বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
বিল,রাস্তা সব পানির নিচে। চারপাশে তাকালেই পানি আর পানি। কয়েক ঘণ্টা আগে হঠাৎ করে আকাশ কালো করে নিয়ে ঝুম ধুম করে বৃষ্টি নামল। ভালো ছেলে তখন বিলে লাগানো সোনার ধান দেখতে গিয়েছিল। বৃষ্টি শুরু হওয়ায় দৌড়ে এসে আমার হাত টানতে টানতে ঘরে নিয়ে এল। আমার এলোমেলো চুল গুলো ঠিক করে দিয়ে বলল, ভালো বৌউ আমার,হালাকা বৃষ্টি হবে।এই বৃষ্টি তে তুমি ভিজলে তোমার জ্বর হবে। আমি আগেই বুঝতে পেরেছিলাম এই কথা গুলো আমাকে বলবে।কারণ ভালো ছেলে জানে বৃষ্টি হলেই আমাকে ঘরে বন্দি করে রাখা যায় না। বৃষ্টি তে ভিজে আমি বর্তমান জগত হারিয়ে ফেলি। হ্যা, আমার জ্বর ও হয়।
আমি আর ভালো ছেলের কথায় জবাব দিলাম না।আমায় চুপ থাকতে দেখে ভালো ছেলে বুঝে ফেলেছে আমি রাগ করেছি। ভালো ছেলে আমায় অবাক করে দিয়ে আয় কোলে নিয়ে জানলার কাছে চলে গেল,বলল বৌউ আসো আমারা বৃষ্টি উপভোগ করি। আমি বললাম আমাকে আগে নিচে নামাও ।আগে বল মসজিদে যোহরের নামাজ পড়ে তো তুমি বিলে গিয়েছিলে।সত্য কথা বলবা কিন্তু।না হলে কথা নাই। ভালো ছেলে বলল,তোমায় ছুঁয়ে বলছি,যোহরের নামাজ পড়েই বিলে গিয়েছি।জান বৌউ এবার আমাদের ভাগ্য ভালো, অনেক ফসল হবে । ধানগুলো বিক্রি করে যে টাকাগুলো হবে , আমাদের সংসার চলে যেয়ে কিছু টাকা থাকবে।তাই আমি ভেবেছি মাকে আর তোমাকে শাড়ি কিনে দিব। আমি আজকে অনেক খুশি বউ ্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্আমি বললাম, অতিরিক্ত খুশি হয়ে ও না ভালো ছেলে। শুকরিয়া করো। দেখেছো বৃষ্টি থামছে না। জানালা দিয়ে তাকাও ঘরের ডোয়া পর্যন্ত পানি উঠে গেছে। ভালো ছেলে বলল, টেনশন করো না কিচ্ছু হবে না। বৃষ্টি থামার পর । চারপাশে পানি আর পানি। ভালো ছেলে বিলে চলে গেছে, ধান গুলো কি অবস্থায় আছে।পাকা ধান, সোনার ধান। মানুষটার ছোট আশা কি পূরণ হবে?? লাগবে না আমার শাড়ি । মানুষটার হাসি খুশি চায়। ভালো ছেলে কে বলব ভালো ছেলে আমার নতুন একটা শাড়ি তো আছে। আমার লাগবে না। জানি আমি মানুষটা হতাশায় ধানগুলো দিকে তাকিয়ে আছে।ওর কষ্ট হচ্ছে।ওর পরিশ্রম বিফলে যাবে। না না, বিপদে আমাদের সবুর করতে হবে।এটা আমাদের ভাগ্য লেখা ছিল। ভালো ছেলে কে হাসি মুখে সোনার কানের দুল দিয়ে বলব , ভালো ছেলে এটা দিয়ে আমাদের সংসার চলে যাবে। ফিরে আমারা নতুন করে ধানের চারা লাগবে।দেখবে মহান আল্লাহ আমাদের দ্বিগুণ ফসল দিয়েছে। শেষ গল্প টি। আমি গল্প লিখতে ভালো পারি না। কেমন লাগলো কমেন্টে সবাই জানাবে।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now