গেলো। শুভ্র বললো,কেমন লাগছে তোমার?" "হুমম ভালো লাগছে।আপনার!" "তুমি আমাকে আপনি বলো কেন!তুমি বলতে তো পারো।" "সেটা না হয় পরে বলি।" "ঠিক আছে।" এই সময় একটা লোক শুভ্রর গাড়ির সাথে এক্সিডেন্ট করলো।শুভ্র গাড়ি থামিয়ে ওই লোককে হসপিটালে নিয়ে গেল।মৃন্ময়ও সাথে গেল।মৃন্ময় একটু ঘুরে দেখছিল তখনি একটা চেনা মুখ তার সামনে পড়ে গেল।মৃন্ময় যেন থমকে গেল সেই মানুষটাকে দেখে।বেড়ে চোখ বন্ধ করে শুয়ে আছে।মৃন্ময় কাছে যেয়ে ডাক দিল,"সাদিক,এই সাদিক।" সাদিক একটু একটু চোখ খুলে বললো,"তুমি এখানে?" "আমার কথা হলো তুমি এখানে কেন?"আর এতদিন তুমি কোথায় ছিলে সাদিক?" "তুমি আমাকে ভুল বুঝেছি তাই না!দেখে মৃন্ময় আমি তোমাকে সত্যি ভালোবাসি।" "কিন্তু কেন এতদিন নিখোঁজ হলে?" "মৃন্ময় আমি নিজের থেকে নিজেই নিখোঁজ হয়ে গিয়েছিলাম মৃন্ময়।আমার কমায় চলে গেসিলাম।৬ মাস পর আমি কমায় থেকে ফিরে এসেছি।আর কালকে আমি বাড়ি যাবো।" মৃন্ময় কথাটা শুনে চমকে উঠলো।দরজায় দাঁড়িয়ে শুভ্র সব শুনছিল।শুভ্রকে দেখে সাদিক বললো,"উনি কে?তোমার স্বামী?" "না আমার বিয়ে হয়নি।" "ওহ।" "উনি শুভ্র আমার ভালো বন্ধু।" "উনাকে এখানে আসতে বলো।" শুভ্র নিজেই কাছে এলো।শুভ্র অবশ্য একবার হৃদির কাছে সাদিকের কথা শুনেছিল।কিন্তু শুভ্ররও যে মৃন্ময়কে ভালো লেগে গেসে।হয়তো ভালোবেসে ফেলেছে।শুভ্র বললো,"মৃন্ময় আমাদের বাড়ি যেতে হবে এখন।" "হ্যা যাচ্ছি।" সাদিক বললো,"বাড়িতে গেলে তোমাকে কল দিবোনি।আমার ফোন বাড়িতে।" মৃন্ময় বললো,"আচ্ছা দিও।" মৃন্ময় বাড়িতে গেল।খুশি খুশি মুড নিয়ে রুমে ঢুকে হৃদির সামনে বসে বললো,"কফি খাবি?" হৃদি বই পড়তে পড়তে বললো,"না।" "কেন খাবি না?" হ্রদি এখন মৃন্ময়ের দিকে তাকিয়ে বলল,"কি হয়েছে বল তো এত খুশি কেন!" "সাদিকের সাথে দেখা হয়েছিল।" "তাই নাকি কোথায়?" "হসপিটালে।" তারপর মৃন্ময় সব খুলে বললো।সব শুনে হৃদি বললো,"সত্যি?" "হুমম রে।" "আহারে।কিন্তু শুভ্র ভাইয়ের কি হবে?" "কি হবে মানে?" "উনি তোকে ভালোবাসেন।"


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ৪২৩ জন


এ জাতীয় গল্প

→ নীলদ্বীপ (পর্ব৭)
→ নীল দ্বীপ (পর্ব ৫)
→ নীল দ্বীপ (পর্ব ৪)
→ নীল দ্বীপ (পর্ব ২)
→ নীল দ্বীপ (পর্ব ৩)
→ নীল দ্বীপ(পর্ব১)
→ নীল সাগরের দেশ মালদ্বীপে জিজেসগণ।পর্বঃ(০৪)
→ নীল সাগরের দেশ মালদ্বীপে জিজেসগণ।(শেষ পর্ব)
→ নীল সাগরের দেশ মালদ্বীপে জিজেসগণ। পর্ব(০৩)
→ নীল সাগরের দেশ মালদ্বীপে জিজেসগণ।পর্বঃ(০২)
→ জিজেসরা যখন নীল সাগরের দেশ মালদ্বীপে।(পর্ব ০১)

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

  • গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now