বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
দ্বিতীয় পৃথিবী
লেখকঃরনি পাল
পার্ট ২
পাসওয়ার্ড বলার সাথে মহাকাশযান একটা ঝাকুনি দিয়ে চলতে শুরু করলো।৭দিন খোঁজার একটা গ্রহের সন্ধান পেলো তারা।গ্রহটা পৃথিবীর ১০ভাগের ১ভাগ হবে।তারা গ্রহটার নাম দিলো ব্রিটি।সেখানে পানির কোনো অস্তিত্ব নেই।চারদিকে শুধু পাথর আর পাথর এবং বায়ুমণ্ডল নেই বললেই চলে।
রনিঃআমরা এখানে কিছুই পাবোনা আমাদের আবার যাত্রা আরম্ভ করা উচিত।
সৃষ্টিঃহ্যাঁ।আমরা এখানে মূল্যবান সম্পদ খোঁজার জন্য অভিযান পরিচালনা করতে বলব।
যাওয়ার সময় গ্রহটার মধ্য একটা জিপিএস ফেলো দিলো।এটা উন্নত মানের জিপিএস যা নষ্ট হবেনা ১০বছরের আগে।এটা মহাকাশে সবসময় আলোক সিগন্যাল পাঠাতে থাকে যাতে সহজেই এই গ্রহটা খুঁজে পায় মাদার স্পেসশিপ।
সৃষ্টিঃযাত্রা আবার শুরু করো।
প্রিটেনিন আবার চলতে শুরু করলো।তাদের সামনে থেকে বিশাল একটা পাথর আসছে।
রনিঃসামনে বিশাল একটা পাথর আসছে এখন কি করবো?
সৃষ্টিঃপাশ দিয়ে নিয়ে যাও।
একটুর জন্য পাথরের গায়ে লাগেনি পাখাটা মহাকাশ যানের।
হঠাৎ তারা বিশাল একটা উল্কা ঝড়ের মধ্য পড়ে গেলো।
রনিঃওহ এটা কি!
সৃষ্টিঃউল্কা ঝড়টা পাথরের পেছনে থাকায় আমাদের রাডারে ধরা পরেনি।
রনিঃএখানে প্রচন্ড চাপ।তারাতারি বের হতে হবে।
সৃষ্টিঃব্যাকআপ ব্যাটারি__
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now