বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
বরাবর,
.
আব্বাজান
.
বিষয়: শীত আগমনের কারণে উষ্ণ থাকার জন্য
একজন বউ আবশ্যক।
আব্বা,
বিনীত নিবেদন এইযে, আমি আপনার
হোটেলের এক নিয়মিত এবং আজীবন
বাকির খাতায় উল্লেখ্য
কাস্টমার,মানে আপনার ছোট পুত্র।
.
আমি বিগত কয়েক বছর যাবত আপনার
হোটেলে নিয়মিত
বাকি খেয়ে যাচ্ছি।ইনশাল্লাহ
সামনেও খাব।এদিকে আপনার অবগতির
জন্য জানানো যাচ্ছে যে আমার
রয়েছে একটি বিশাল খাট।এই বিশাল
খাটে আবার বিলাতি কম্বল।কিন্তু
আমি সিঙ্গেল মানুষ এত বিশাল খাট
আর
কম্বল দিয়া কিতা করতাম? শুধু
. শুধু
অপব্যবহার হচ্ছে...।
.
সুতরাং আব্বাজানের নিকট আমার আকুল
আবেদন এইযে আপনি এই খাট
এবং কম্বলের যথাযত ভাবে ব্যবহার
করতে পারি সেই ব্যবস্থা করিবেন।
একখান বউ নিয়া আসার
চিন্তা করিবেন।
.
নিবেদক
আপনার নিষ্কর্মা ছোট ছেলে.....
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ...