বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
এই ভাবেই পার হয়ে গেলো দিন তারপর পরিক্ষার সময় হয়ে এসেছে
আর ৩ দিন পর আমার পরিক্ষা শুরু হবে মোটামুটি প্রিপারেশন বেশ ভালোই
সন্ধ্যায় পড়তে বসিচি অনু ফোন করে বললো কাল নাকি ওর কোন কাজিনের বিয়ে তাই সেখানে যাবে সবাই
তাই আগে থেকে আমার কাছে বলে রাকছে আমি যেতে বললে যাবে আর না বললে যাবে না
আমি অবশ্য মন থেকে চাই না অনু ওই বিয়েতে যাক কারন বিয়ে বাড়ি অনেক লোক জন থাকবে
বলা তো যায় না কার নজর পড়ে আবার আমার অনুর উপর
আমার অনু তো দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দরী তাই খুব ভয় করছে
তবে আমি যদি এখন অনুকে যেতে বাধা দেই তাহলে অনুর মন খারাপ হয়ে যাবে
আর আমি অনুর মন খারাপ সয্য করতে পারবো না তাই আর অনুকে বাধা দিলাম না অনুমতি দিয়ে দিলাম
তবে সাথে শর্ত দিলাম যে যেতে হলে বোরখা পরে যাওয়া লাগবে আর মুখ ধেকে রাখা লাগবে
অনু প্রথমে রাজি হয়নি পরে রাজি হয়ে যায় তার পর কথা শেষ করে আমি পড়া শেষ করলাম
তার পর রাতে খাবার খেইয়ে ঘুমায় পড়ি সকালে ফজরের আযান শুনে ঘুম থেকে ওঠে নামাজ পড়ে আবার পড়তে বসি
সারা দিন এইভাবে পার হয়ে গেলো আর অনুর সাথে তেমন কোন কথা হয়নি ওই দুপুরে অল্প একটু কথা হয়েছে
আজ মহারানি বিয়ে বাড়ি তে অনেক বিজি থাকবে
সে আগে থেকেই বলে দিয়েছে তাই আমিও আর
বার বার ফোন করে বিরক্ত করছি না পাগলি টা একটু আনন্দ করুক
এখন রাত পিরায় ৪ টা বাজে এখন মহারানির আমার কথা মনে পড়েছে তাই ফোন দিয়েছে
আমিও কম না তাই ফোন ধরলাম না বেশ কই বার রিং হওয়ার পর ফোন রিসিভ করলাম
কিন্তু রাগ আর কিছু টা অভিমান নিয়ে কথা বললাম সে আমার একটা কথা সুনেই বুঝতে পেরে গেছে
যে আমি অভিমান করে আছি তাই নানা রকম ভাবে আমার রাগ অভিমান ভাঙানোর চেষ্টা করছে
আমার বেশ মনে মনে ভালই লাগছিলো ব্যাপার টা কিছু সময় পর পাগলি টার পাগলামি দেখে হেসে দেই
কারন এই পাগলি টার উপর বেশিক্ষণ রাগ করে থাকতে পারি না
তার পর পাগলি টা আমাকে বললো কথা শেষ করে যেন আমি নেটে ধুকি
তারপর কিছুক্ষণ পাগলি টার সাথে কথা বলে পাগলি টাকে ঘুমাতে বলে ফোন কেটে নেটে ধুকে দেখি
অনেক গুলো ছবি পাঠিয়েছে বউ সাজে একটা মেয়ে আর তার পাশে বোরখা পরে বসে আছে একটা মেয়ে
হুম এই মেয়ে টায় আমার অনু আমার পাগলি ছবি টা দেখে বেশ খুশি হলাম
বুঝলাম আমাকে প্রমাম দিলো যে আমার কথা মতো অনু বোরখা পরে গেছে বিয়ে বাড়ি তে
তারপর অনুর কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম
সকালে উঠে
চলবে,,
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ...