বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
ঘড়ির কাটা মসৃণ গতিতে টিকটিক শব্দে বয়ে চলেছে।তার সাথে পাল্লা দিয়ে রাতটাও গভীর হচ্ছে। সম্মিলিত আলোর উৎস গুলো তাদের মহিমা হারাচ্ছে।রাতের আধারের তীব্রতায় আলো গুলো আরো ম্লান হয়ে যাচ্ছে।এমনই একসময় এখন যে নিঃশ্তব্দতার সাথে নিঃসঙ্গতা এসে ভর করে।পার হয়ে আসা দিনগুলোতে ফিরিয়ে নিয়ে যায়।মনে করিয়ে দেয় কতো স্মৃতি কতো ঘটনা,প্রিয়জনদের সাথে কাটানো বিশেষ মুহূর্ত গুলো।কখনো কখনো মনের পর্দায় ভেসে উঠে একটা মানুষের সুন্দর হাসিমাখা মুখ। আমার মনের উচ্ছাস তখন যেনো দপ করে নিভে যায়।
সে কেমন আছে, কোথায় আছে, জানা নেই।এই একটা মানুষকে আমার মন নিজের জন্য বুঝে নিতে চেয়েছিলো।আমিই তা হতে দেই নি।সে কেমন তা আমার জানা ছিলো।তার সংক্ষিপ্ত দুনিয়াটা আমার অনেকটা পরিচিত ছিল।তার মনোভাব বুঝতাম বলেই তাকে আমার অনুভূতিগুলো কখনে বুঝাতে চেষ্টা করি নি বা বুঝতেও দিই নি।সুন্দর সময়গুলো না,খুব তাড়াতাড়িই শেষ হয়ে যায়।ধরে রাখতে চাইলেও ধরে রাখা যায় না।
একটা সময় ছিলো যখন নতুন ভোর গুলোয় তাকে নতুন করে দেখতাম।আবার অপেক্ষা করতাম নতুন আরেকটা সকালের। সময় তো আর থেমে থাকে নি।হুট করে এমন একটা সকাল চলে আসলো যে সকাল থেকে তাকে আর দেখবো না।আর দেখিও নি।নতুন জগতে, নতুন পরিবেশে,নতুনভাবে বিচরণের আনন্দে খুব উচ্ছসিত ছিলাম।নতুন সব স্বপ্নে আমার দু চোখ বিভোর।সকাল হলো, ঘুম ভাঙ্গলো। তারপর হঠাৎ মনে পড়লো তার সাথে নতুন ভোর গুলোতে আমার আর দেখা হবে না।আমার নতুন জগতে বিচরণের সাথী হবে না সে।আমি তখন কিংকর্তব্যবিমুঢ়। এমন কিছু হবে আগে ভাবিনি। তার সাথে খুনসুটি করা সময়গুলোও খুব বেশি নয়।কত সময় আর ঘটনা প্রবাহ পেছনে ফেলে আজ আমি এখানে দাড়িয়ে।আমার কোন দুঃখ নেই।খুব ক্ষীণ একটা আক্ষেপ হয়তো মাঝে মাঝে আমাকে ছেয়ে পেলে। খুব জানতে ইচ্ছে করে, সে কেমন আছে। আচ্ছা, তার সীমাবদ্ধ ক্ষেত্র গুলো কি এখন প্রসারিত?
মাঝে মাঝে ভাবি, হঠাৎ দেখা হয়ে গেলে কি বলার মতো কোন কথা খুজে পাবো?মনে হয় না।কি অদ্ভুত না? এই আমি এখন যাকে নিয়ে স্বৃতিচারণ করছি সে হয়তো এতোদিনে আমার কথা ভুলেই বসেছে।থাকুক না সে আমার অন্তরালে।
- লেখাটা ২০১৯ এর কোন এক সময়ে লেখা।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now