বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন

বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা

আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

আপেল কাহিনী

"মজার গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান PRINCE FAHAD (০ পয়েন্ট)

X পুলিশে চাকরির ইন্টারভিউ হচ্ছে। গম্ভীর মুখে বসে অপেক্ষা করছেন তিন পরীক্ষক। প্রথম যে ব্যক্তি এলেন তাকে সহজ একটি প্রশ্ন করে সাক্ষাৎকার শুরু করতে চাইলেন প্রথম অফিসার। ???? ধরো, তুমি বাজারে গেলে আপেল কিনতে। এক কেজি আপেলের দাম একশো টাকা হলে তুমি একশ গ্রাম আপেলের দাম কত দেবে ? শুনে সহাস্য ভঙ্গিতে চাকরিপ্রার্থী বললো, - স্যার ! একশ গ্রাম আপেল যদি টাকা দিয়ে কিনতে হয় তাহলে পুলিশের চাকরি করবো কী করতে ? অফিসার মজা পেলেন উত্তর শুনে। এবার দ্বিতীয় অফিসার বললেন, ???? যদি তোমার বাবা কিনতে যান ? - আমার বাবার দাঁত নেই। শুধু কলা খেতে পারেন, আপেল দিয়ে কী করবেন ? এবার তৃতীয় অফিসার জিজ্ঞাসা করলেন, ???? আচ্ছা যদি তোমার ভাই কিনতে যায় ? - স্যার, আমার ভাই যদি ১০০ গ্রাম আপেল কেনে তাহলে অযথা ১ কেজির দাম জিজ্ঞেস করবে কেন? ১০০ গ্রাম-এরই দাম জিজ্ঞেস করবে। মরিয়া হয়ে ওই অফিসার জানতে চাইলেন - ???? যদি সাধারণ কেউ কেনে ? - স্যার, সাধারণ মানুষের কি আপেল কেনার সাধ্য আছে ? কিনলে পয়সাওয়ালা কেউ কিনবে। এবার দ্বিতীয় অফিসার জিজ্ঞাসা করলেন, ???? আচ্ছা যদি পয়সাওয়ালা কেউ কেনে ? তাহলে ? - স্যার, পয়সাওয়ালা কেউ যদি কেনে সে কি আর একশো গ্রাম কিনবে? সে কম করে হলেও দুই কেজি কিনবে। এবার বেশ বিরক্ত হয়ে প্রথম অফিসার জিজ্ঞেস করলেন, ???? সামান্য আপেল নিয়ে তুমি এত কথা কেন বলছ ? এবার প্রার্থী উত্তেজিত হয়ে বললো – - স্যার ! আপেল মোটেই সামান্য কোনো ফল নয়। চারটে আপেল পৃথিবী বিখ্যাত।,,, ফ্রেন্ড রিক দিয়ে পাসে থাকুন পরবর্তী গল্প পেতে,, এক আপেল আদম খেয়েছে বলে আমাদের এই দুনিয়ায় আসতে হয়েছে। নইলে আমরা থাকতাম স্বর্গে। দ্বিতীয় আপেল হলো নিউটনের আপেল। সেদিন নিউটনের মাথায় আপেল না পড়লে এই মহাকর্ষতত্ত্ব- অভিকর্ষতত্ত্ব পড়ে ব্রেইন নষ্ট করতে হতো না। তৃতীয় আপেল হলো স্টিভ জোবসের কামড়ানো আপেল। আইফোন, আইপ্যাড এইসব যন্ত্রনা ওই আপেলেরই জন্য। আর চতুর্থ আপেল হলো আজকের আপেল যা আমার চাকরি হওয়া বা না হওয়ার কারণ। এরপরও কি আপনারা আপেলকে সামান্য ফল বলবেন ? তিন অফিসার (সমস্বরে) – না, না ! সামান্য নয়, অসামান্য!! তবে তোমার চাকরি পাঁকা। তুমি নিশ্চিন্তে যাও পুলিশে চাকরির ইন্টারভিউ হচ্ছে। গম্ভীর মুখে বসে অপেক্ষা করছেন তিন পরীক্ষক। প্রথম যে ব্যক্তি এলেন তাকে সহজ একটি প্রশ্ন করে সাক্ষাৎকার শুরু করতে চাইলেন প্রথম অফিসার। ???? ধরো, তুমি বাজারে গেলে আপেল কিনতে। এক কেজি আপেলের দাম একশো টাকা হলে তুমি একশ গ্রাম আপেলের দাম কত দেবে ? শুনে সহাস্য ভঙ্গিতে চাকরিপ্রার্থী বললো, - স্যার ! একশ গ্রাম আপেল যদি টাকা দিয়ে কিনতে হয় তাহলে পুলিশের চাকরি করবো কী করতে ? অফিসার মজা পেলেন উত্তর শুনে। এবার দ্বিতীয় অফিসার বললেন, ???? যদি তোমার বাবা কিনতে যান ? - আমার বাবার দাঁত নেই। শুধু কলা খেতে পারেন, আপেল দিয়ে কী করবেন ? এবার তৃতীয় অফিসার জিজ্ঞাসা করলেন, ???? আচ্ছা যদি তোমার ভাই কিনতে যায় ? - স্যার, আমার ভাই যদি ১০০ গ্রাম আপেল কেনে তাহলে অযথা ১ কেজির দাম জিজ্ঞেস করবে কেন? ১০০ গ্রাম-এরই দাম জিজ্ঞেস করবে। মরিয়া হয়ে ওই অফিসার জানতে চাইলেন - ???? যদি সাধারণ কেউ কেনে ? - স্যার, সাধারণ মানুষের কি আপেল কেনার সাধ্য আছে ? কিনলে পয়সাওয়ালা কেউ কিনবে। এবার দ্বিতীয় অফিসার জিজ্ঞাসা করলেন, ???? আচ্ছা যদি পয়সাওয়ালা কেউ কেনে ? তাহলে ? - স্যার, পয়সাওয়ালা কেউ যদি কেনে সে কি আর একশো গ্রাম কিনবে? সে কম করে হলেও দুই কেজি কিনবে। এবার বেশ বিরক্ত হয়ে প্রথম অফিসার জিজ্ঞেস করলেন, ???? সামান্য আপেল নিয়ে তুমি এত কথা কেন বলছ ? এবার প্রার্থী উত্তেজিত হয়ে বললো – - স্যার ! আপেল মোটেই সামান্য কোনো ফল নয়। চারটে আপেল পৃথিবী বিখ্যাত।,,, এক আপেল আদম খেয়েছে বলে আমাদের এই দুনিয়ায় আসতে হয়েছে। নইলে আমরা থাকতাম স্বর্গে। দ্বিতীয় আপেল হলো নিউটনের আপেল। সেদিন নিউটনের মাথায় আপেল না পড়লে এই মহাকর্ষতত্ত্ব- অভিকর্ষতত্ত্ব পড়ে ব্রেইন নষ্ট করতে হতো না। তৃতীয় আপেল হলো স্টিভ জোবসের কামড়ানো আপেল। আইফোন, আইপ্যাড এইসব যন্ত্রনা ওই আপেলেরই জন্য। আর চতুর্থ আপেল হলো আজকের আপেল যা আমার চাকরি হওয়া বা না হওয়ার কারণ। এরপরও কি আপনারা আপেলকে সামান্য ফল বলবেন ? তিন অফিসার (সমস্বরে) – না, না ! সামান্য নয়, অসামান্য!! তবে তোমার চাকরি পাঁকা। তুমি নিশ্চিন্তে যাও সংগ্রহীত


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ৩৩৪ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

  • গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now