বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
হঠাৎ ফোনে রিংটোন বাজার শব্দে ঘুম ভাঙ্গল
ঘুম ঘুম চোখে ফোন টা হাতে নিয়ে দেখি অনুর নাম ফোনের স্কিনে ভেসে উঠেছে
ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে,
অনু, এখনো ঘুমাচ্ছো এখনি তাড়াতাড়ি ওঠো
জয়, কেন কি হয়েছে এখন ও তো অনেক রাত কি হয়েছে এখন কেন উঠবো আর একটু ঘুমায় প্লিজ
অনু,ওই কি বললে এখন ও রাত তাই না যাও আগে উঠে ফ্রেশ হয়ে ফজরের নামাজ পড়তে যাও
জয়,এখন আমার উঠতে ইচ্ছে করছে না তো
অনু, কি উঠতে ইচ্ছে করছে না ওকে উঠতে হবে না আমি রাখছি
জয়, ওই শোন শোন আমি এখনি উঠে পড়ছি আর নামাজ ও পড়তে যাচ্ছি প্লিজ রাগ করো না
অনু, আচ্ছা ঠিক আছে যাও আর আমিও নামাজ পড়বো
জয়,ওকে বাই
ফোন টা কেটে ফ্রেশ হয়ে নামাজ পড়তে চলে গেলাম
নামাজ শেষ করে একটু হাটহাটি করে বাসায় আসলাম
আমাকে এতো সকালে বাইরে থেকে আসা দেখে
আম্মু তো অবাক
আম্মু, কিরে তুই এতো সকালে কই গেছিলি
আমি, নামাজ পড়তে গেছিলাম
আম্মু, এ্যা কি বলিস তুই এঠ বাবা তোর মাথা ঠিক আছে তো
আমি, কে মাথা ঠিক না থাকার কি আছে আম্মু
আম্মু, না মানে যে ছেলে আমার দশটার আগে ঘুম থেকে ওঠে না সেই ছেলে নাকি ভোর বেলায় উঠে নামাজ পড়তে গেছে এইটা আমি ভাবতে পারছিনা
আমি,কি যে বলনা আম্মু এটা ভাবতে না পারার কি আছে বলো তো নিজের চোখেই তো দেখলে আমি নামাজ পড়ে আসলাম
আম্মু,হুম তা তো দেখলাম এখনো নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না তো
আমি,থাকো তুমি তোমার আর বিশ্বাস করা লাগবে না আমি ঘোরে গেলাম তুমি নাস্তা রেডি করে আমাকে ডাক দিয়
এই বলে আমি আমার রুমে এসে আবার সুয়ে পড়লাম
আর সুয়ে সুয়ে অনুর কথা ভাবছি মেয়েটা কি আস্তে আস্তে আমাকে ভালোবাসতে শুরু করেছে
এখন আগের থেকে অনেক বেশি কেয়ার করে আমার
বার বার ফোন করে আমি কি করছি না করছি শোনে ঠিক মতো খাইছি কি না
এখন তো মাঝে মাঝে আমি কোন ভুল করলে আমার খুব বকা দেয় আবার আমার উপরে অভিমান করে থাকে অনেক টা অধিকার দেখায়
আজ আবার নামাজ পড়ার জন্য ফোন দিয়ে ডেকে দিল
কি জানি পাগলি টার মনের মধ্যে কি চলছে
কিছু তো মুখ ফুটে বলবেও না
সত্যি একটা পাগলি মেয়ে অনু সত্যি কি আমার হবে অনু আমার জীবনে আসলে পৃথিবীতে আমার আর কিছু চাওয়ার থাকবে না
হঠাৎ আম্মুর ডাকে ভাবনার জগৎ থেকে বের হলাম
তার পর নাস্তা করতে গেলাম নাস্তা শেষ করে রুমে আসলাম দেখি অনু অনেক বার ফোন দিয়েছে
আমি কল ব্যক করলাম
অনু, কি করো এখন
চলবে,,,,,
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ...