বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন

বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা

আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

পেট সেমেটারি - বই রিভিউ

"বুক রিভিউ " বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Mehedi Hasan Prova (০ পয়েন্ট)

X লেখক : মেহেদী হাসান প্রভা। (দ্রষ্টব্য : একটি প্রতিযোগিতা উপলক্ষে এই রিভিউটি আমি আমার দলের পক্ষ থেকে লিখেছিলাম। প্রতিযোগিতাটি ফেসবুকে অনুষ্ঠিত হয়েছিল। আমার দল "লাভক্র্যাফ্ট এর আত্মা" প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করে। আমার কোনো ফেসবুক আইডি না থাকায় আম্মুর একাউন্ট থেকে অংশ নিয়েছিলাম। অগ্রিম শুভেচ্ছা।) বইয়ের নাম: পেট সেমেটারি। লেখক: স্টিফেন কিং। বাংলা অনুবাদ: রাইসুল আরেফিন।প্রকাশনী: বাতিঘর প্রকাশনী। পৃষ্ঠা সংখ্যা: ৪৩২। মূল্য: ৪৮০ টাকা। ******* বিড়াল বেশ কিউট একটা প্রাণী। ধরুন, আপনার কাছেও একটা বিড়াল আছে। কিউট! দেখতে ভালো। আপনি তাকে খুব ভালোবাসেন। হঠাৎ, একদিন তার মৃত্যু হলো। আপনি তাকে কোনো এক জায়গায় কবর দিলেন। পরদিন সকালে ঘুম থেকে উঠে দেখলেন, সে আপনার পাশে বেশ আরামেই ঘুমিয়ে আছে! ক্রিড পরিবারের নতুন বাড়ির কাছে একটা জঙ্গল আছে। শহরের বাচ্চারা জঙ্গলে একটা কবরস্হান বানিয়ে নিজেদের পোষা প্রাণীদের কবর দেয়। তাই কবরস্হানটার নাম "পেট সেমেটারি।" বাচ্চারা অবশ্য "সেমেটারি" বানান "Cemetery" না লিখে "Sematary" লিখেছে। মনে রাখবেন, যেকোন জঙ্গলই বেশ রহস্যময়। প্রাণীগুলোকে কবর দেওয়ার পর সেগুলো ফিরে আসে। কোনো এক অদৃশ্য শক্তির জন্য। ক্রিড পরিবার ঐ শহরে নতুন। তাদের বিড়াল মারা যাওয়ার পর কৌতুহলবশত তারা ঐ কবরস্হানে বিড়ালটাকে কবর দেয়। তারপর? যা হওয়ার তাই। বিড়ালটা ফিরে এসেছে! পরিবারের একজন সদস্যের মৃত্যুর পর তারা বেশ শোকাহত হয়ে পড়ে। মানুষকে ঐ কবরস্হানে কবর দিলে কী হবে? মানুষটা কি ফিরে আসবে? একটা কথা বলে রাখি, "Sometimes, dead is better." **************(সমাপ্ত)************** (দ্রষ্টব্য: আমি অনুবাদ বইটি পড়িনি। বরং মূল ইংরেজি বইটি পড়েছি। মূল ইংরেজি বইয়ের মূল্য ৭২০ টাকা।) ©️মেহেদী হাসান প্রভা। ©️লাভক্র্যাফ্ট এর আত্মা।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ৪৬৬ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

  • গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now