বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
উঠেই এই রিহা আপনি আমার মায়ের সাথে কিসের এতো কথা বলতেছেন,,
আমার মাথা তো সবসময় খেয়ে চলতেছেন তারপর আবার আমারও মায়েরও খেতে চান নাকি,?
মাঃ কি বলিস বাবা,,মেয়েটা তো খুব ভালো,দেখ কত সুন্দর করে কথা বলে,তুই তো আমার সাথে তেমন কথাই বলিস নাহ, আমার ভালো লাগে বুঝি,তাই রিহা মা আজ আসলো আমি রিহা মায়ের সাথে কথা বলতেছি তাতে তোর কি??
নিজে তো মায়র সাথে বসে কোনদিন আড্ডা দিস নাহ, পেয়েছিস একটা মোবাইল আর একটা পাখি,,
- হুমমমম আম্মু ঠিক আছে কিন্তু সেই জন্য অন্য একটা মেয়ে তেমাকে আই লাভ ইউ বলবে,আর আমি এটা মেনে নিবো??
আমার আম্মু শুধু আমার, বুঝলে আর কারো নাহ,সব মানতে পারি কিন্ত আমার মায়ের ভালোবাসার ভাগ কাউকে দিতে পারবো নাহ,সব ভালোবাসা শুধু আমার জন্যই,,বুঝলে,
আর আমার আম্মুকে শুধু আমি ভালোবাসি বলবো অন্য কেউ বলবে কেন,?
আর তুমি আামকে তো কোনদিন লাই ইউ টু বললে নাহ,আর একটা মেয়েকে আজ লাভ ইউ টু বলে দিলে,,?
মাঃ হুমমমম দিলাম,
রিহাঃ ওকে সরি,সরি সরি...আমি আর কোনদিন আপনার বাসায় আসবোও নাহ,আর আপনার আম্মুকে লাভ ইউ বলবোও নাহ,আর আপনার ত্যাড়ামি কথা শুনতেও হবে না,,,ঠিক আছে বাই...
এ রে কি করলাম মেয়েটা তো সত্যি রেগে গেল এখন কি হবে জাহ,,,
এতসব বলাটাই ভুল হয়েছে,,
এখন জদি আর না আসে সত্যি সত্যি তখন,কি হবে,
ধুর না ভাবাই ভালো হবে প্রতিদিনই তো রাগাই কই রাগ করে থাকতে পারে নাহ তো...আবার চলে আসে..হয়তো আজকে রাগ করে থাকতে পারে কিন্তু আবার চলে আসবে, সমস্যা নাই,... বিকেল তো হয়েই গেল,ছাদে গেলাম..
সন্ধ্যা পর্যন্ত থাকার পর, কই রিহা তো আসলো নাহ মনটা গেল খারাপ হয়ে,,,
রিহা কে ছাড়া তো আমার ভালো লাগে নাহ,কি যে করি, ওদের বাসায় জাবো?
নাহ যাওয়াটা ঠিক হবে নাহ..
ওর আব্বু আম্মু সন্দেহ করতে পারে,মাগরিব বাদ আবারো ছাদে গেলাম রিহা তো প্রতিদিনই আসে ওই নীল আকাশটায় তারারা যখন খেলা শুরু করে তখনই,,
আমি আর রিহা তারা গুনা পাল্লা দিতাম,
আজ আমি একা কিন্তু রিহা কোথায়,,
রিহা ছাড়া তো রাতের তারা গুনা আমার ভালো লাগে নাহ
মনটা অনেক খারাপ হয়ে গেল.বাসায় এসে খেতে বসলাম,রিহার কথা মনে হতেই হাত ধুয়ে উঠে আসলাম,,
.কিছুই ভালো লাগছে নাহ,ধুর, পাগলী টাকে কেন যে রাগালাম,
মাঃ আমার বাবাটার কি হলো শুনি..?
- না আম্মু কিছু নাহ,,,
মাঃ বল বাবা আমায় বল,আমি তো বুঝি নাকি,
- মা তুমি যাবে,(মন খারাপ করে বললাম)
মাঃ বাবা আমায় বল..আমি তো বুঝি,আচ্ছা বাবা তুই কি রিহা কে ভালোবাসিস??
- কেন মা??
মাঃ বল না বাবা,কি হয়েছে?
- আম্মু রিহা কে ভালোবাসি কি না জানি নাহ, কিন্তু রিহার সাথে কথা না হলে আমার ভালো নাহ,শুধু রিহার সাথে কথা বলতে আর রিহাকে রাগাতে ভালো লাগে,,মা জানো,?
মাঃ হুমমমম বাবা বল,
- মা রিহার রাগ মিশ্রিত মুখটা আমার অনেক ভালো লাগে..যদি সবসময় রিহাকে রাগিয়ে আমার সামনে বসিয়ে রাখতে পারতাম,,
মাঃ থাক থাক থাক, আর বলতে হবে নাহ,আমার বাবা টা এত বড় কেমনে হলো,
তাই তো ভাবি রিহা আমাদের বাসায় এত আসে কেন....
- মা, চুপ করবে,আমি রিহাকে ভালোবাসি না, কিন্তু ওর সাথে সব সময় থাকতে চাই...
মাঃ হুমমমমমম,, তোর লজ্জা করে নাহ,মা কে এসব কথা বলতে..
- মা লজ্জা করবো কেন,প্লিজ প্লিজ কিছু করো,...
মাঃ আমি কিছু করতে পারবো নাহ,তুই এত সুন্দর মেয়েটাকে রাগিয়ে দিলি কেন,,?
- মা সত্যি বলছি,আমি ইচ্ছে করে রাগাইনি..কিন্তু রিহা কে দেখলেই আমার রাগাতে ইচ্ছে করে...
মাঃ আচ্ছা বাবা, ঘুমিয়ে পড়, দেখি দুদিন রিহা আসে কি নাহ,,
তারপর দেখি কি করতে পারি
চলবে,,,,,,
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ...