বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন

বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা

আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

লং ডিসটেন্স রিলেশনশিপ ৮

"রোমাঞ্চকর গল্প " বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান PRINCE FAHAD (০ পয়েন্ট)

X আমি কল ব্যাক করলাম অনু,কি করো এখন অনেক বার ফোন দিলাম ধরলে না যে জয়, নাস্তা করছিলাম গো আর ফোন রুমে ছিল তাই বুঝতে পারিনি আর এখন রেডি হচ্ছি একটু বাজারে যাব আম্মু কিছু জিনিস কিনে আনতে বললো তাই অনু, ও আচ্ছা যাও তাহলে জয়, তুমি নাস্তা করেছো,? অনু,না এখন ও করিনি করবো এখন জয়, ও আচ্ছা যাও তাহলে তাড়াতাড়ি নাস্তা করে নেও আর আমি বাজার থেকে এসে তোমাকে কল করবো এখন বাই অনু, ওকে বাই কথা শেষ করে ফোনটা কেটে আমি বেরিয়ে গেলাম বাজার করতে তার পর বাজার করে বাসায় এসে ফ্রেশ হয়ে অনুকে ফোন দিলাম দুই বার রিং হওয়ার পর ফোন রিসিভ হলো জয়, কি করো এখন অনু, দুপুরের রান্না করছি জয়, তুমি কেন রান্না করছো আম্মু কোথায়,? অনু, আম্মু একটু নানার বাসায় গেছে নানার শরীর নাকি খারাপ তাই দেখতে গেছে জয়, ও আচ্ছা তা তুমি যাওনি কেন অনু, আমি গেলে বাসায় থাকবে কে আর আব্বুদের জন্য রান্না করবে কে তাই আমি বাসায় আছি জয়, ওও আচ্ছা বুঝলাম যাক তুমি তাহলে রান্না করতে পারো অনু, ওই রান্না করতে পারবো না কেন হুম জয়,আচ্ছা তা সে রান্না খাওয়া যায় তো অনু, এই শোন ভালো হচ্ছে না কিন্তু আমি যথেষ্ট ভালো রান্না করতে পারি জয়, তাই নাকি মহারানি তা বলেন করে খাওয়াচ্চেন আপনার রান্না অনু, জি না তোমাকে খাওয়াবো না জয়, কেন গো মহারানি রাগ করেছো বুঝি অনু, ওই জানি না যাও এখন বক বক করে আমার মাথা খেও না এখনি গোসল করে নেও একটু পরে আযান দিলে নামাজ পড়তে যাবে বলে দিলাম জয়, ঠিক আছে মহারানি তুমিও রান্না শেষ করে গোসল করে নামাজ পড়ে তাড়াতাড়ি খেইয়ে নিবা অনু, আচ্ছা ঠিক আছে এখন তাহলে বাই জয়, ওকে পাগলি বাই ফোনটা কেটে গোসল করতে চলে গেলাম গোসল শেষ করে একটু সুয়ে ফোন টিপলাম কিছু সময় পর আযান দিল আমি ও নামাজ পড়তে চলে গেলাম নামাজ পড়ে বাসায় এসে আম্মুকে খাবার দিতে বললাম তখন আম্মু বললো তোর আব্বু কেউ ডাক দে একবারে খাবার দিয় তখন আমি আব্বুকে ডাকলাম তার পরে আব্বু আম্মু আর আমি একসাথে খাবার খেতে বসলাম তারপর খাবার খাওয়া শেষ করে রুমে এসে ঘুমিয়ে পড়লাম ঘুম থেকে উঠলাম বিকাল ৪ টার সময় তার পর ফ্রেশ হয়ে একটু বাইরে গেলাম তার পর একটা ছোট ভাই এর সাথে দেখা হলো দুজনে গল্প করতে করতে হাটতে লাগলাম তার পর আযান দিল দুই জন নামাজ পড়ে ইস্কুল মাঠের দিকে গেলাম চলবে,,,,,,,,


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২৭৩ জন


এ জাতীয় গল্প

→ লং ডিসটেন্স রিলেশনশিপ ১৬
→ লং ডিসটেন্স রিলেশনশিপ ১৫
→ লং ডিসটেন্স রিলেশনশিপ ১৪
→ লং ডিসটেন্স রিলেশনশিপ ১৩
→ লং ডিসটেন্স রিলেশনশিপ ১২
→ লং ডিসটেন্স রিলেশনশিপ ১১
→ লং ডিসটেন্স রিলেশনশিপ ১০
→ লং ডিসটেন্স রিলেশনশিপ ৯
→ লং ডিসটেন্স রিলেশনশিপ ৭
→ লং ডিসটেন্স রিলেশনশিপ ৬
→ লং ডিসটেন্স রিলেশনশিপ ৫
→ লং ডিসটেন্স রিলেশনশিপ ৪
→ লং ডিসটেন্স রিলেশনশিপ ৩
→ লং ডিসটেন্স রিলেশনশিপ ২

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

  • গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now