বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
আজ থেকে আমার পরিক্ষা শুরু আমি সকালে ঘুম থেকে ওঠে
নাস্তা করে অনু কে একটা মেসেজ দিয়ে জানিয়ে দিলাম যে আমি পরিক্ষা দিতে যাচ্ছি
তারপর আমি বের হয়ে পরিক্ষা দিতে চলে গেলাম
আমার পাশের ছিটে একটা মেয়ে বসেছে
ওর নাম মিথিলা তার পর ওর সাথে পরিচিত হলাম
তারপর করা বলতে বলতে স্যার খাতা আর প্রশ্ন নিয়ে চলে এসেছে
তারপর যে যার মত চুপ করে পরিক্ষা দিতে শুরু করলাম
আজ প্রথম পরিক্ষা বেশ ভালোই হয়েছে মিথিলার ও ভালো হয়েছে বললো
তারপর পরিক্ষা শেষ করে আমি আর মিথিলা গল্প করতে করতে কলেজ থেকে বের হলাম
মিথিলা একটা রিকশা নিয়ে চলে গেল আর আমি ও একটা রিকশা নিয়ে চলে আসলাম
তার পর ম্যাচে এসে ফ্রেশ হয়ে খাবার খাওয়া শেষ করে
একটু শুয়ে পড়লাম তারপর আম্মু কে ফোন দিয়ে কথা বললাম কথা শেষ করে
অনু কে ফোন দিলাম তার পর বললাম পরিক্ষা ভালো হয়েছে আরো অনেক কথা বললাম তার পর
ফোন কেটে একটু ঘুমালাম
এইভাবে পিরায় পরিক্ষা শেষ এর দিকে আর একটা পরিক্ষা বাকি আছে
আজ বিকালে অনুর সাথে কথা বলার সময় অনুর খুব মন খারাপ ছিলো
আমি যখন অনুর কাছে জানতে চাইলাম যে মন খারাপ কেন তখন বললো
আগামি কাল নাকি অনুকে দেখতে আসবে অনুর আব্বু নাকি অনুর জন্য ছেলে দেখেছে
অনু বারন করেছে কিন্তু ওর কথা শোনেনি তাই অনুর মন খারাপ
কথাটা শুনার ভর আমার ও মন খারাপ হয়ে গেল আমার এবার ভয় করছে আমি অনুকে হারিয়ে ফেলবো না তো
তারপরে নিজেকে শক্ত করে অনুকে বোঝালাম যে দেখতে আসলেই তো আর বিয়ে হয় না
আমার কথা শুনে অনু কিছু টা সাহস পেয়েছে কিন্তু আমার মনে ভয় থেকে গেছে
আজ আর ভালো করে মন দিয়ে পড়তে পারলাম না কিছু তেই পড়ায় মন বসছে না অনেক চিন্তা হচ্ছে
জানিনা কাল পরিক্ষা টা কেমন হবে তারপর একটু পড়ে ঘুমালাম সকালে উঠে
অনুকে ফোন দিয়ে বললাম যেন বেশি চিন্তা না করে আর আমি পরিক্ষা দিতে এসে আবার ফোন দেবো এইটা বলে আজ না খেইয়ে বেরিয়ে গেলাম পরিক্ষা দিতে
কোন রকমে পরীক্ষা টা দিয়ে রুমে এসে তাড়াতাড়ি অনুকে ফোন দিলাম কিন্তু অনু ফোন ধরলো না অনেক বার দিলাম তাও কোন রেসপন্স নেই
বুঝলাম না কি হলো তার পর আমি ফ্রেশ হয়ে অল্প একটু খেইয়ে নিলাম
আজ পরিক্ষা শেষ তাই একটু বিকালে বাইরে বের হলাম তারপর সন্ধ্যায় রুমে আসলাম
কিছু সময় পর অনু ফোন দিলো আমি ফোন ধরলাম
কি হয়েছে অনু এতোবার ফোন দিলাম কিন্তু রিসিভ করলে না
কি হয়েছে বলো আমাকে
চলবে,,,,,,,,
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ...