বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
লেখা:অরণ্যা সংস্কৃতা
আজকাল আমার সঙ্গে আশ্চর্য সব ঘটনা ঘটছে। প্রতি রোববার রাত ১১টার আগেই আমার মোবাইলটার সুইচ অফ হয়ে যায়। কখনো আমি নিজেই মোবাইলটা বন্ধ করি, কখনো আবার সেটা অন্য কোনো কারণে আপনা-আপনিই বন্ধ হয়ে যায়। একদিন যেমন অকারণেই মোবাইলটা হাত থেকে পড়ে বন্ধ হয়ে গেল। তাও আবার রাত ১১টার আগেই। পরের দিন সকালের আগে আর সেটা অন করা গেল না। এসবের মধ্যেই ঘটছে আরেক ঘটনা। প্রতি সপ্তাহেই কেউ না কেউ আমাকে বলছে, রোববার রাত ১১টার দিকে নাকি আমার নম্বর থেকে তাদের ফোনে কল যায়। অনেকের কল লিস্ট চেক করে তাদের কথার সত্যতাও যাচাই করে দেখেছি। অথচ প্রতি রোববার রাতেই আমার মোবাইলটা সুইচ অফ থাকে। যাদের কাছে রোববার রাতে আমার নম্বর থেকে কল যায় তারা প্রত্যেকেই বলেছে যে কল রিসিভ করার সঙ্গে সঙ্গেই তারা একটা ছোট বাচ্চার কান্না শুনতে পায়, যেখানে আমাদের বাসায় কোনো ছোট বাচ্চাই নেই। এমনকি আমার মোবাইল বা সিম কার্ডেও কোনো সমস্যা নেই। তাই, প্রথমে ব্যাপারটা ঠিক যেমন বিশ্বাস করতে পারিনি, তেমনই অবিশ্বাসও করিনি।একদিন আমি আর আম্মু খালার বাসায় গিয়েছি। মোবাইলটা বাড়িতেই সুইচ অফ রেখে গিয়েছি। বাড়ি ফিরতে রাত হবে। একসময় ঘড়ি দেখতে আম্মুর মোবাইলটা হাতে নিয়েছি। ঘড়িতে দেখলাম রাত ১১টা বাজে, হঠাত্ই আম্মুর ফোনটা বেজে উঠল। কল এসেছে আমার নম্বর থেকে। কলটা রিসিভ করতেই শুনলাম একটা ছোট বাচ্চার কান্না। কী আশ্চর্য একটা কান্না! করুণ। শুনে ভয়ে হাতটা কেঁপে উঠল।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ...