বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
এতোবার ফোন দিলাম কিন্তু রিসিভ করলে না কি হয়েছে অনু বলো আমাকে
কিন্তু অনু আমাকে কিছুই বলছে না চুপ করে আছে
এদিকে আমার চিন্তা আরো বেড়ে যাচ্ছে অনু কি হলো প্লিজ বলো আমাকে ছেলে পক্ষ কি দেখতে আসিলো
তারা কি বললো আমাকে সব বল আর তুমি যদি আমাকে কিছু না বলো তাহলে আমি কেমন করে বুঝবো বলো তো
তখন অনু বললো যে ছেলে পক্ষ অনুকে দেখে পছন্দ করেছে আর একবারে আংটি পরিয়ে রেখে গেছে
কথা টা শুনে আমি কি করবো কি বলবো কিছুই বুঝতে পারছি না
আমার যেন সারা শরীর অবাস হয়ে ঠান্ডা হয়ে আসছে
আমি যেন আস্তে আস্তে কথা বলার মত শক্তি হারিয়ে ফেলছি
আমার মাথা ঘুরে পড়ে যাব হয়তো এখনি
আর ওই দিকে অনু কথাটা আমাকে বলে অঝরে কান্না করে যাচ্ছে
কিন্তু আমি কেন ওর মত কান্না করতে পারছি না কেন আমার এতো কষ্ট হচ্ছে তাও অনুকে মুখ ফুটে কিছু বলতে পারচি না
আমার চোখে নোনা জল এসে জমাট বেধেছে মনে হচ্ছে এখনি গড়িয়ে পড়বে কিন্তু অনুর মতো কেন জোরে কান্না করে নিজেকে হালকা করতে পারছি না
আমার শত কষ্ট সয্য করে অনুকে বললাম অনু তুমি কি চাও,?
অনু কান্না ভেজা গলা নিয়ে আমাকে বললো
জয় আমি তোমাকে চাই আমি তোমাকে ছাড়া বাচতে পারবো না
তখন আমি বললাম যে ছেলে তোমাকে দেখতে এসেছিল সে কি করে
অনু বললো ছেলে নাকি সেনাবাহিনী তে জব করে
আর তাদের অবস্থা নাকি অনেক ভালো তাই আব্বু রাজি হয়ে গেছে
তখন আমি অনু কে বললাম অনু আমি তো এখন ও পড়াশোনা শেষ করতে পারিনি আমি বেকার তোমার আব্বু কি আমার হাতে তোমাকে তুলে দেবে
তুমি কি আমার এই বেকারত্ব জীবনের সঙ্গি হয়ে বাচতে পারবে
তখন অনু বললো হ্যাঁ আমি বারবো আমি শুধু তোমাকে চাই তুমি প্লিজ কিছু একটা করো জয়
আমি তখন অনু কে বললাম তাহলে তোমার আব্বুর ফোন নাম্বার টা আমাকে দাও আমি উনার সাথে কথা বলবো
দেখি উনাকে বোঝাতে পারি নাকি
তখন অনু নাম্বার টা আমাকে দিল আমি সাথে সাথেই উনাকে ফোন দিলাম
তার পর উনি ফোন ধরলেন আমি আগে সালাম জানিয়ে আমার পরিচয় টা দিলাম
তারপর উনাকে সব খুলে বললাম কিন্তু উনি আমার কোন কথা বোঝার চেষ্টা করলেন না উল্টো উনার কথা শুনে মনে হলো
অনুকে অনে চাপ দেবে আর উনি আমাকে পরিষ্কার জানিয়ে দিলেন আর এক সপ্তাহ পরে অনুর বিয়ে আমি যেন ভুল করেও অনুর সাথে যোগাযোগ করার চেষ্টা না করি
আমি উনাকে অনেক বোঝানোর চেষ্টা করলাম কিন্তু কোন লাভ হলো না
উনি আমার ফোন কেটে দিলো আমি সাথে সাথেই
চলবে,,,
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ...