বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন

বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা

আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

ভালোবাসবেত?

"ফ্যান্টাসি" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান FAHAD (০ পয়েন্ট)

X লেখকঃ ফাহাদ আসসালামুআলাইকুম প্রথমে আমার পরিচয়টা দেই gj আমি ফাহাদ এবার ২ তে পড়ি কলেজেরgj আমার বাড়ি মুন্সীগন্জ। এখন আসি গল্পে স্কুল লাইফটা জোস ভাবে কাটালাম কোন জিএফ নাই পেরাও ছিলনা আসলে তখন এই কথা মাথায় আনিই নি কলেজে ওঠলাম তারপর দেখলাম সবা ডাবল আমি সিংগেল gjgj তখন মন খারাপ লাগছিলো তাই ভাবলাম আমারও কাউকে লাগবেgj তাই শুরু হলো জিএফ খোজার মিশনgj আরিবাহ পেয়েও গেলাম একজন কে সেও ২ তে পড়ে তবে স্কুলেরgjআমি ১ পড়ি কলেজেরgj তারপর তাকে বলবো ভাবছি কিন্তু তার নামত জানিনা এখন কি করা জায়gj তারপর তাকে ফলো করা শুরু করলাম এক পর্যায়ে তার নাম জানলামgj তার নাম হলো ইমরোজgj আাহা কি সুন্দার নাম ইমরোজgj এখন থেকে খালি তাকে নিয়া সপ্ন দেখি সব জায়গায় তার বিচরন আমি সিদ্বান্ত নিলাম তাকে বলবোই আাজকেই বলবো । তবে এই কয়দিন ইমরোজের পিছনে ঘুরেছি ও এটা লক্ষ্য করেছিলো তবে কিছু বলে নি। ও অনেক রাগী তাই বলতেও বয় লাগছিলো জদি চর মারেgj তাহলেত মানইজ্জত প্লাস্টিক gj তারপরও মনকে বুঝায় গেলাম সাহস করে তাকে বলতে রাস্তার মোরে দাড়ায় আছি তার জন্য একটা নিল গোলাপ নিয়া। ওমা সে আসলো আমি প্রপোস করার আগে একটা ছেলে ওকে কি জেন বল্লো আর বাকিটা ইতিহাস করে ছেরে দিল gj আর এইদিকে আমার কলিজায় জে পানিটুকু ছিল সেটাও শুকায় আসতেছেgj কি দজ্জাল মেয়েরে বাবা আামকে না কি করে আল্লাহ ভালো জানেgjgj তারপরও সাহস করে গেলাম কারন প্রেমে পরলে নাকি সাহস বেড়ে জায় gjআমার বেলাও তাই হলো সাহস করে গেলাম তার কাছে। সেতো রেগে আছে আমাকে দেখে একটা হাসি দিল আর বল্লো কি আজ হটাৎ সামনে এতোদিন ত পিছন পিছন ঘুরছেন gj তা কি মনে করে আমি সাত পাচ না ভেবে গোলাপ টা সামনে নিয়ে হাটু গেড়ে বসে ওকে প্রপোস করে বসলাম তারপর চলবে,,,,


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ৩৪৬ জন


এ জাতীয় গল্প

→ ভালোবাসবেত? ২

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

  • গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now