X
লেখক:ইসরাত
আমি বাসা থেকে বেরিয়ে রেহনুমা আপুর বাসায় ঢুকলাম।দরজায় নক করছি।গেট খুলছে না।তুবা বেরিয়ে এলো।তুবা বললো,"আরে বাবু তুমি এখানে!"
"হুমম বেবি ।তুমি কোথায় যাচ্ছ?"
"এইতো জানু রেস্টুরেন্টে।"
"ওহ একাই যাচ্ছ এই জানকে নিয়ে যাবে না?"
"হ্যাঁ হ্যা চলো।"
"থাম রেহনু আপুকে সাথে করে নিয়ে যাই তাহলে ধর যে আমাদের টাকা দেওয়া লাগবে না।
"ওহ ভালো আইডিয়া
আপুর সব টাকা মেরে খাবো।"
দুইজন খুব ডাকাডাকি করছি।গেট খুলছে না।
আমি ডাকছি,"ওই রেহনু আপু,ওই লাক্কু টাক্কু আপু গেট না খুললে কিন্তু জানালা দরজা সব ভাঙমু।"
রেহনুমা আপু গেট খুলে বললো,"কি হয়েছে এমন ডাকছ কেন দুইজন?
"ডাকবোই তো গেট খুলতে কতক্ষন লাগে।"
দুইজন ভেতরে ঢুকে পড়লাম।
আমি বললাম,"চলো রেডি হও।"
লাকি আপু বলল,"কেন রে?
তুবা বললো,"আজকে আমরা রেস্টুরেন্টে খাবো
রেহনুমা আপু বলল,"না যাবো না।"
আমি বললাম,"এইতো আপু মন ভেঙে দিলে।ছোটদের মন ভেঙে দিলে আল্লাহ নারাজ হন।চলো আপু ওই আপু চলো।"
আপুদের রাজি করিয়ে তাদের টাকায় আমি আর তুবা খাওয়া দাওয়া করলাম
এবার খাওয়ার কথা ভাবছি তানিম ভাইয়ের টাকায়
ওই তানিম ভাই বিকেলে আপনার টাকা মেরে খাবো
হা হা হা। আপনার টাকা শেষ
বিকেলে তানিম ভাইয়ের কাছে গেলাম।
বললাম,"ভাইয়া চলেন।"
"কোথায়?"
"রেস্টুরেন্টে।আজকে আমি আপনাকে খাওয়াবো।"
"সত্যি বলছো!
"সত্যি নয়তো কি চলেন।"
"এইতো লক্ষী সোনা বোন চলো।"
তানিম ভাই চলেন খালি একবার তারপরে হবে
রেস্টুরেন্টে যেয়ে খাওয়া শেষ করে একটা অভিনয় করলাম।আমার ফোনে কল আসার।
,"ভাইয়া।কল এসেছে পার্সোনাল কথা বলতে হবে।কথা বলে আসি।"
"আচ্ছা যাও ।কথা শেষ হলে বিল দিও।"
বাইরে এসে তানিম ভাইকে ম্যাসেজ দিলাম ,"ভাইয়া
দারুন খাওয়ালেন।বিলটা দিয়ে দিয়েন।ভুল ত্রুটি হলে মাফ করেন।আর রাগ করবেন না
ছোটদের ওপর রাগ করতে নেই আল্লাহ নারাজ হন।"
তানিম ভাই ম্যাসেজ দেখে কি বলবে।ফাঁকি দিলো হায় হায়।তানিম ভাইয়ের রিপ্লাই আসলো ,"ওরে বোন আমার ভাইয়ের সাথে এমন টম জেরির কাহিনী করলে
রিপ্লাই দিলাম,"ভাইয়ের সাথেই তো টম জেরির কাহিনী হয়
"