বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন

বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা

আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

জিজেতে স্মরণীয় এক বছর

"স্মৃতির পাতা" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান MAHIN (০ পয়েন্ট)

X সকাল থেকে দুপুর, দুপুর থেকেই বিকাল হয়।হ্যা বিকালের প্রকৃতি আসলেই সুন্দর।বিকালের সময়টাতে জড়িয়ে আছে আমার এক স্মৃতি।আসরের নামাজ পরার হঠাৎ করেই যেন মনে পড়লো গল্পেরঝুড়ির কথা।অনেকে বলবে জিজের কথা না জানলে জিজের কথা মনে পড়বে কেমনে?gj কারণ ফ্রি বেসিক থাকাকালিন ওইসময় গল্পের ঝুড়ি চালাতাম গেস্টে,নিয়মিত গল্প পরতাম।টানা ৩-৪ মাস এভাবে অ্যাক্টিভ থাকার পর আবারো নাই হয়ে গেলাম।আর হ্যা সেই অক্টেবরের ৩ তারিখে মনে পড়ার পর আইডি খুলে ফেললাম সাথে।gjতখনই দেখলাম আড্ডা হচ্ছিলো জিজেতে। হৃদয় ভাই,ইভাপ্পু,সাবিরা আড্ডা দিচ্ছিলো।সাথে সাথে আমিও একটা কমেন্ট করলাম।এভাবেই পরিচিত হতে থাকলাম সবার সাথে।ঠিক ১০-১৫ ঘন্টার জিজে আরেক আইডির জন্ম দিলো,সেই আইডির মালিক ভার্চুয়াল লাইফের ব্যাচমেট বন্ধু মেহেদী হাসান gj। ওর সাথেও মেসেজে কথা বলতাম প্রায়,আবার আরেক সমবয়সীর সাথে পরিচিত হই সে হলো ইমন।ওর সাথেও কথা বলতাম এখনও বলি।এভাবেই প্রায় সবাই চিনে ফেললো।বুঝে গেলাম জিজে আসলেই একটা ফ্যামিলির মত loveযদিও ওইসময় কেও তেমন একটা আড্ডা দিতনা।সারাদিন এক্টিভ থাকতাম আমি। জিজেতে এসে পেয়েছি কিছু শ্রদ্ধেয় বড় ভাই-বোনgjপেয়েছি সমবয়সী বন্ধু, পেয়েছি পিচ্চি ছোট ভাই-বোন। জিজের গল্প পড়ে পেয়েছি অনেক মজা,জিজে থেকে জানতে পেরেছি অনেক কিছু,জিজে থেকে শিখতে পেরেছি অনেক কিছু। তবে কিছু আক্ষেপ,জিজের আগের আড্ডবাজ রা কেও আড্ডা দিতে আসে না gjআগের মত গল্প কেও তেমন একটাও পরে না gj তবুও আশা করছি,জিজে আবার আগের মত ফিরে আসুক gj পরিশেষে এটাই বলছি, অন্তরের ভেতর যা একবার ঢুকে যায় তা আর বের করা যায় না noতাই জিজেকে কোনসময় ভুলবো না,কারণ জিজে আমার অন্তরে গাথাঁ। Love you GJlove (অগোছালো গল্প কারণ লেখালেখির অভ্যাস নাই।ক্ষমা করবেন)


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ৬৬৪ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

  • গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now