বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন

বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা

আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

বৃট্রিশ কাউন্সিলের স্কুল’স অ্যাম্বাসেডদের নারায়ঙ্গঞ্জের তাজমহল ও পিরামিড ভ্রমণ

"ভ্রমণ কাহিনী" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Mohammad Shahzaman (০ পয়েন্ট)

X রাশেদুল কবির স্যার আমাদের বৃট্রিশ কাউন্সিলের স্কুল’স অ্যাম্বাসেডদের সকালের নাস্তা খাওয়ালেন। নাস্তা খাবার পর আমরা যাত্রা করলাম তাজমহল এবং পিরামিড দেখতে। এখানকার গাইড হিসেবে দ্বায়িত্ব পালন করছে আমাদের রাশেদুল কবির স্যার। গাড়িতে ফোঁক গান বাজিয়ে আমরা সবাই ঠোট মিলিয়ে গান গাইতে চেষ্টা করলাম। দুপুরের প্রচন্ড রোদ্রের সময় আমরা নারায়নগঞ্জ তাজমহলে পোছালাম। ইতোমধ্যে ভারতের আগ্রার তাজমহলের অনুকরণে নির্মিত বাংলার তাজমহলটি লাখ লাখ দেশি-বিদেশি পর্যটকের মন কেড়েছে। আমরা টিকেট কিনলাম। একই টিকেটে তাজমহল এবং পিরামিডে প্রবেশ করতে পারব। তাজমহলে প্রবেশ আমরা ছবি তোললাম এবং ফেসবুকে লাইভ দিলাম। ফেসবুকের লাইভে কয়েকজন আমাকে বললেন, ভারতের আগ্রার তাজমহলে গেলান কিভাবে? এখন তো বর্ডার বন্ধ। আমি তাদেরকে জানালাম এটা ভারতের সম্রাট শাহজাহানের নির্মিত তাজমহল নয়। এটা তাজমহলে আদলে নারায়নগঞ্জে বিনোদনের জন্য তৈরি করা হয়েছে। তাজমহলে আমরা কয়েকটি গ্রুপ ছবি তোলেছি। তারপর একটু পাশেই মিশরের মিরামিডের স্থাপত্যের আদলে মিরামিড। গেইটে প্রবেশের পরই দেখলাম প্রায় একশত বছরের পুরাতন গাড়ী। আগে রাজলক্ষী প্রডাকশনের সিনেমার ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতি। পিরামিডের ভিতরে প্রবেশ করেই ভৌতিক মনে হলো। মাহফুজা আপার মেয়ে তো ভয়ই পেয়েছে। পরে অবশ্য একটু ভয় কেটে গেছে। অন্ধকারের মিদু আলো আছে। আছ ফারাও রাজাদের মূর্তি বা মোমিকৃত লাশ (রিপ্লিকা)। একটা মিরামিডের ভিতরের অবস্থা দেখে বের হলাম। বের হয়ে মনে হয় কবর থেকে বের হলাম। এর পাশে চোখে পড়ল খুদিরামের ফাঁসীর মঞ্চ। এলাকাটা সুন্দর ফুলের বাগানে সজ্জিত। হালকা সিনেমার গানের আওয়াজও আছে। অনেক সুন্দর জায়গা।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ৩০৭ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

  • গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now