বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
বেতন ও লক-ডাউন
০২ আগস্ট ২০২১
গত এপ্রিল ২০২১ সাল এর লকডাউনে MOVEMENT PASS ছিল। লক ডাউন নামে মাত্র ছিল। পুলিশ আপ্রাণ চেষ্টা করলেও জনগণ তেমন সাড়া দেয়নি। করোনা রোধে বিধিনিষেধ চলাকালে জরুরি প্রয়োজনে পুলিশের MOVEMENT PASS করোনাভাইরাস প্রতিরোধে চলমান লকডাউনে মানুষের অনিয়ন্ত্রণ ও অপ্রয়োজনীয় চলাচলা রোধে এবং জরুরী প্রয়োজনে যাতায়াতের নিশ্চিত করতে বাংলাদেশ পুলিশের উদ্যোগে চালু হয়েছে মুভমেন্ট পাস অ্যাপস্। দেশের যে কোন নাগরিক এই “মুভমেন্ট পাস” নামের এ অ্যাপসটির মাধ্যমে কয়েকটি তথ্য সরবরাহের করে খুব সহজেই ‘পাস’ সংগ্রহ করতে পারবেন। ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) ১৩ এপ্রিল ২০২১ মঙ্গলবার সকাল সাড়ে এগারোটায় বাংলাদেশ পুলিশ অডিটরিয়াম, রাজারবাগ, ঢাকায় আনুষ্ঠানিকভাবে MOVEMENT PASS অ্যাপস উদ্বোধন করেন। এ অ্যাপটি ব্যবহার করলে একদিকে যেমন জরুরি প্রয়োজনে নাগরিকদের চলাচল নিশ্চিত করা যাবে, অন্যদিকে মানুষের অপ্রয়োজনীয় ও অনিয়ন্ত্রিত চলাচলকেও বন্ধ করা যাবে। আবেদনের নিয়মাবলী : ১. আবেদনকারীকে www.movementpass.police.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে ‘পাশ’ এর জন্য আবেদন করতে হবে। ২. শুরুতে একটি সক্রিয় মোবাইল ফোন নম্বর দিতে হবে। আবেদনকারী কোথা থেকে কোথায় যাবেন, তা জানতে চাওয়া হবে। বক্সে সেই তথ্য প্রদান করতে হবে। এরপর একটি নির্দিষ্ট ফর্মে আবেদনকারীর নিকট থেকে কিছু তথ্য চাওয়া হবে। সেইসব তথ্য ধাপে ধাপে প্রদান করতে হবে। এরপর আবেদনকারীর একটি ছবি আপলোড করে ফর্মটি জমা দিতে হবে। ৩. জমা দেওয়া ফর্মে আবেদনকারীর প্রদত্ত তথ্যাবলীর ভিত্তিতে মুভমেন্ট পাস ইস্যু করা হবে। সাইট থেকেই পাসটি ডাউনলোড করে সংগ্রহ করা যাবে। ৪. চলাচলের সময় কর্তব্যরত পুলিশ অফিসারকে পাশটি প্রদর্শন করতে হবে। করোনার ভয়াবহ বিস্তার রোধে চলমান লকডাউনে প্রয়োজনীয় চলাচল নিশ্চিত করতে মুভমেন্ট পাস অ্যাপসটি ব্যবহারের মাধ্যমে পাস সংগ্রহ করার জন্য দেশের সম্মানিত নাগরিকদের অনুরোধ করা যাচ্ছে। অনিয়ন্ত্রণ চলাচল রোধে দেশের নাগরিকদের আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করছে বাংলাদেশ পুলিশ।
এবার ভারতে করোনার মহামারী প্রভাব ধীরে ধীরে বাংলাদেশ প্রবেশ করেছে। আগে ঢাক থেকে বাংলাদেশের অন্যান্য অঞ্চলে কভিড ছড়িয়েছে কিন্তু এবার চারপাশ থেকে ঢাকায় প্রবেশ করতেছে করোনা ভাইরাস। তাই ঢাকাকে রক্ষা করার জন্য বিভিন্ন পদ্ধতি রক্ষা করতেছে। এবারের লক-ডাউন না দিয়ে সার্ট-ডাউন দিয়েছে। এবার লক ডাউন বা সার্ট-ডাউনে MOVEMENT PASS লাগবে না তবে লক-ডাউন আগের চেয়ে এবার কড়াকড়ি হয়েছে। জরুরী বা রোগী ব্যাতীত তেমন যাতায়ত করতে পারছে না। দূরপাল্লার গাড়ী একেবারেই বন্ধ। এবার গার্মেন্টসও বন্ধ রেখেছে। গত লক-ডাউনে গার্মেন্টস খোলা ছিল।
এস এসসি ও এইচ এস সি পরীক্ষার্থীদের জন্য অ্যাসাইন্টমেন্ট চালু করেছে। অ্যাসাইন্টমেন্ট হবে শুধু গ্রুপ সাবজেক্ট বা বিভাগ ভিত্তিক বিষয়ে। আগামী নভেম্বর-ডিসেম্বর / ২০২১ এ এস এসসি ও এইচ এস সি পরীক্ষার্থীদের পরীক্ষা হবার সম্ভাবনা আছে তবে শুধু গ্রুপ সাবজেক্ট বা বিভাগ ভিত্তিক বিষয়ে।
বাংলাদেশের বেসরকারি এমপিওভূক্ত প্রতিষ্ঠানে বেতন দু ধরনের পায় শিক্ষকগণ। একটি হচ্ছে এমপিও বেতন বা সরকারি বেতন আরেকটি হচ্ছে বেসরকারি বেতন বা স্কুল কর্তৃক বেতন। বাংলাদেশের বেসরকারি অনেক এমপিওভূক্ত প্রতিষ্ঠানে বেতন বন্ধ হয়ে গেছে। তবে সরকারি বেতন চলছে। বাংলাদেশের বেসরকারি এমপিওভূক্ত প্রতিষ্ঠানে সরকারি বেতন অন্যান্য সরকারি কর্মচারীদের ঠিকমত পাচ্ছে। কিন্তু অনেক কিন্ডার গার্টেন স্কুল বা প্রাইভেট স্কুল শুধু শিক্ষক বেতনের অভাবে বন্ধ হয়ে গেছে। অনেক শিক্ষক মানবেতর জীবন জাপন করেছে। অনেকের প্রাইভেট-কোচিং বানিজ্য বন্ধ হয়ে গেছে। তবে কিছু শিক্ষক অল্প প্রাইভেট পড়াচ্ছেন।
আমাদের বাতাকান্দি সরকার সাহেব আলি আবুল হোসেন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে নিয়মিত বেসরকারি বেতন দিচ্ছে। আজ বেতন নেওয়ার জন্য অফিস সহকারি মাসুদ পারভেজ সকল শিক্ষক ও কর্মচারীকে আহবান জানিয়েছে। আমাদের বিদ্যালয়ের সভাপতি হচ্ছে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতার সন্তান, তিতাস উপজেলার বর্তমান চেয়ারম্যান মো. পারভেজ হোসেন সরকার। তিনি শিক্ষকদের প্রতি মাসের এক তারিখেই বেতন দেয়ার চেষ্টা করেন।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now