বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন

বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা

আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

সিনিয়র আপু

"রোম্যান্টিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান PRINCE FAHAD (০ পয়েন্ট)

X #লেখকঃakash_khan_obi আমি শিশির, বাবা মায়ের একমাত্র সন্তান, এবার ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি,,,,, আচ্ছা গল্পে আসা যাক,,,,,,, কলজের মাঠে বসে আমরা বন্ধুরা সবাই মিলে আড্ডা দিচ্ছি,,,,,,(শিশির, রাজ, তন্ময়, সামি,,,,) রাজঃ দোস্ত দেখ বৃষ্টি এদিকেই আসছে,,,,, শিশিরঃ কই,,,,, রাজঃ আরে পিছনে দেখ,,,,, ওমা তাকিয়ে দেখি হ্যাঁ বৃষ্টি আমাদের দিকেই আসছে,,,,,, আর বলে রাখি বৃষ্টিকে আমি ভালোবাসি, তবে সে আমায় ভালোবাসে না,,,,, কারণ সে আমার ১ বছরের সিনিয়র সেই জন্য,,,,, ওকে প্রথম দেখে ছিলাম বৃষ্টি ভেজা,,,, আসলে ওর বাসা আমার বাসার পাশেই,,,, একদিন বৃষ্টির সময় ছাঁদে যাই ওখানেই ওকে দেখি তারপরই ভালোবাসা,,, অনেক বার বলেছি কিন্তু সেই একই কথা ভালোবাসি না,,,,,, কিছুদিন আগে আমার এক তরফা ভালোবাসার ২ বছর পূর্ণ হলো....... বৃষ্টি আমার কাছে এসেই,,,,,,, বৃষ্টিঃ তুই আমার বন্ধু আকাশকে কি বলেছিস রে,,,,, শিশিরঃ বলেছি,,, ওকে আমি ভালোবাসি, তুই ওর থেকে দূরে থাকবি,,,,,, যদি তোকে ওর সামনে দেখি বা ওর আশে-পাশে দেখি তাহলে ওর হাত পা ভেঙ্গে ফেলবো,,,,,, বৃষ্টিঃ নিজের দোষ নিজেই শিকার করছিস,,,,,(অবাক হয়ে......) শিশিরঃ হুম,,,, তোমায় ভালোবাসি বলেই,,,,,, বৃষ্টিঃ তোকে কতবার বলবো যে আমি তোকে ভালোবাসি না,,,,,, শিশিরঃ কিন্তু আমি যে তোমাকে ভালোবাসি বৃষ্টি...... বৃষ্টিঃ এই বেয়াদব তোকে কতবার বলেছি যে আমার নাম ধরে ডাকবি না,,,,, শিশিরঃ কি জন্য বৃষ্টি,,,,,, আমার গালে ঠাস ঠাস করে দুটো থাপ্পড় মারলো........(পুরো কলেজের সবাই আমাদের দিকে তাকিয়ে আছে........) বৃষ্টিঃ আমি তোকে করবার বলেছি ভালোবাসি না,,, আর তুই শুনে নে আকাশ আমার বয়ফ্রেন্ড ওর দিকে তাকালে তোর চোখ উপরে ফেলবো,,,,,,, বৃষ্টি এক নাগারে কথা গুলো বলে চলে গেল,,,,,, আমি গালে হাত দিয়ে এখনো দাঁড়িয়ে আছি,,,,,,,, তন্ময়ঃ দোস্ত আর কত অপমান করলে তুই ঠিক হবি,,,,,,, সামিঃ হ্যাঁ রে দোস্ত, আজ ২ বছর ধরেই দেখছি,,,,, ও তোকে কতটা কষ্ট দিচ্ছে,,,,,, আজ আবার বললো যে আকাশ ওর বয়ফ্রেন্ড তারপর ও তুই,,,,,,,,, রাজঃ তোকে চেঞ্জ হতে হবে,,,,, ওকে দেখিয়ে দিতে তুই ওকে ছাড়া খুশি,,,,,,, Please দোস্ত আমাদের জন্যই না হয় তুই পাল্টে যা,,,,,, কিছুক্ষণ পর,,,,,,,, শিশিরঃ হুম,,,,,,,, আমি পাল্টাবো, নিজেকে চেঞ্জ করে ফেলবো,,,,, তবে, রাজঃ কি???? শিশিরঃ ওকে কি ভুলে থাকতে পারবো!!!! সামিঃ এটাই তো তোর জন্য চ্যালেঞ্জ,,,,,, ওদের কথা গুলো শুনছি,,, হ্যাঁ ওরাই তো ঠিক ও যদি অন্য কাউকে নিজের লাইফ পাটনার বানাতে পারে তাহলে আমি কেন নিজে শুধু শুধু কষ্ট পাবো,,,,,,, শিশিরঃ আমি নিজেকে চেঞ্জ করতে তোদের হেল্প লাগবে,,,,,, সবাই একসাথে,,,, কি শিশিরঃ আমি ৭ দিন অন্য কোথাও থাকবো ওকে না দেখে থাকবো,,,,, ওকে যে ভুলতেই হবে,,, তবে কই থাকবো তোরাই বল,,,,,, রাজঃ কই আবার আমার বাসায় থাকবি,,,, আমি তো একাই থাকি,,,,,, শিশিরঃ তাহলে কাল সকাল ৫ টায় আমার বাসার বাহিরে দাঁড়িয়ে থাকিস,,,,, রাজঃ হুম,,,,,, সামিঃ তাহলে এই কয়দিন আর আমরা কেউই আসবো না,,,,, শিশিরঃ কেন তোরা আসবি না,,,,, সামিঃ আমরা কি কখনো তোদের ছাড়া এক একা ক্লাস করছি না-কি........ তন্ময়ঃ হুম........ তারপর আজ আর ক্লাস না করেই বাসায় চলে আসলাম,,,,,, আম্মুঃ কিরে আজ চলে আসলি যে,,,,,,, শিশিরঃ এমনিই,,,,,, শুনো কাল ভোরে আমায় জাগিয়ে দেবে আমি আমার বন্ধদের সাথে কয়েকদিন ওদের বাসায় থাকবো......... আম্মুঃ আচ্ছা ঠিকাছে,,,,,, ওইদিকে আকাশ,,,,,, আকাশঃ কিরে তুই শিশিরকে মিথ্যে বললি কেন,,,,,, বৃষ্টিঃ আসলে তখন রাগের মাথায় বলে ফেলেছি,,,,,, আকাশঃ ওহহহ,,,,,, কলেজে শেষে বৃষ্টি, নিলা, সাথি ওরা একসঙ্গে বাসায় যাচ্ছে,,,,,, সাথিঃ কিরে বৃষ্টি তুই বারবার এইদিক ওইদিক কি দেখছ,,,,,,, বৃষ্টিঃ না মানে,,,,,, শিশির তো প্রতিদিন আমাদের সাথে বাসায় যায় আজ আসছে না তাই দেখিছিলাম,,,,,, নিলাঃ কেন আসবে তোর সাথে,,,,,,, তুই তো প্রতিদিন ওকে কত বাঁজে কথা শুনাস,,,,, আজ আবার ওকে পুরো কলেজের সামনে থাপ্পড় মারলি,,,,,, সাথিঃ হুম বৃষ্টি এটা আমারো খারাপ লাগছে,,,,, শিশির তোকে কত ভালোবাসে আর তুই ওকে এই প্রতিদান দিলি,,,,,, বৃষ্টিঃ নিশ্চুপ,,,,,, নিলাঃ যদি ওকে ভালোই না বাসিস তাহলে কেন তোর বইয়ের পাতায় ওর নাম,,,,,,, তুই বল,,,,,, বৃষ্টিঃ ক ক কই,,,,,, নিলাঃ আমি দেখছি,,,,,,, বৃষ্টিঃ হয়তো ও লেখছে,,,,,,,, নিলাঃ তোর লেখা আমি চিনে রে,,,,,, বৃষ্টিঃ তারমানে তুই বলছিস আমি মিথ্যে বলছি,,,,, নিলাঃ তাই না তো কি!!!!! সাথিঃ আমরা তো তোর ফ্রেন্ড আমাদের বল,,,,,, বৃষ্টিঃ আসলে সেদিন পড়তে বসছিলাম,,,, শুধু ওর কথা মাথায় আসছিলো তাই নিজের অজান্তেই লিখে ফেলছি,,, অন্য কিছু না,,,,,, নিলাঃ এটা তো প্রেমের লক্ষণ,,,,,,,(দুষ্টু হাঁসি দিয়ে.......) বৃষ্টিঃ বাসা চলে আসছে, আচ্ছা যাই,,,,,, বৃষ্টি চলে যাচ্ছে,,,,,,, নিলাঃ যদি পারিস ওর কাছে ক্ষমা চেয়ে নিস,,,,, সাথিঃ হুম,,,,,, বৃষ্টিঃ দেখি,,,,,,,, বিকালে শিশির বাইরে যাচ্ছে,,,,,,তখনি বৃষ্টি ওর সামনে,,,,, শিশির পাশ কাঁটিয়ে চলে যাচ্ছে,,,,,,, বৃষ্টিঃ সরি,,,,,,, শিশিরঃ কিসের জন্য......(অবাক হয়ে.......) বৃষ্টিঃ সকালের ব্যবহারের জন্য,,,,,,,, শিশিরঃ ওহহহ,,,,, আচ্ছা আপু আমি যাই,,,,,, বৃষ্টি শিশিরের কথা শুনে অবাক হয়ে ওর চলে যাওয়া দেখছে,,,,,,, বৃষ্টিকে নাম ধরে ডাকার জন্য কতই না থাপ্পড় মেরেছে বৃষ্টি,,,, কিন্তু আজ শিশির নিজেই আপু বলে ডেকেছে,,,,,, বৃষ্টি ভাবছে একটা ছেলে কতটা কষ্ট পেলে এ কথা বলতে পারে,,,,, শিশির সকালে ওর বন্ধুর বাসায় চলে যায়,,,,,, আর বৃষ্টি আজও কলেজে যাচ্ছে তবুও শিশিরের কোনো দেখা নাই,,,,,,, ওর বান্ধবীরা ওক জিজ্ঞেস করছে তুই ক্ষমা চেয়েছিলি,,,, তারপর বৃষ্টি ওদের পুরোটা বললো,,,,,, নিলাঃ আমার মনে হয় ও খুব কষ্ট পাইছে,,,,,, সাথিঃ হুম,,,,, কাল তুই এরকম না করলেও পারতি,,,,,, নিলাঃ আচ্ছা চল ওর কাছে যাই,,,,,,, বৃষ্টি কিছু একটা ভেবে হ্যাঁ বললো,,,,,,, কিন্তু পুরো কলেজে ওদের কাউকেই বৃষ্টি আর ওর বান্ধবীরা দেখতে পায়নি,,,,,,, বৃষ্টি কলেজে শেষেও শিশিরকে দেখবে ভেবেছিলো না তাঁর এই ভাবনাও ভুল শিশির আসেনি,,,,,,,, বৃষ্টি পুরো রাস্তা কোনো কথাই বলেনি,,,,, ও বাসায় চলে আসে,,,,, কিন্তু একটাই কথা যে ছেলে ওকে এক নজর দেখার জন্য সারাদিন বসে থাকতো সেই ছেলে ওকে আজ দেখেনি,,,,,,, বৃষ্টি পরেরদিনও কলেজ গেলে তারপরও শিশির নেই,,,,,,, পরে বাসায় এসে বৃষ্টি শিশিরের বাসায় যায়,,,,,, শিশিরের আম্মু জানালো, শিশির না-কি ওর বন্ধুর বাসায় কয়দিন থাকবে,,,,,, বৃষ্টি তানা ৮ দিন কলেজ যায় নি,,,,,,, তারপরের দিন কলেজে গেলে ওকে দেখে ওর বান্ধবীরা আশ্চর্য হয়ে যায়,,,,,,, হবারই কারণ, বৃষ্টি এই ৮ দিনে শুকিয়ে এক অবস্থা, চোখ গুলোও লাল হয়ে আছে,,, যেন ও রাত জাগে,,,,,,, চোখের নিচেও কালো দাগ, মনে হয় কত অশ্রু জড়িয়েছে ও,,,,,,, নিলাঃ তোর এই অবস্থা কেন,,,,,, বৃষ্টি নিলাকে জড়িয়ে ধরে,,,,,,,, নিলাঃ আরে কি হয়েছে বলনা,,,,,,,, বৃষ্টিঃ আমি শিশিরকে ভালোবেসে ফেলেছি,,,,,, জানিস ও এখনো বাসায় নেই,,,, সেদিনের পর থেকে ওকে আর দেখিনি,,,,,,, আমার না খুব কষ্ট হচ্ছে,,,,,,, এইসবের জন্য আমিই দায়ী........(কান্না করতে করতে বলল.........) নিলাঃ এত কিছু হয়ে গেছে,,,,,,,, যাক ভালোই হয়েছ,,,,,,, আমার বান্ধবী টা শিশিরকে ভালোবেসে ফেলেছে,,,,,,, সাথিঃ এই কান্না বন্ধ কর চল ওকে খুঁজি,,,,, আচ্ছা ওর ফোন নাম্বার টা তো আছে ওটা কই,,,,, বৃষ্টিঃ আমি কতবার ফোন দিছি ওটা বন্ধ,,,,,,,, নিলাঃ ওহহহ,,,,,, ওরা কলেজ থেকে বের হয়ে অনেকদূর চলে গেছে মনে হয় আরেকটু পর বৃষ্টি নামবে,,,,,,, নিলাঃ চল এখন বাসায় ফিরা যাক, আরেকটু পর বৃষ্টি আসবে,,,,,,, সাথিঃ এইইই ওই দিকে দেখ,,,,,,, নিলাঃ কি,,,,,,, সাথিঃ আরে রাজ,,,,,,,,, শিশিরের বন্ধু,,,,,,, ওরা সবাই রাজের কাছে যাই,,,,,,,, নিলাঃ এই রাজ, শিশির কোথায়,,,,,,, রাজঃ আমি জানি না,,,,,,, সাথিঃ তুমি তো ওর বন্ধু তুমি জানো না কেন!!!!! রাজঃ আমি জানলেও বলমু না,,,,,,, বৃষ্টিঃ আমি তোর পা ধরে বলছি Please বলে দে না ও কোথায়........ রাজঃ আরে আরে কি করছেন কি!!!!! বৃষ্টিঃ বল না ও কোথায়????? রাজঃ সেদিন তো ওকে কতটা কষ্ট দিয়েচ্ছো আর এখন খুঁজতে আসছো,,,,,,,, বৃষ্টিঃ আমি যে ওকে ভালোবেসে ফেলেছি,,,,,,,,(কান্না করতে করতে........) রাজঃ ভালোবাসা,,,,, তুমিতো আকাশকে ভালোবাসো,,,,,,,, নিলাঃ আরে এটা ওই দিন রাগের মাথায় বলছে,,,,,,, Please বলে দে, ও কোথায়,,,,, জানিস কত কষ্ট পাইছে ওর জন্য,,,,,,, রাজঃ ওই যে গাছ গুলো দেখা যাচ্ছে এখানেই আছে,,,,,,,, বৃষ্টি এক দৌড়ে সেখানে চলে গেল,,,,,,, আর ওর বান্ধবীরা বাসায়,,,,,,,, বৃষ্টি ওখানে গিয়ে দেখে শিশির দাঁড়িয়ে অন্যদিকে তাকিয়ে আছে,,,,,,,,, হালকা হালকা বৃষ্টি পড়ছে,,,,,,,,, আর শিশির ওই বৃষ্টি গায়ে মাখছে,,,,,,,, হঠাৎই বৃষ্টি শিশিরকে জড়িয়ে ধরেছে,,,,,, শিশির বৃষ্টিকে ছাড়িয়ে নিয়ে,,,,,,,, শিশির বৃষ্টিকে দেখে কিছুটা আশ্চর্য হয় তারপর ও......... শিশিরঃ আপু তুমি জড়িয়ে ধরছো কেন,,,,,,,, বৃষ্টিঃ কি বললি তুই,,,,,,,,,(শিশিরের কলার ধরে.........) শিশিরঃ আরে আপু কি করছেন কি!!!!! বৃষ্টিঃ আমায় কষ্ট দিতে তোর ভালো লাগে তাই না,,,,,(কান্না কান্না করতে করতে.........) জানিস তোর কতটা কষ্ট পাইছি, তুই চলে যাবার পর একদিনও ঘুমাতে পারি নি,,,,,,,, সারাক্ষণ তোর কথা মনে হতো,,,,,,,, শিশিরঃ কিন্তু আমি তো ওইসব ছেড়ে দিছি,,,,,,,,(ওকে রাগানোর জন্য.........) বৃষ্টিঃ আমায় ক্ষমা করে দে,,,,,,, আমি তোকে ছাড়া বাঁচবো না,,,,,,,,(কান্না করেই যাচ্ছে,,,,,,,,) শিশিরঃ তুমি না বাঁচলে আমি কাকে নিয়ে থাকবো,,,,,,, বৃষ্টিঃ তাহলে যে আমাকে কষ্ট দিলি,,, আর তখন বললি যে,,,,,,,, খুব অভিমান করে আসিছ তাই না,,,,,,, শিশিরঃ যাকে ভালোবাসি তাঁর উপরে কি রাগ, অভিমান করে থাকা যায়,,,,,,,, খুব ভালোবাসি রে পাগলি,,,,,,,,,(জড়িয়ে ধরে............) বৃষ্টিঃ কখনো ছেড়ে যাবি না তো,,,,,,,,, শিশিরঃ এক মাত্র মরণই আমাদের আলাদা করতে পারবে আর কিছু নই,,,,,,,,, এখন খুব বৃষ্টি হচ্ছে,,,,,,,,,, আর বৃষ্টির মাঝে একটা মেয়েকে জড়িয়ে ধরার মজায় আলাদা,,,,,, তবে দুঃখের বিষয় আমি আপনি কি করে জানমু যারা বিয়া করছে তারা জানবো হু...... বৃষ্টিঃ হুম,,,,,, বাঁচলে একসাথে বাঁচবো মরলে একসাথে মরবো...... শিশিরঃ বৃষ্টি একটা কথা জানো???? বৃষ্টিঃ কি!!!!!! শিশিরঃ তোনাকে আমি প্রথম দেখেছিলাম বৃষ্টিতে আর আজকে বৃষ্টি,,,,,,,,, একটা কথা বলমু রাখবে,,,,,,,, বৃষ্টিঃ কি!!!!!! শিশিরঃ একটা আদর করবা!!! বৃষ্টিঃ সেটা কি বলা লাগবে,,,,,,,,, আর বলতে, চার ঠোঁট এক করে দিলো,,,,,,,,,,,,, কিছুক্ষণ পর ও ছেড়ে দিলো!!!!! শিশিরঃ চলো না বাসায় যাই, এখন দিন তো যাই না,,,,,,, বৃষ্টিঃ না,,,,,, চলো ওই গাছের ছায়ায় বসবো........ ওর কথা মতো গিয়ে গাছের ছায়ায় বসছি, আর ও আমার কোলে মাথা রাখছে,,,,,,,, বৃষ্টিঃ আমার না খুব ঘুম পাচ্ছে, তুমি আমার চুল গুলো সরিয়ে দাও আমি তোমায় জড়িয়ে ধরে ঘুমাই,,,,,,,,, শিশিরঃ চলো বাসায় যাই,,,,,,, কিছুক্ষণ পর.......... বৃষ্টিঃ এই চুল গুলো সরিয়ে দাও না,,,,,,, কত দিন ঘুমাই না তুমি জানো হুম,,,,,,,, আমায় জড়িয়ে ধরো না,,,,,,,, শিশিরঃ হুম,,,,,,,, এভাবেই বেঁচে থাকুক ভালোবাসা গুলো, আর ভালোবাসার মানুষ গুলো,,,,,,,,,, বৃষ্টি তুমি ছুঁয়ে দিও তারে, তোমার প্রতি ফোঁটায় আমি অনুভব করি যারে


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ৪৯৬ জন


এ জাতীয় গল্প

→ সিনিয়র আপুর উপর ক্রাশ অতপর খেলাম বাঁশ।
→ সিনিয়র আপুর সাথে প্রেম ১
→ গল্প : #সিনিয়র_আপু_প্রিন্সিপাল এর মেয়ে !!!
→ গল্প : #সিনিয়র_আপুর_জুনিয়র_প্রেমিক
→ অবশেষে নিশান্তিকা আপু (সিনিয়র vsজুনিয়ার)

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

  • গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now