বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
সভাপতি হিসেবে বিদ্যালয়ের কাজ তদারকি করা
১৫/০৮/২০২১
তিতাস উপজেলা সহকারি শিক্ষা অফিসার কামাল হোসেন স্যার আমার সাথে দেখা হলে আমার আগেই আমাকে সালাম দিয়ে জিজ্ঞাসা করবেন, সভাপতি স্যার কেমন আছেন? আমি হাসিমুখে ওয়ালাইকুম সালাম বলে বলি শোকর আলহামদুলিল্লাহ্ আমি বেশ ভাল আছি। স্যার আপনি ছাড়া কেউ আমাকে সভাপতি বলে না। সহকারি শিক্ষা অফিসারও হেসে বলেন, আপনি তেতুইয়ারামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি তাই আমি বললে দোষ কী? এই সভাপতি নিয়ে কত মানুষ কত চেষ্টা তকবির করেছে তার ইয়াত্তা নেই। কত ভোটা-ভোটি বা দলাদলি চলেছে তা আমরা হাড়ে হাড়ে দেখেছি। সরকার এবার আইন করেছে যে গ্র্যাজুয়েট ছাড়া সভাপতি হতে পারবে না। তাই দলাদলি একটু কম হয়েছে। আর আপনি তো বিনা প্রতিদ্বন্ধীতায় সভাপতি হয়েছেন।
প্রাথমিক বিদ্যালয়ে সভাপতি হতে হলে অবশ্যই ডিগ্রী পাশ লাগবে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটিতে একজন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি লাগে। আমাকে তেতুইয়ারামপুর ম্যানেজিং কমিটিতে মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিনিধি হিসেবে রাখছেন। তেতুইয়ারামপুর প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটিতে আমাকে ছাড়া ডিগ্রী পাস লোক না থাকায় আমাকেই সভাপতি হিসেবে নির্বাচিত করেছে। আমি হয়ে গেলাম তেতুইয়ারামপুর প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি।
আমি যখন তেতুইয়ারামপুর প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হই তখন এই বিদ্যালয়ের একটি ছোট দুচালা ঘরে ক্লাস হয় আর অফিস হলো তেতুইয়ারমপুর ছিদ্দিকুর রহমানের ঘরের অর্ধেকাংশ। ছিদ্দিকুর রহমান সাহেব দয়াবশত বিদ্যালয়কে অফিস করার সুযোগ দিয়েছেন। আজ বিদ্যালয়ের একটি সুন্দর দুতলা বিল্ডিং হয়েছে। কোন মাঠ ছিল না। মাঠের জায়গায় গর্ত বা ডোবা ছিল। গর্ত বা ডোবা ভরাট করে মাঠ করা হয়েছে। একপাশে দেয়াল দেয়া হয়েছে। এইগুলো সবই সরকারের অবদানে হয়েছে। লোকজনের একটি ধারণা এই উন্নয়ন আমি করেছি। সহকারি শিক্ষা অফিসারও প্রায়ই বলেন,স্যার আপনি বিদ্যালয়ের উন্নয়ন করেছেন; আমি হেসে উত্তর দেই এই উন্নয়ন তো আপনারা করেছেন; আমি তো কিছুই করিনি। স্যার আবার বলেন, আপনার আমলে হয়েছে তো তাই আপনার ক্রেডিট।
আজ পনের আগস্ট। জাতীয় শোক দিবস। জাতির জনকের ৪৬তম মৃত্যুবার্ষিকী। সকাল নয়ঘটিকায় অনলাইনে বাতাকান্দি সরকার সাহেব আলি আবুল হোসেন উচ্চ বিদ্যালয়ের অনলাইনে আলোচনা ও দোয়ার মাহফিল। উক্ত মিটিং এর আমি হোস্ট। তাই যথাযময়ে অনলাইনে আমি উপস্থিত হই এবং আলোচনা ও দোয়ার মাহফিল পরিচালনা করি। প্রধান শিক্ষক, সহকারি প্রধান শিক্ষক, সহকারি শিক্ষকবৃন্দ এবং শিক্ষার্থী আলোচনা ও দোয়ার মাহফিলে অংশগ্রহণ করে। দশটার দিকে অনলাইন আলোচনা ও দোয়ার মাহফিল শেষ করে আমি তেতুইয়ারামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাই।
তেতুইয়ারামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষকবৃন্দ আজ উপস্থিত আছেন। সবার সাথে শিক্ষার্থীর খোঁজ নিলাম। দুই লাখ টাকার উন্নয়ন কাজ করছে শিক্ষকবৃন্দ তাই শিক্ষকদের দুই লাখ টাকার উন্নয়ন কাজের অগ্রগতি দেখলাম।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now