বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন

বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা

আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

দ্বিতীয় পৃথিবী

"ফ্যান্টাসি" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান রনি পাল (০ পয়েন্ট)

X দ্বিতীয় পৃথিবী লেখকঃরনি পাল পার্ট ৪ উপর থেকে পর্যবেক্ষণ করে কিছুই বোঝা যাচ্ছে না শুধু নীলচে আলো দেখা যাচ্ছে। রনিঃআমরা কি নিচে নামব? সৃষ্টিঃহ্যাঁ।প্যারাসুট রেডি আছে? রনিঃহ্যাঁ। সৃষ্টিঃতারাতারি ল্যাণ্ডিং করো। রনিঃহ্যাঁ করছি 3 2 1 গো। প্রচন্ড গতিতে প্রিটেনিন নিচে পরছে। সৃষ্টিঃআমাদের পৃথিবীর থেকে অভিকর্ষ বল তিনগুণ বেশি।তাই আমরা প্রিটেনিনকে সেফ ল্যাণ্ডিং করতে পারব না।তারাতারি দরজা খুলে ঝাপ দাও আমার হাত ধরে। রনিঃঠিক আছে। তারপর দরজা খোলার সাথে দুজনেই প্যারাসুট নিয়ে ঝাপ দিলো। আমরা অনেক নিচে এসেছি। সৃষ্টিঃরনি ওই দেখো এখানে গাছপালা আছে তারমাণে পানি ও প্রাণ ও রয়েছে।ইয়াহু আমরা পেরেছি। রনিঃহ্যাঁ।কিন্তু মনে হয় আমরা বাঁচতে পারব না।সামণে দেখ বলার সাথে দুজনেই একটা গাছের সাথে ধাক্কা খেয়ে অজ্ঞান হয়ে গেল।আর প্রিটেনিন মাটিতে পরার সাথে তার পেছনের অংশ ভেঙ্গে গেলো। *** মাদার স্পেসশিপ থেকে আমরা প্রিটেনিনের সাথে সংযোগ হারিয়ে ফেলেছি।আমাদের তাদেরকে খুঁজতে বের হতে হবে।আমাদের স্পেশাল যান তৈরি আছে। একটি লোকঃসবকিছু তৈরি আছে।কিন্তু আমরা তাদেরকে কীভাব খুঁজব। মাদার স্পেসশিপের মালিকঃতাদের একটা লোকেশণ ছিলো আমরা ওই পর্যন্ত যাব।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ৪২৮ জন


এ জাতীয় গল্প

→ দ্বিতীয় পৃথিবী
→ দ্বিতীয় পৃথিবী
→ দ্বিতীয় পৃথিবী
→ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দেশ কানাডা

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

  • গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now