বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
বৃষ্টি পড়ার ছন্দে ভাবনাগুলোকে মিশিয়ে দেওয়ার মতো মজা অন্য কিছুতে পাওয়া যায় না।পানির ফোটাগুলা ধারাবাহিক ভাবে পৃথিবীর বুকে আছড়ে পড়ে নিজেকে বিসর্জন দেয়।কিসের টানে তারা এতদূর ছুটে আসে?আমিও তো ছুটছি। মাঝে মাঝে পথ হারিয়ে থমকে দাড়িয়ে থাকি।আমার ছোটার সাথে বৃষ্টির ফোঁটাগুলোর ছোটার মিল নেই।তারা গন্তব্যে পৌঁছাতে নিজেকে বিসর্জন দেয়।নিজের অস্তিত্বকে বিলিয়ে দেয় বিনিময়ের আশা না করেই। কিন্তু আমি কেনো পারছি না বিলিয়ে দিতে?এর উত্তরে আমি বলবো, যার জন্য এতো অপেক্ষা এতো জল্পনা তাকেই যদি না পাই তবে কিসে বিসর্জিত হবো,কেনইবা হবো?আমার এ বিসর্জনের বিনিময় কে দেবে? আমি এভাবেই তো ভালো আছি।যার কথা বলছিলাম, তাকে কাছে পাওয়ার এমনকি তার কাছে যাওয়ার আশাও ছেড়ে দিয়েছি। সে তার জীবনের পথ নিজের মতো করে খুজে নিয়েছে। হয়তো একদিন তার স্বপ্নের জায়গাটায়ও পৌছে যাবে।হয়তো একদিন অন্য কারো ঘাড়ে নিজের দায়িত্ব সঁপে দিবে।দিনশেষে আমি নিঃসঙ্গতাকে বুকে জড়িয়ে তার প্রতি আমার আবেগ গুলো অনুভব করি।আমার মনের নির্দিষ্ট এক কোণে বাঁধিয়ে রাখা তার হাসি গুলোকে বার বার দেখি।এ দেখা কখনো পুরোতে চায় না।আমার কথার জবাবে ভেংচি মিশ্রিত জবাব কিংবা হাসিমাখা ভঙ্গি গুলো কখনো ভুলবার নয়।ঠিক ভোরের সূর্যের কিরণের মতো তার হাসির আভা আমার অন্তর জুড়ে ছড়িয়ে আছে।
কিসের এক অদ্ভুত উষ্ণতায় আমি টিকে আছি। আমার তো ভেঙ্গে পড়ার কথা, ব্যর্থ প্রেমিকদের ভিড়ে নিজেকে ভিড়িয়ে দেওয়ার কথা।আমি কেন জানি শুধু ভাবছি, তাকে নিয়েই ভাবছি।তার সাথে কাটানো মূহুর্তগুলো রোমন্থন করছি।আমি জানি, চাইলেই তার কাছে যাওয়া যায় তাকে মন ভরে দেখা যায়,বলে দেওয়া যায় এতোদিনের না বলা কথা গুলা।কি দরকার যাকে পাবো না তার প্রতি মায়া বাড়িয়ে।দিন শেষে স্মৃতির বোঝার ভারই বাড়বে।যা বয়ে বেড়ানো যেমন আনন্দের তেমনি বেদনার।কিছুটা অন্তর্মূখী মানুষ বলে তার সামনে সাহস করে কিছু বলতে পারি নি। তাকে জানাতে পারি নি আমার মনে জমে থাকা চিরন্তন সত্য কথাটা।নিজেকে লুকোতো লুকোতে সব হারাচ্ছি। আমার প্রাপ্তিদের থেকেও আজ নিখোঁজদের সংখ্যা বেশি।আমার দিনগুলো অনিশ্চয়তার কালো আঁধারে ঢেকে যাচ্ছে।তবু তাকে নিয়েই ভাবছি।সে এখনো আগের মতই আছে, তবে একটু একটু করে বদলাচ্ছে। চাইলেই ছুটে যেতে পারি তার কাছে কোন এক অযুহাত দাড় করিয়ে।কিন্তু কিছুতো বলতে পারবো না।তবু হতাশ হই না।যেখানে আশাই নেই সেখানে হতাশ হওয়ার প্রশ্নই অবান্তর।
বৃষ্টির ফোঁটাগুলোর একসময় জোর কমে আসে।বোধহয় আমার উপলব্ধি তাদেরও গ্রাস করেছে।তাই উদ্যোম হারিয়ে ফেলেছে।বিক্ষিপ্ত এই সময় যেভাবে চলছে হয়তো একদিন আমিও বৃষ্টির ফোঁটাগুলোর মতো মুখ থুবড়ে পড়বো।তারপর বিলীন হয়ে যাবো কালের গর্ভে। সমাপ্তি ঘটবে আমার গল্পের।আমার গল্পের পরিসমাপ্তি জানার কিংবা দেখার জন্য তখন আমি থাকব না।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now