বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
পার্ট : ৩৬
"ঠিক আছে,ব্যাপার না," আমি বললাম । "মনে হয় আমি বুঝতে পেরেছি তুমি কি বলতে চেয়েছো । আমি নিজেও সম্ভবত কথায় বোঝাতে পারবো না" । "আমি যা বলতে চাই কখনো ঠিকমত বলতে পারি না,"নাওকো বলল । "অনেকদিন থেকেই এরকম । একটা কথা বলার চেষ্টা করি,অথচ এমন কিছু বলে ফেলি যার মানে গিয়ে দাঁড়ায় পুরোই অন্য কিছু । আবার যদি সেটা ঠিক করতে যাই আরো খারাপ কিছু একটা হয়ে যায় । কি দিয়ে কি শুরু করেছিলাম আমি সব গুলিয়ে ফেলি । ব্যাপারটা অনেকটা এরকম যেন দুজন "আমি" ছোঁয়াছুঁয়ি খেলছে । অন্য আমিটার কাছে সঠিক শব্দগুলো আছে কিন্তু আমি তাকে ছুঁতে পারছি না" নাওকো মুখ তুলে সরাসরি আমার চোখে তাকাল । "কিছু বুঝতে পারলে?" । "সবারই কমবেশি এরকম মনে হয়,"বললাম তাকে । "তারা নিজেদের প্রকাশ করার চেষ্টা করে কিন্তু সঠিক শব্দটা খুঁজে পায় না বলে বিরক্ত হয়" । নাওকো মনে হল আমার কথা শুনে নিরাশ হয়েছে । "না না,আমি তা বলছি না" কিন্তু সে আর কিছুই বলল না । "যাহোক,তোমার সাথে আবার দেখা হয়ে ভালো লাগলো," জানালাম তাকে । "আমি রবিবার সবসময় ফ্রি থাকি । এরকম হাঁটাহাঁটি করলে আমার জন্য ভালোই হবে" । আমরা ইয়ামানতে'র ট্রেনে চড়লাম তারপর নাওকো চুয়ো লাইন ধরে সিঞ্জুকু চলে গেল । (চলবে. . .)
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ...