বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
-এই রিহা রাগ করলেন,
রিহাঃ নাহ রাগ করবো কেন, আপনার গানটা আমার ভালো লাগলো সাথে আপনার কন্ঠ টাও তাই বললাম সুন্দর হয়েছে,আর আপনি কি না বললেন পাম দিচ্ছি,,আপনার সাথে কথা বলাটাই ভুল হয়েছে,
- ওওওওও সরি সেদিন বাসা নিয়ে ঝগড়া করেছিলাম,,
রিহাঃ আরেহ নাহ ওটা তেমন কিছু নাহ,কিন্তু আপনাকে এর মাশুল তো দিতেই হবে,,
- তাই নাকি,
রিহাঃ হুমমমমম দিতে তো হবেই,
- তা বলেন কি শাস্তি দিবেন,,
রিহাঃ এখন না সময় হলে বলবো,
- রিহা একটা কথা বলি,
রিহাঃ হুমমমম বলেন,,
- আপনার বিএফ কয়টা,,
রিহাঃ হাহা বিএফ তাও আবার আমার মতো বাচ্চা মেয়ের,
- কিই আপনি বাচ্চা,,? হুমমমমম বাচ্চাই তো, নইলে এত ছেলের ক্রাস কেমনে হতে পারেন,,আর আপনি শুধু বাচ্চাই নাহ একটা কিউট চোরও,,
রিহাঃ কিউট বললেন ঠিক আছে, কিন্তু চোর কেন,,?
- চোরকে তো চোরই বলবো,,
রিহাঃ মি. আলু আমি চোর নাহ ওকে,
- হুমমমম তাহলে কেমনে চুরি করলে আমার....(বলেই থেমে গেলাম,)
রিহাঃ উফফ থামলেন কেন,বলেন বলেেন,তারাতাড়ি,, আপনার কি চুরি করছি..
- আমার পাখি,(বলেই চলে আসলাম নামাজে যাবো)
আর বললাম এটা মিত্থ্যা কথা সত্যটা সময় হলেই বলবো
,((বলে এক গাল হেসে দিলাম,))
রিহা আমার দিকে তাকিয়ে আছে কিছু হয়তে বলতে চায় কিন্তু বলার তো সময়ই দেই নাহ,
কিউট মেয়ে বাই বিকেল কথা হবে,
রিহা আপনার সাথে আমার কথা আছে শুনে তো যান,,
- নাহ বিকেলে বলিয়েন,বাই বাই
রিহাঃ ধুর ছাই চলে গেল,,
কথাটা শুনে আবারো হাসলাম,
অবেশেষে নামাজ পড়তে যাওয়ার জন্য রেডি হয়ে আসলাম দেখি রিহা দাড়িয়ে আছে আমার রুমের সামনে দাড়িয়ে আছে,দেখে একটু হাসি দিলাম, সামনে এগিয়ে পিছু ফিরতেই দেখি রিহা তাকিয়ে আছে..
আমি আর কিছু না বলে চলে গেলাম নামাজে,
নমাজ পরে বাসায় এসে ঘুমিয়ে পড়লাম, ফোনটা কাছেই ছিলো কঠিন কোনো পাস দেয়া নাই,একটা পেটার্ন আছে সেটা আম্মুও পারে,
ফোন রেখে ঘুমিয়ে পড়েছি,,
পরে আম্মুর বক বকিতে ঘুম ভাংলো,,দেখি রিহার সাথে কথা বলছে,আর আমি ঘুমের ভান করে শুয়ে আছি দেখি কি বলে আম্মুকে
রিহাঃ আন্টি আসি,
মাঃ হুমমম মা আসো,,
রিহাঃ আন্টি পাখিটা কোথায়,? ছাদে নাই কেন,,
মাঃ ওই যে... ওই রুমে,
রিহাঃ ওকে আন্টি...
রিহা আমার রমে এসে পাখি টার সাথে কথা বলতেছে,,
রিহাঃ ওই পাখি আজ খেয়েছিস,
পাখিটা তো লাফালাফি করতেছে,
রিহাঃ কি রে লাফাস কেন বল,,খেয়ছিস,
পাখিতো লাফাচ্ছেই,
রিহাঃ ওই পাখি বল, তো ভালোবাসি,,
পাখিঃ ভালোবাসি,
রিহাঃ বল আমি তোমাকে ভালোবাসি,
পাখিঃ ভালোবাসি ভালোবাসি,
রিহাঃ বল আমাকে ভালোবাসিস,
পাখিঃ ভালোবাসি ভালোবাসি....
রিহাঃ উফফ তুই ও তোর মালিকের মতো পচা,,,মনের কথা কিছুই বুঝিস নাহ,,শুধু ঝগড়াই করতে জানিস,
মাঃ কি হয়ছে রিহা মা,,কাকে বলতেছো,,
রিহাঃ পাখি আর পাখির মালিককে,,
মাঃ কেন মামনি কি হয়েছে পচা কেন,,
রিহাঃ আচ্ছা আন্টি পছন্দের মানুষ গুলো কি পচাই হয়??
মাঃ না মামনি, সব হচ্ছে নিজের কাছে, পছন্দের মানুষটার তার মধ্যে নিজেকে দাড়িয়ে বুঝতে পারলেই সব বোঝা যায়..
রিহাঃ আন্টি যে সবসময় রাগ করে কথা বলে সে কি ভালোবাসতে জানে,,??
মাঃ হুমমমমমমম মামনি,, সেই সবচেয়ে বেশি ভালোবাসতে জানে, তবে তার মনটা তোমাকে জয় করতে হবে তাহলেই সে তোমাকে কতটা ভালোবাসবে যা তুমি ভাবতেও পারবে নাহ,রাগের মাঝেই লুকিয়ে থাকে ভালোবাসা যা প্রিয় মানুষটা বুঝতে পারে নাহ,,
রিহাঃ আন্টি তাই নাকি,,লাভ ইউ আন্টি, লাভ ইউ,,
মাঃ লাভ ইউ টু মামনি,
এবার মটকা গরম হয়ে গেছে আমার মা আমাকে কোনদিন লাভ ইউ টু বললো নাহ আর রিহাকে কি নাহ লাভ ইউ বললো,,
110Kmh-1 বেগে উঠে এসেই.......
চলবে.........
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ...