বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন

বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা

আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

হৃদয়ের নীলপরী পর্ব ১৪

"রোম্যান্টিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Eshrat Ifat Eva (০ পয়েন্ট)

X ইসরাত বাসায় এসে ফ্রেস হয়ে চা খাচ্ছে।রিফাহও খাচ্ছে। "এই কাল দিন বাদে তোর বার্থডে।" "হুমম।" "এই শোন কালকে একটু রনি ভাইয়ের বাসায় যাবো।তুইও চল।" "কি বলিস আমি যাব কেন?" "আহা চল।বিয়ের আগে কি যাওয়া যাবে না!" "হ্যা যাওয়া যায়।" "তো চল।প্লিজ আমি রনি ভাইকে বলেছি।খালাকেও বলেছি তুই আসবি।" "তুই আগে থেকেই বলে দিস।" "হ্যা এখন না গেলে কেমন হবে।" "ঠিক আছে চল।" পরদিন ইসরাত রনিদের বাসায় গেল।রনি নিজের রুমের বারান্দায় দাঁড়িয়ে আছে।ইসরাত রনির চোখ ধরলো।রনি ইসরাতের হাতের ওপর হাত রেখে বললো,"ওহ জানু তুমি কখন এসেছ?" ইসরাত চোখ ছেড়ে দিয়ে বলল ,'তুমি কি করে বুঝলে আমি?" "আমার জানপাখি আমার চোখ ধরবে আমি বুঝবো না এটা কি হয়?আমি চোখ বন্ধ করে তোমার হাত ধরেই বুঝতে পারি যে তুমি।" "হুমম ।আচ্ছা আমাকে কি দিবে কালকে?" "গিফট কি বলা যাবে কি দিব!যা দিব তুমি খুব খুশি হবে।" "ঠিক আছে।" রাত ১১:৫৭ মিনিটে।রনি কল করলো।ইসরাত কল ধরে বলল,"এই তুমি কোথায় যে কল দিচ্ছ?" "ইসরাত একটু ছাদে এসো।তাড়াতাড়ি।" "আমি বলতে পারছি না তুমি এসো তাড়াতাড়ি।কিযে হবে বুঝতে পারছি না।" "রনি তোমার কি হয়েছে বলো।এই রনি ,রনি কি হয়েছে!কি হলো কথা বলছে না।" ইসরাত দেখলো বাড়িতে কেউ নাই।সবাই কোথায় গেল।ইসরাত ছাদে যেয়ে রনিকে ডাকতে লাগলো।কিন্তু কোনো সাড়াশব্দ আসছে না।চারদিকেও অন্ধকার।রনি পিছন থেকে বলে উঠলো,"happy birthday to you Eshrat." তারপর সবাই বেরিয়ে এলো।চারদিকে সুন্দর করে সাজানো।ইসরাত বললো,"ওহ তাহলে এই প্লান।আমাকে ছাদে ডাকিয়ে আনা হলো এইভাবে।আমি তো ভয় পেয়ে গেসিলাম কি হলো।" রনি বললো,"এবার তুমি চোখ বন্ধ কর।তোমার গিফট।" ইসরাত চোখ বন্ধ করলো।রনি যখন খুলতে বললো তখন খুলল।ইসরাত দেখে অবাক সে তো এটাই কিনতে চেয়েছি।৫ ফুট সাইজের টেডিবিয়ার।ইসরাত খুশিতে টেডিবিয়ারকে জড়িয়ে ধরে বললো,"wow! Very nice.I like it" সবাই গিফট দিলে কেক কাটলো।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ৫০২ জন


এ জাতীয় গল্প

→ হৃদয়ের নীলপরী (শেষ পর্ব)
→ হৃদয়ের নীলপরী ১৯
→ হৃদয়ের নীলপরী ১৮
→ হৃদয়ের নীলপরী ১৭
→ হৃদয়ের নীলপরী পর্ব ১৫
→ হৃদয়ের নীলপরী পর্ব ১৬
→ হৃদয়ের নীলপরী (পর্ব১৩)
→ হৃদয়ের নীলপরী পর্ব ১৫
→ হৃদয়ের নীলপরী (পর্ব১২)
→ হৃদয়ের নীলপরী (পর্ব ১১)
→ হৃদয়ের নীলপরী (পর্ব১০)
→ হৃদয়ের নীলপরী (পর্ব ৯)
→ হৃদয়ের নীলপরী (পর্ব ৮)
→ হৃদয়ের নীলপরী (পর্ব৭)

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

  • গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now