বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন

বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা

আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

লং ডিসটেন্স রিলেশনশিপ ২

"রোমাঞ্চকর গল্প " বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান PRINCE FAHAD (০ পয়েন্ট)

X এ কি মেয়ে নাকি অন্য কিছু রে ভাই,,, (মনে মনে বললাম) আচ্ছা প্রশংসা করলে ধন্যবাদ দিতে হয় তা আপনি জানেন না নাকি,,,? আর এ ভাই আপনার তো কেউ প্রশংসা করতে বলিনি তাই না,,,, হুম বুঝলাম,,,একটা ধানিলংকা,,, আচ্ছা,,,, আমি জয়,,,,, তো আমি কি করবো,,, আমাকে কেন বলছেন আমি কি জানতে চায়ছি যে আপনি কে,,,, না আসলে মনে হলো বলা উচিত তাই বললাম,,আপনার খারাপ লাগলে সরি,,,,, ইটস -ওকে,,,,,আচ্ছা এখন তাহলে বাই,,,,,, ওকে বাই,,,,,, এভাবেই কেটে গেল বেশ কিছু দিন আস্তে আস্তে আমাদের কথা বলার সময় বাড়তে থাকে একে অপরকে চিনতে শুরু করি,,,তবে পরিচয় হওয়ার পরে জানলাম,,,অনুর বাড়ি অনেক দুরে,,,,,আমার জেঝা থেকে অনুর জেলায় পৌঁছাতে পিরায় এক দিন মতো সময় লেগে যায়,,,,অনু ইনটার সেকেন্ড ইয়ার পড়ে,,, ওদের ওখান কার একটা কলেজে,,তবে পড়া শোনায় নাকি বেশ ভালো সেটা ওর কথা শুনেই বোঝা যায়,,,,, ও চাইলেই একটা বাইরের ভালো কলেজে পড়তে পারতো কিন্তু বাবা মায়ের এক মাত্র মেয়ে তাও আবার বড় সন্তান তাই আর তারা কাছ ছাড়া করতে চাইনি,,,তবে অনুর দইটা ছোট ভাই আছে,,,,,সুনেছি,,বাবা ব্যবসা করে সব মিলাইয়ে বেশ একটা সুখি পরিবার,,,,,, আর এ দিকে আমি বাবা মায়ের আদরের বাদর ছেলে,,,সারা দিন ঘুরে বেড়ায় আর ঘমায় আর আমার থেকে পাচ সাত বছরের ছোট যারা তাদের সাথে বন্ধুত্ব,,, কারন সেম ইয়ারে বন্ধু মানে হাজার টা পেরা ভাই,, ওই কার gf কেমন,, আবার কার gf বেশি ঝগড়া করে এসব সুনতে সুনতে জীবন শেষ,,আমার তো আবার ও সব gf এর বালাই নেই,,,,, আমি অনার্চ তৃতীয় বর্ষে পড়ি,,,আমি ও সাইন্স এর ছাত্র,,,,, আমার একটা বড় বোন আছে,,,, ওও সরি,,,,ওই পেতনি টা তো এখন শশুর বাড়ি, ওর একটা ছেলে আছে তিন বছর বয়সী,,,, তাই বাড়িতে এখন আমি বাবা আর মা অবশ্য আমি ও কিছু দিন পরে ম্যাচে চলে যাব,,,,,তখন বাবা মা একাই থাকবে বাড়িতে,,,,,, এখন আমার আর অনুর সব সময় কথা হয় আজ অনুর খুব মন খারাপ কিন্তু কেন মন খারাপ সেটা জানিনা অনু তো আমাকে সব কথায় বলে কিন্তু আজ কেন কিছু বলছে না,,,,,অনুর বাড়িতে কি কিছু হয়েছে,,,,, নাকি কলেজে কোন বন্ধুর সাথে কিছু,, অবশ্য যেখানে যাই হোক আগে তো আমাকে সব বলে তাহলে আজ কেন কিছু বলছে না,,,,আমি কিছুই বুঝতে পারছি না কি হলো হঠাৎ করে অনুর,,,,,,,অনু কি জানেনা ওর মন খারাপ থাকলে আমার ও কিছু ভালো লাগে না এর মধ্যেই যে আমি অনুর সাথে অনেক টা জড়িয়ে পড়েছি,,,,, চলবে,,,,,,,,,,,,,


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ৩৩৮ জন


এ জাতীয় গল্প

→ লং ডিসটেন্স রিলেশনশিপ ১৬
→ লং ডিসটেন্স রিলেশনশিপ ১৫
→ লং ডিসটেন্স রিলেশনশিপ ১৪
→ লং ডিসটেন্স রিলেশনশিপ ১৩
→ লং ডিসটেন্স রিলেশনশিপ ১২
→ লং ডিসটেন্স রিলেশনশিপ ১১
→ লং ডিসটেন্স রিলেশনশিপ ১০
→ লং ডিসটেন্স রিলেশনশিপ ৯
→ লং ডিসটেন্স রিলেশনশিপ ৮
→ লং ডিসটেন্স রিলেশনশিপ ৭
→ লং ডিসটেন্স রিলেশনশিপ ৬
→ লং ডিসটেন্স রিলেশনশিপ ৫
→ লং ডিসটেন্স রিলেশনশিপ ৪
→ লং ডিসটেন্স রিলেশনশিপ ৩

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

  • গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now