বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
জিজেতে আমি ও আমার এক বছর...
লেখিকাঃ রোদেলা রিদা
আসালামু আলাইকুম,
দেখতে দেখতেই জিজেতে আমার ১ বছর হয়ে গেলো। এক শীত, এক বসন্ত, এক গ্রীষ্ম, এক বর্ষা আমি জিজেতে কাটায় দিলাম কতো স্মৃতি জড়িয়ে গিয়েছে আমার এই জিজের সাথে! জিজের মায়ায় আজ আমিও জড়িয়ে গিয়েছি! যখন আমি জিজেতে প্রথম আসি তখন আমার কেমন জানি একটু অসস্তি হতে থাকে। কাউকে চিনি না জানি না, কার সাথে কিভাবে কথা বলতে হয়, সবাই কতো বড় বড়! এর আগে তো আমি এভাবে ভার্চুয়ালি কারও সাথে কথা বলিনি। অনলাইন ক্লাস করার সুবাধে ইন্টারনেটে আমার আসা। অনলাইন ক্লাস না থাকলে হয়তো জিজের সাথে আমার পরিচয়ই হতো না! জিজেই হলো আমার প্রথম অনলাইন যোগাযোগ মাধ্যম!
জিজেতে আসার পর যেই অসস্তিটা আমার হচ্ছিল, সেটা ধীরে ধীরে দূর হয়ে গেল যখন আমি সব জিজেসদের সাথে পরিচিত হচ্ছিলাম ও এই জিজের সাথে মিশে যাচ্ছিলাম জিজেসদের সেই দলে আমিও যুক্ত হয়ে গেলাম!
এই এক বছরে আমি অনেকের সাথে পরিচিত হয়েছি। অনেকে আমার অনেক আপন হয়ে গিয়েছে! তাদের সাথে আমি কখনো আসলে না মিশলেও,আসলে পরিচিত না হলেও মনে হয় যেন তারা আমার কতোদিনের পরিচিত! কতোকাল ধরে আমি তাদের চিনি! যেমন, সাহেদ ভাইয়া, চাখোর ইসুপি☕, সামিয়াপি,জান্টুস( আতিয়াপি), জিএফ(নাহারপি), গোস্ট ভাইয়া (তালহা ভাইয়া), রনি বে (রনি ভাইয়া), মাহমুদা( মাহমুদ ভাইয়া), মেহেদি ভাইয়া, মাহিন ভাইয়া, বুড়ো দাদু (হৃদয় ভাইয়া), ফাহাদ ভাইয়া, সুশিপু (সুষ্মিতাপি),তুশার ভাইয়া, ফড়িং (তারিন), সারাফ বান্দর (সারাফ ভাইয়া), জান্নাতপি, ফারহান ভাইয়া,মফি ভাইয়া, সাবু বুড়ি (সাবিরাপি) , লুমি ভাইয়া আরও অনেকজন!
কিছু কিছু মানুষ আবার হারিয়েও গিয়েছে যেমন, সাহেদ ভাইয়া, জান্নাতপি, জিএফ,সামিয়াপি, তুশার ভাইয়া! তাদের অনেক মনে পড়ে!
এছাড়াও,এই জিজে আমাকে একটা বেস্ট ফ্রেন্ডও দিয়েছে! গাজাবাবা ওরফে বাঁশবাগানের মালিক ওরফে বোতলবাবা ওরফে নবিতা ওরফে সোহানুর রহমান সোহান! যখম প্রথম আসি তখন থেকেই সে আমার অনেক ভালো বন্ধু! আমার বেস্ট ফ্রেন্ড! বট গাছের মগডালে বসে থাকা লেজবিহীন বান্দর ওইটা!
জিএফও আমার অনেক ভালো বন্ধু কিন্তু সে কোথায় জানি চলে গিয়েছে আর আসে না! অনেক মিস করি তাকে!
এসব ছাড়াও এই এক বছরে শরিফ ভাইয়া, সাফায়েত ভাইয়া, ঘুমবিলাসী ভাইয়া, শাহরিয়ার, রিধি, মোস্তাফিজ ভাইয়া, ইকবাল, তানহা, তানিম ভাইয়া, তামিম ভাইয়া, মোজাহিদ ভাইয়া, জাইম ভাইয়া, রেনুপি, ইশিকাপি, সাকিব ভাইয়া, লাকিপি, নামিপি, রিয়াদ ভাইয়া, অর্পণ ভাইয়া আরও অনেক সাথেই আমার ভালো সম্পর্ক গড়ে ওঠে!
গল্প পড়ার টানেই জিজেতে আমার আসা! গল্প পড়তে আমি অনেক ভালোবাসি। জিজেতে অনেক ভালো ভালো লেখক আছে। রিয়াদ ভাইয়া, সাইম আরাফাত ভাইয়া, সাদ ভাইয়া, রনি ভাইয়া, সানিয়াত ভাইয়া, সুহান ভাইয়া, ফাহিম ভাইয়া, সজিব ভাইয়া আরও অনেকের ( নাম মনে পড়ছে না) গল্পের আমি বিরাট বড় পাখা মানে ফ্যান! আমিও তাদের মতো গল্প লিখতে চাই কিন্তু পারি না! কি থেকে কি বানায় ফেলি!
সে যাই হোক, এখন কেন জানি এই লেখকগুলো আর গল্প লিখে না!আমি তাদের অনুরোধ করবো নতুন নতুন গল্প লিখার! আমি সত্যি অপেক্ষায় আছি আপনাদের নতুন নতুন গল্পের জন্য!
পরিশেষে বলতে চাই, এই এক বছরে এই জিজেতে আমি অনেক সুন্দর সুন্দর মুহূর্ত কাটিয়েছি, অনেক গল্প থেকে অনেক কিছু শিখতে পেয়েছি, নতুন নতুন সব মানুষের সাথে পরিচিত হয়েছি! সবকিছুর জন্য অনেক ধন্যবাদ এই জিজেকে! আর অনেক ধন্যবাদ সব জিজেসদের যারা আমাকে এতো আপন করে নিয়েছে!
যতদিন এই জিজে আছে আর যতোদিন আমি বেঁচে আছি ততোদিন আমি এই জিজের সাথেই থাকবো, ইনশাআল্লাহ
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now