বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
লেখক: প্যারানরমাল শাহারিয়ার
# গল্প পড়ার ক্ষেত্রে বিশেষ নির্দেশনা:
১/ গল্পটা অবশ্যই রাতের বেলা পড়তে হবে;
২/ পড়ার সময় জানালা খোলা থাকবে;
৩/ আশে-পাশে যেন কেউ থাকে না;
৪/ মোবাইল বা পিসির ব্রাইটনেস কমান আর গল্প উপভোগ করুন।
আসসালামু আলাইকুম বন্ধুরা!!! আমি হাজির হলাম জিজেসদের জন্য নতুন গল্প নিয়ে। গল্পটা মূলত বিজয় দিবস স্পেশাল। আজ বেশি হই-হুল্লোড় করব না। কারণ, গল্পটা পড়লে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। পাশ দিয়ে বইবে হিমশীতল বাতাস। আর... নাহ কিচ্ছুই নাহ! মজা করলাম কারণ গল্পের শুরুতে হইচই না করলে ভাল্লাগে না। গল্প শুরু>>>>
আমি যে বিল্ডিংএ থাকি সেটা ১৪ কিংবা ১৩তলা। থাকি ১১তলায়। বিল্ডিংটা অনেক বড়ও বটে, কিন্তু আমদের বাসার জানালায় প্রবল বেগে বাতাস ধাক্কা খাওয়ার ফলে হুউ-হুউ-উউউ-সুউউ এরকম শব্দ হচ্ছে। তারপর, আবার লাইট বন্ধ টিভিতে আমি সানডে হরর স্পেশাল দেখছি মানে আহট। রিদি মানে আমার ছোট বোন পাশের রুমে ঘুমিয়ে আছে। দরজা বন্ধ আছে কিন্তু লবিতে যে ২টা দরজা আছে সেগুলা খোলা। ফলে বাতাসে সৃষ্ট চাপ দরজায় বাড়ি খাচ্ছে আর ঠাস-ঠস শব্দ হচ্ছে। এভাবে একটা ভৌতিক পরিবেশ সৃষ্টি হচ্ছে।
আহট দেখা শেষে যেমন দরজায় ঠক-ঠক-ঠক শব্দ বেড়ে গেছে; বাইরে বৃষ্টি হচ্ছে এমতাবস্থায় কেইবা ভয় পায় না বলুন। ধীরে ধীরে শব্দ বাড়তেই লাগল। আল্লাহর নাম নিয়ে আমি দরজা খোলে কল্পিত বস্তুকে একখানা ঘুষি মারি। দরজা খোলে দেখি কেউ নাই। কি জানি একটা হাতে লাগল থাক ব্যাপার নাহ কোন কিচ্ছু নাই দরজা লাগাব এমন সময় কিসের গোঙানোর আওয়াজ পাচ্ছি মনে হয় বুকটা ছ্যাঁত করে উঠল। আমি ভয়ে আয়তুল কুরসি পাঠ করি।। এতে ভয় আমার দূর হয় তারপর নিচে তাকাই দেখি কিরে! নিচে পড়ে আছে তানিম্বাই । তার মানেএএ... ঘুষি লাগল তানিম ভাইয়ের নাকে আর নাক ফুলে হল লাল। বাপরে!!
“হায়! হায়! কি হল আপনার! কেএএএ করছে এই অবস্থা ??"
তিনি কথা বলার অবস্থায় ছিলেন না। তাই সোহানকে কল করলাম। পরে আমরা তাকে ধরে ধরে রাখলাম সোফায়। ফার্স্ট এইড কিট নিয়ে তার ইনজুরি সারালাম। ততক্ষণে আমি ব্যাপারটা বুঝলাম কি হয়েছে আজ যদি অন্য কোন মানুষ হত তাহলে... ভাবতে আমার গা শিউরে উঠল।
তানিম্বাইঃ “আমি মরি আমার জ্বালায় আর তুমি মারছ ঘুষি"
আমিঃ “আমিতো সরি বললামই শতবার, এখন এগুলা বাদ দেন কেমন যাচ্ছে দিন-কাল?? কেন আসছিলেন সেটা বলেন ?"
তানিম্বাইঃ “বাসায় আসলাম একটু খাতির করবা না"
আমিঃ “তাতো বটেই, তাতো বটেই"
আমি ২টা কোক আর মা যে পায়েস রেডি করছিল তা দিলাম তানিম্বাই আর সোহানরে।
তানিম্বাইঃ কালকে জিজেসদের মিটিং হবে, আসবা কিন্তু?
আমিঃ কিন্তু কেন?? গালা-গালি করছে না অন্য কিছু? মেসেজ করলে হত না।
তানিম্বাইঃ নাহ! কোথাও বেড়াতে যাব মনে হয়।
আমিঃ ওহহো!
ততক্ষণে বৃষ্টি থেমে গেছে। কি জানি শব্দ হচ্ছে! হ্যাঁ পাচ্ছি পাচ্ছি! আরেহ এটা ফায়ার এর্লামের শব্দ! তার মানে তানিম ভাই এর্লাম বক্সে প্রেস করেছে। সবাই বিল্ডিং থেকে বাহির। এই মনে করে যে কোথাও আগুন লেগেছে।
আমিঃ “তানিম্বাই আপনি কি কোথাও জোরে হাত দিয়ে বাড়ি মারছেন নাকি??''
তানিম্বাই খাওয়ায় ছিলেন একথা শুনে বিষম খেতে খেতে বললেন, “কই নাতো কিচ্ছুতেই বল মারি নাই"
তাড়াতাড়ি আমি ফায়ার এর্লামের চাবি বক্স থেকে বের করে বক্স লক করলাম।তারপর...
#পরে কি হলো জানতে পরের পর্ব অবশ্যই পড়বেন সবাইকে বিজয় দিবসের আন্তরিক শুভেচ্ছা। কোন ভুল হলে ক্ষমা-সুন্দর দৃষ্টিতে দেখবেন।
আল্লাহ হাফেজ
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now