বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
বুধবার ! মফিজুর রহমান স্যার পুরো একঘন্টা ধরে আইনস্টাইনের পথিওরি অব। রিলেটিভিটি' বোঝালেন ক্লাসে। যদিও ফিজিক্স সাজিদের সাবজেক্ট নয়, তবে মাঝেমাঝেই স্যার এসব নিয়ে কথা বলেন। আজ যেমন বলেছেন থিওরি অব। রিলেটিভিটি নিয়ে। এই থিওরি কী , কখন আবিস্কৃত হয়, কীভাবে কাজ করে এসব একেবারে পুখানুপুঙ্গরূপে বোঝানোর পরে তিনি পুরো দুই গ্রাস পানি। পান করলেন। পানি পান শেষে বললেন, “এখন আমি পরীক্ষা করব কে কী রকম বুঝেছ। এখানে একজন একজন এসে বুঝিয়ে যাও।
বুধবারে মফিজ স্যারের ক্লাসের এই এক জ্বালা। টানা একঘন্টা ক্লাস নেয়ার পরে আরও টানা একঘন্টা নেবেন সেটার প্রেজেন্টেশান। অনুপস্থিত থাকারও। সুযোগ নেই। ডিপার্টমেন্টে এই একজনই আছেন যিনি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের এখনো বেঞ্চের উপরে তুলে দাড় করিয়ে রেখে ক্লাস মিস করার শাস্তি দেন। কী বিদঘুটে ব্যাপার!
মফিজ স্যারের টানা এক ঘন্টার লেকচার থেকে যে যতটুকু গলধঃকরণ করতে পেরেছে, সেটা একে একে সবাই আবার উগরে দিয়ে আসতে লাগল ।
কেউ ৫ মিনিট, কেউ ৭ মিনিট, কেউবা ৮ মিনিট করে লেকচারটার পুনরাবৃত্তি করতে লাগল । সবাই থিওরি অব রিলেটিভিটি'র বিভিন্ন দিক নিয়ে বলতে লাগল।
সবার শেষে এলো সাজিদের পালা। অনিচ্ছা সত্ত্বেও সাজিদকে চার-পাচ। মিনিটের একটি লেকচার ঝোড়ে আসতে হবে এখন।
সাজিদ উঠে এলো । মফিজ স্যার উনার স্বভাবসুলভ ভঙ্গিতে মুচকি হেসে বললেন, সমাপ্তি পর্বে এবার মহামতি আইনস্টাইনের কাছ থেকে আমরা সবচেয়ে চমকপ্রদ। কিছু শুনব। You may start Sir Mr. Einstein….
মফিজ স্যারের বিদ্রুপাত্মক বাক্য ব্যয় অন্যদের জন্য সবসময় হাসির খোরাক।। ক্লাসের সবাই হো হো হো করে হেসে উঠল । ব্যাপারটা নতুন কিছু নয়, তাই সাজিদ এখন আর এসব গায়ে মাখে না ।
সাজিদ হাসি হাসি মুখে শুরু করল-
বিজ্ঞানী আইনস্টাইনের পৃথিওরি অফ রিলেটিভিটি' একদম পানির মতো। সোজা । এটা এতই সোজা যে, ক্লাস এইটের একটা বাচ্চাও এটাকে খুব সহজে বুঝে নিতে পারে ।
এতটক শুনে সবাই সাজিদের দিকে বড় বড় চোখে হা করে তাকাল। মফিজ স্যার চেয়ারে হেলান দেয়া অৱস্থাতে ছিলেন। সাজিদের কথা শুনে উনি একটু নড়েচড়ে বসলেন। উনার মোটা কালো ফ্রেমের চশমাটিকে ঠিকঠাক করে নিয়ে বললেন, 'Come to the point..
সাজিদ বলল-স্যার, আমি তো পয়েন্টেই আছি। আমি কী বলব নাকি বসে পড়ব?'
No no, carry on', মফিজ স্যারের প্রতিউত্তর ।
সাজিদ আবার শুরু করল-
এই সোজা থিওরিটিকেই একবিংশ শতাব্দীতে বিজ্ঞানের সবচে বড় আবিষ্কার এবং এর আবিষ্কারক মহামতি আইনস্টাইনকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ পদার্থবিজ্ঞানী মনে করা হয় ।
এতক্ষণ আমাদের সবার প্রিয় , শ্রদ্ধেয় মফিজুর রহমান স্যার আমাদের খুব সুন্দর করে বোঝালেন জিনিসটা। এরপর আমার বন্ধুরাও এই থিওরির নানান দিক খুব সুন্দর করে বর্ণনা করে গেল । যেহেতু আমাকেও কিছু বলতে হবে, তাই আমি এই থিওরির সবচেয়ে মজার দিক, Time Dilation' নিয়েই বলব। এই থিওরিটি সময় নিয়ে আমাদের যেভাবে ভাবাতে পেরেছে, বিজ্ঞানের অন্য কোনো আবিষ্কার তা পারেনি ।
সময় নিয়ে আগেকার মানুষদের ধারণা ছিল অন্যরকম। তারা ভাবত, সময় সবখানে সমান। অর্থাৎ, আমার কাছে যেটা একঘন্টা . সেটা অন্য কোনো গ্রহের, অন্য কোনো প্রাণীর কাছেও একঘন্টা। আমার কাছে যেটা একদিন, সেটা অন্য সবার কাছেও একদিন। অর্থাৎ, মাত্রাভেদে সময়ের কোনোই পরিবর্তন হয় না।
১৯০০ সাল পর্যন্ত সময় নিয়ে পৃথিবীর মানুষের ধারণা ছিল এরকম। ১৯০০ সালের কিছু আগে বিখ্যাত বিজ্ঞান লেখক এইচ.জি. ওয়েলস সময় নিয়ে কিছু ব্যতিক্রম লেখালেখি করেন। তিনি তাঁর কিছু সাইন্স ফিকশানে দেখান যে, তার সৃষ্ট কিছু চরিত্র বর্তমান'কে পাশ কাটিয়ে ভবিষ্যতের সময়ে চলে যাচ্ছে।
অতীতে চলে যাচ্ছে। এইচজি. ওয়েলস তার এই কথাগুলোকে সাইন্স ফিকশনে চাই দিলেও, তখনো মানুষের মনে প্রশ্ন ছিল- সত্যিই কি মানুষ কোনোদিন। ভবিষ্যতে যেতে পারবে? অতীতে যেতে পারবে?'
আইনস্টাইনের আগ পর্যন্ত এটা সাইন্স ফিকশনে থাকলেও, আইনস্টাইন এসে প্রমাণ করে দেখালেন যে হ্যা, মানুষ চাইলেই ভবিষ্যৎ ভ্রমণ করতে পারে ।
কিন্তু কীভাবে? মজাটা এখানেই । আগেকার দিনে মানুষ ভাবত, সময় সর্বস্থানে, সর্বাবস্থায়, সর্বমাত্রায় একই রকম। ঐ যে একটু আগে বললাম, আমার কাছে যেটা একদিন, পৃথিবীর অন্য কোথাও বা অন্য কোনো গ্রহে অন্য কারও কাছেও সেটা একদিন ।
কিন্তু আইনস্টাইন এসে বললেন, ‘না, সময় ঠিক এরকম নয়। মাত্রাভেদে সময় পাল্টে যায় ।
কিন্তু কীভাবে? আইনস্টাইন বলেছেন, কম গতিশীল কোনো বস্তুতে সময় অধিক পরিমাণ দ্রুত চলে। আর যে বস্তু অধিক গতিতে চলে, তার সময়ও তুলনামূলক কম। গতিসম্পন্ন বস্তুর চেয়ে কম দ্রুত চলে। আর এটাকেই বলা হয় "Time Dilation.
‘অর্থাৎ, যে-বস্তুর গতি কম, তার সময় চলবে দ্রুত। আর, যে বস্তুর গতি বেশি, তার সময় চলবে আন্তে। ব্যাপারটি কেমন জগাখিচুড়ি জগাখিচুড়ি মনে হচ্ছে, তাই না?
কিন্তু আইনস্টাইন এটাকে ম্যাথম্যাটিক্যালি প্রমাণ করে দেখিয়েছেন।
ব্যাপারটিকে বোঝানোর জন্য ১৯৮০ সালে বৈজ্ঞানিক লেখক কার্ল সেগান তার বিখ্যাত কসমস ' সিরিজে পুরো একটি পর্ব করেছেন। কার্ল সেগান । তার সেই সিরিজে এই পর্বের নাম রেখেছেন টুইন প্যারাডক্স' বা যমজ বিভ্রান্তি ।
শুধু কার্ল সেগান নয় Time Dilation, উপর ভিত্তি করে এর হলিউডে ব্লকবাস্টার মুভিও তৈরি হয়েছে ২০১৪ সালে : Interstellar.
‘ধরা যাক, আমি আর আমার এক জমজ ভাই। আমাদের দুজনের বয়স এখন। ১৮ করে ।
‘হঠাৎ করে আমার মাথায় ভৃত চাপল যে, আমি স্পেসশিপে করে মহাবিশ্ব ভ্রমণে বের হব। পৃথিবী থেকে পাচহাজার আলোকবর্ষের মধ্যে যা কিছু । আছে, তা আমি দেখে আসব। কিন্তু সেটা মাত্র তিন বছরের মধ্যে। অর্থাৎ, স্পেসশিপ নিয়ে আমি মহাবিশ্ব ভ্রমণে বের হলে তিন বছরের মধ্যে পাচ। হাজার আলোকবর্ষ ভ্রমণ করে আসব।
এখন, কথা হচ্ছে, তিন বছরের মধ্যে আমি যদি তিনশত আলোকবর্ষ ভ্ৰমণ কৰে। পৃথিবীতে ফিরতে চাই, আমার স্পেসশিপটাকে তো আলোর গতির (সেকেন্ডে একলক্ষ ছিয়াশি হাজার মাইল) কাছাকাছি গতিতে ছুটতে হবে। তা না হলে এটা কোনোদিনও সম্ভব নয় । কিন্তু আইনস্টাইন এটিও বলেছেন, কোনো বস্ত সম্ভব । কোনোদিনও আলোর গতির কাছাকাছি গতিতে ছুটতে পারবে না। এটা অসম্ভব।
‘ধরে নিলাম, আইনস্টাইনকে বুড়ো আঙুল দেখিয়ে আমি আর আমার ভাই। সেরকম একটি স্পেসশিপ তৈরি করে ফেললাম, যা ছুটবে প্রতি সেকেন্ডে ১ লক্ষ। পঞ্চাশ হাজার মাইল।
‘আমি আমার ভাইয়ের কাছ থেকে অক্ষসিক্ত নয়নে বিদায় নিলাম। ২০১৬ সালের ২৫শে নভেম্বর আমি তার কাছ থেকে বিদায় নিয়ে স্পেসশিপে করে রওনা হলাম মহাশূন্যের পথে । যখন বিদায় নিচ্ছি, তখন দুজনেরই বয়স ঠিক কাটায় কাটায় ১৮ করে।
এতটুকু বলার পরে সাজিদ একটু থামল। কারও মুখে কোনো কথা নেই। সবাই মনোযোগ দিয়ে শুনছে। মফিজ স্যারও। তাদের কাছে ব্যাপারটা জানা থাকলেও এভাবে হয়তো ইন্টারেস্টিং লাগছে।
সাজিদ আবার বলতে শুরু করল-
এখানেই থিওরির মজা। আইনস্টাইন বলেছেন, যেহেতু আমার ভাই পৃথিবীতে আছে আর আমি আলোর কাছাকাছি গতির একটি স্পেসশিপে, সেহেতু আমার গতি (মানে স্পেসশিপের গতি) আমার ভাইয়ের তুলনায় অনেক অনেক বেশি।
‘এখন থিওরি মতে, গতিশীল বস্তুতে সময় কম দ্রুত চলে। তাহলে আমার সময়। চলবে আস্তে । থিওরি আবার বলেছে, কম। গতিশীল বস্তুতে সময় অত্যন্ত দ্রুত চলে। তাহলে, আমার ভাইয়ের সময়গুলো চলবে দ্রুত।
‘এখন আরও ধরি, স্পেসশিপে যাবার সময় আমার হাতে যে-ঘড়ি ছিল, সেই ঘড়ির সময় অনুযায়ী আমি ঠিক কাটায় কাঁটায় তিন বছর পরে তিনশত আলোকবর্ষ ভ্রমণ করে পৃথিবীতে এলাম।
তাহলে তখন আমার বয়স কত? ১৮+৩= ২১ ।
পৃথিবীতে এসে যখন আমি আমার ভাইয়ের সামনে যাব, তখন তার বয়স কত। হবে? তার বয়সও কি ২১ হবে?
হা হা হা হা হা। একদম না। আলোর কাছাকাছি গতির স্পেসশিপ নিয়ে আমি যে তিন বছর মহাশূন্যে কাটিয়ে এসেছি, সে তিন বছরে পৃথিবীতে পার হয়ে যাবে প্ৰায় ৫০ বছর। কেন এমনটা হলো? কীভাবে? মাত্রায় আর গতিতে আমার আর আমার ভাইয়ের
সময়ের মধ্যে একটা তারতম্য ঘটে গেছে। আমি দ্রুত গতির স্পেসশিপে থাকার কারণে। আমার সময় যেখানে (সেটা আমার গতি বিবেচনায় পারফেক) চলেছে, আমার ভাইয়ের সময় সেখানে চলেছে দ্রুত (তার গতির তুলনায় সেটা তার জন্য পারফেক্ট)।
‘আমার যমজ ভাই, যাওয়ার সময় যার বয়স ছিল আমার মতোই ১৮, আমি এসে দেখব, সে তখন ৬৮ বছরের একটা বৃদ্ধ। তার হাতে একটা লাঠি । কোমর নুয়ে গেছে। শরীর ভেঙে পড়েছে।
এটাকে রূপকথার গল্পের মতো মনে হলেও এটাই সত্যি। এই জন্য কার্ল সেগান। এটাকে 'টুইন প্যারাডক্স’ বা যমজ বিভ্রান্তি' হিসেবে উল্লেখ করেছেন।
'এভাবে ২০১৬ সালে এরকম দ্রুত গতির যান নিয়ে মহাবিশ্ব ভ্রমণে বের হয়ে তিন বছর পর এসে আমি চাইলেই ২০৬৬ সালের পৃথিবীকে দেখে ফেলতে পারি মাত্র তিন বছর বয়স বাড়িয়ে। এটাই ভবিষ্যৎ ভ্রমণ। আমার সমবয়সীরা যখন কেউ কবরে, কেউ মৃত্যুশয্যায়, তখনো আমি থাকতে পারি ২১ বছরের টগবগে তরুণ। ব্যাপারটা এরকম। এটাই ‘Time Dilation' স্পেশাল থিওরি অফ রিলেটিভিটির সবচেয়ে মজার অংশ।
সাজিদের প্রেজেন্টেশন শেষ । সবাই জোরে জোরে হাততালি দিতে লাগল।
মফিজুর রহমান দাড়ালেন। তারপর ব্যঙ্গাত্মকভাবে সাজিদের দিকে তাকিয়ে বললেন-তোমাদের কুরআনে এই থিওরির ব্যাপারে কি কিছু আছে?'
সাজিদ বুঝতে পারল যে, স্যার তাকে নিয়ে বিদ্রুপ করতে চাচ্ছেন। সে মাথা নিচু করে ফেলল ।
মফিজ স্যার বললেন, না, তোমরাই তো বললে তোমাদের কুরআন আধুনিক বিজ্ঞান নিয়ে নাকি কত কথাই বলেছে সেই ১৪০০ বছর আগে। তাই জানতে চাচ্ছিলাম আর কি এরকম কিছুও বলেছে কি না। হা হা হা হা।'
স্যারের সাথে তাল মিলিয়ে ক্লাসের আরও কয়েকজন হেসে উঠল। এরা তারা, যারা সাজিদকে একদম সহ্য করতে পারে না।
সাজিদ বলল-, With due respect, আল-কুরআন বিজ্ঞানের স্যার কোনো থিওরিটিক্যাল বই নয় যে এখানে । বিজ্ঞানের সবকিছু, সব সাইড নিয়ে বলা থাকবে। এটা মানুষকে বিজ্ঞান শিক্ষা দিতে আসেনি। এটার মেইন পারপাস: মানুষ যেন জাগতিক জীবনে সৎ, ন্যায় এবং সুন্দর জীবনযাপন করে, তাকওয়াবান হয়ে জান্নাত লাভ করতে পারে। যে রিক্সাওয়ালা থিওরি । পরকালে অফ রিলেটিভিটি বোঝে না বা কখনো বুঝবে না, সে যদি সৎ হয়, ঈমানদার হয়, তাকওয়াবান হয় তাহলে পরকালে সেও জান্নাতে যাবে।'
মফিজ স্যার বললেন, ‘ও, তার মানে কুরআনে এরকম কিছুই বলা নেই। আফসোস! আমি ভাবলাম হয়তো থাকবে।
সাজিদ মাথা তুলে বলল-ড্রি না স্যার; কুরআনে এরকম কিছু আছে।
সাজিদের কথা শুনে পুরো ক্লাস থ হয়ে রইল।
সাজিদ বলল-স্যার, আমি এতক্ষণ স্পেশাল থিওরি অফ রিলেটিভিটির যে অংশটি নিয়ে বললাম, সেটার সারমর্ম হলো: সময় দুটি মাত্রায়, দুটি অবস্থায় দুই রকম আচরণ করে। কেন করে সেটাও বললাম। সময়ের ব্যাপারে এত চমকপ্ৰদ তথ্য আমাদের জানিয়েছেন মহামতি আইনস্টাইন। ১৯০৫ সালে। এর আগে তা আমরা জানতাম না। আমরা জানতাম, সময় সবখানে, সব অবস্থায় সমান।
"শুধু আমরাই নই, সুপ্রাচীনকাল থেকে তাবৎ পৃথিবীর মানুষের ধারণাই ছিল এটা। আলকুরআন যখন নাজিল হচ্ছে, তখনো আরবের মানুষদের এটাই ধারণা ছিল। তারা কল্পনাও করতে পারত না যে, দুইটা অবস্থানে সময় দুই রকম হতে পারে।
‘আমার কাছে যেটা ৩ বছর, আমার ভাইয়ের কাছে সেটা যে ৫০ বছর হতে পারে, তারা সেটা ভাবতেও পারেনি।
কিন্তু আল-কুরআন এসে তাদের অন্যরকম কিছু জানাল। আল-কুরআন জানাচ্ছে: হ্যা, এটা সম্ভব।
"আল কুরআন বলছে- ফেরেশতা এবং রূহ আল্লাহর দিকে আরোহণ করে এমন এক দিনে, যার পরিমাণ (তোমাদের হিসাব মতে) পঞ্চাশ হাজার বছর। সূরা আল মাআরিজ: ০৪ The angels and the Spirit will ascend to Him during a Day the extent of which is fifty thousand years', দেখুন, আল্লাহ তা'য়ালা বলছেন যে, ফেরেশতারা এমন একটি দিনে আল্লাহরকাছে যায় যেটা আমাদের হিসাব মতে পঞ্চাশ হাজার বছরের সমান।
‘তাদের ১ দিন = আমাদের ৫০,০০০ বছর।
‘তারা মানে কারা? ফেরেশতারা। ফেরেশতারা কীসের তৈরি? নূর, অর্থাৎ আলোর । আলোর গতি কী রকম? সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল।
এই আলোর তৈরি ফেরেশতারা এমন একদিনে আল্লাহ তা'য়ালার কাছে পৌছায়, যেটা আমাদের গণনায় ৫০,০০০ বছরের সমান।
এটার সাথে স্পেশাল থিওরি অব রিলেটিভিটির ‘টুইন প্যারাডক্সের’ ব্যাপারটা মেলান তো।
আমি এমন তিন বছরে তিনশত আলোকবর্ষ ভ্রমণ করে এলাম যা আমার যমজ। ভাইয়ের হিসাব মতে ৫০ বছরের সমান ।
“আমার তিন বছর = আমার যমজ ভাইয়ের ৫০ বছর।
ফেরেশতাদের একদিন = আমাদের ৫০,০০০ বছর।
এটাই হলো আইনস্টাইনের থিওরির বিশেষ অংশ। এটার নাম Time Dilation.
১৫০০ বছর আগে কি করে কেউ ভাবতে পারে যে, সময়ের এরকম পার্থক্য হতে পারে? ইম্পসিবল।
‘এটা সেই স্রষ্টা থেকে আসা, যিনি সবকিছুর মতো সময়েরও সৃষ্টিকর্তা। সৃষ্টিকর্তাই তো তার সৃষ্ট সময়ের ব্যাপারে জানবেন, তাই না? সময়ের যে পার্থক্যের ব্যাপারে আমাদের আইনস্টাইন জানালেন ১৯০৫ সালে, সেটা ১৫০০ বছর আগে নিরক্ষর মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কীভাবে জানবেন, যদি না সময়ের সৃষ্টিকর্তাই উনাকে না জানান?
‘আপনি বলতে পারেন, আলকুরআন কি তাহলে এখানে থিওরি অফ রিলেটিভিটি শেখাচেছ? একদম না। আমি। আগেও বলেছি, কুরআন বিজ্ঞানের কোনো থিওরিটিক্যাল বই নয়। এটা science এর বই নয়, এটা। Sign এর বই। এটা একটা চিরন্তন সত্য; দুষ্টার কাছ থেকে আসা। তাই এটাতে বিভিন্ন উপমায়ভঙ্গিতে এমন যা সময়ের, উদাহরণে, কিছু থাকবে, সাথে সাথে বিজ্ঞানের সাথেও মিলে যাবে। এতে অবিশ্বাসীদের কাছে এটার গ্রহণযোগ্যতা, এটার বিশ্বাসযোগ্যতা, এটার অথেনটিসিটি বেড়ে যাবে। এই বই তার এসব Sign দিয়ে অবিশ্বাসীদের মনে দাগ কাটবে। যেমন দাগ । কেটেছে ড. গ্যারি মিলারের মনে, বিজ্ঞানী ড. মরিস বুকাইলির মনে, বিজ্ঞানী কিথ মুরদের মনে। যেমন দাগ কাটছে পশ্চিমের হাজার হাজার খ্রিস্টানদের । এইসব Sign দেখে প্রতিদিন পৃথিবীর আনাচে কানাচে। ইসলাম ধর্ম গ্রহণ করছে শত শত মানুষ।
ক্লাস পিরিয়ড শেষের দিকে। মফিজুর রহমান স্যার উনার চোখের মোটা কালো ফ্রেমের চশমাটা খুলে চশমার কাচ । পরিষ্কার করতে করতে হাটা ধরলেন। দরজার কাছে গিয়ে তিনি মুখ ফিরিয়ে সাজিদের দিকে তাকালেন। সাজিদ। বলল-আস্সালামু আলাইকুম 'স্যার।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now