বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
কারো কাছে অবহেলিত হয়ে তুমি মন খারাপ করো না... ভেবো না যে তার মন বলতে কিছু নেই... আসলে মন সবারই আছে... তবে একটু খোঁজ নিলেই বুঝতে পারবে সেই মানুষটাও অন্য কারোর কাছে অবহেলিত হয়ে আসতেছে... ঠিক তোমারই মতো সেও অন্য কারোর কাছে অবহেলার পাত্র...
.
যার একটা মেসেজ পাবার জন্য বার বার ইনবক্স চেক করছো... মানুষটা অনলাইনে আছে কিনা সেটাও লক্ষ রাখছো... তবুও তার কোন বার্তা তোমার ইনবক্সে আসে না... তখন হয়তো তোমার খারাপ লাগবে... মনে হবে ফেইসবুকে আসাটাই বৃথা... কিন্তু না, খোঁজ নিলে জানতে পারবে সেই মানুষটাও ঠিক তোমারই মতো অন্য কারো মেসেজের জন্য অপেক্ষা করে আসতেছে... কিন্তু মেসেজ আসে না...
.
তোমারও ইচ্ছা হবে পছন্দের মানুষটা তোমার রোজ খোঁজ খবর রাখুক... ঠিক মতো কেয়ার করুক... কি করছো, খেয়েছো কিনা এসব প্রশ্নও তোমার তার কাছ থেকে পেতে ইচ্ছা করবে... কিন্তু এসব প্রশ্ন তো দূরের কথা, তুমি মরে গেছো না বেঁচে আছো এ খবরও সে রাখে না... তুমি হয়তো ভাববে মানুষটা বুঝি বড় নিষ্ঠুর... আসলে কেউই নিষ্ঠুর না, তোমার মতো সেও ঠিক একই ভাবে অন্য কারোর কাছে কেয়ার পাবার জন্য ব্যাকুল হয়ে আছে...
.
তোমার হয়তো ইচ্ছা হবে পছন্দের মানুষটার সাথে একটু সময় কাটাতে... ইচ্ছে করবে কিছুটা সময় স্মৃতি হিসাবে ধরে রাখতে... কিন্তু মানুষটা তোমাকে কোন সাঁড়া দিবে না... বার বার নানা অজুহাত দেখিয়ে তোমাকে এড়িয়ে চলবে... তুমি হয়তো ভাববে মানুষটা বুঝি বড়ই কৃপণ... আসলে কেউ কৃপণ না, ঠিক তোমারই মতো সেও অন্য কারোর সাথে সময় কাটানোর জন্য ব্যাকুল হয়ে আছে...
.
আসলে কেউই হুট করে অবহেলা করতে পারে না... হঠাৎ করে অবহেলা করা যায় না... ধীরে ধীরে মানুষ অবহেলা করতে শিখে যায়... একটা কথা জেনে রাখো, একমাত্র অবহেলাই মানুষকে অবহেলা করতে শিখায়... আর কিচ্ছু না !!"
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ...