বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
বাবাকে হারিয়ে
-মোহাম্মদ শাহজামান শুভ
বাবার সাথে ঘনিষ্ঠতা ছিল না কিন্তু বাবার আদর,স্নেহ ও ভালবাসা কমতি ছিল না। বাবার ভালবাসা ও আদর ছিল সীমাহীন ও অতুলনী তাই অনুভব করতে পারিনি। বাবার ভালবাসা অনুভব করার মনোমিটার ছিল না। বাবার ভালবাসা মনোমিটারের উর্ধে। আদর, স্নেহ , ভালবাসা মাপার কোন যন্ত্রপাতি আবিস্কৃত হয়নি।
সংসারের যাবতীয় কাজ করে, যার যার চাহিদামত সবকিছু দেয়া বাবার একটি রুটিন মাফিক কাজ। বাবা তাঁর নিজের চাহিদার চিন্তা না করে পরিবারের অন্যদের চাহিদার যোগানদাতাই বাবা। বাবা পরিবারের পরিচালক। শ্রেষ্ঠ বন্ধু ও উত্তম পদপ্রদর্শক। বাবা মানে তাঁর নিজের অভাব-অনটন বুঝতে না দিয়ে সন্তানের অবদার রক্ষার নিরলস প্রচেষ্টা। বাবা হল সকল আবদার পূর্ণতার ভরসাস্থল। বাবা দেন জীবন চলার সঠিক পথের দিক-নির্দেশণা, দেন জীবন এগিয়ে চলার আলোকবর্তিকা।
বাবার শাসন ও ভালবাসা স্নেহের পার্থক্য সেদিন বুঝতে পারিনি। বাবার শাসনই শ্রেষ্ঠ ভালবাসা। বাবার সেদিনের শাসনটি যে ভালবাসা তা আজ বাবা হয়ে বুঝতে পারছি। এই রকম শাসনের অভাব অনুভব করি। অনুভব করি বট বৃক্ষের আলো-বাতাস আর প্রাণের অক্সিজেন, প্রচন্ড রোদ্রের তাপ রক্ষার ছায়া, শত ঝড়-বৃষ্টি থেকে সন্তানকে রক্ষা করা, অনুভব করি সংগ্রামশীল পৃথিবীতে বেঁচে থাকার শ্রেষ্ঠ অনুপ্রেরণা।
বাবা হারিয়েছি অনেক দিন হল; বাবা নামক ভালবাসাটা ভুলে গেছি। বাবা কী সেটা কি তা বুঝতে পারিনি। বাবা নামক ভালবাসা বুঝার আগেই বাবা চলে গেছে। আজ আমিও বাবা হয়েছি। বাবা হবার পর কিছুটা বুঝতে পারছি বাবার ভালবাসা। বাবা নামক নিঃসার্থ ভালবাসা পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই। আমি আমার সন্তানকে যেরূপ ভালবাসী তারচেয়ে বেশি আমার বাবা আমাকে ভালবেসেছে। বিনিময়ে কোন প্রতিদান পায়নি; পাবার আশাও করেনি।
উৎসর্গঃ ‘আব্দুর রহমান’ যাকে আমি বাবা হবার আগেই হারিয়েছি।
মোহাম্মদ শাহজামান শুভ
সহকারি শিক্ষক
বাতাকান্দি সরকার সাহেব আলি আবুল হোসেন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়
তিতাস,কুমিল্লা
ইমেইলঃ mshazaman@yahoo.com
Mob: 01933013841
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now