বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
যেহেতু টেকসই উন্নয়ন অভীষ্টের ১৭টি অন্যতম হচ্ছে জীবনব্যাপি শিক্ষা ও গুনগত শিক্ষা। কাজেই এই অভীষ্টের অপরাপর ১৬টির গুরুত্বের সাথে এই চার নাম্বার অভীষ্টের প্রতি বিশেষ নজর দিতে হবে। একজন ব্যক্তি যদি গুনগত শিক্ষা পায় তাহলে সে জেন্ডার সমতার প্রতি শ্রদ্ধাশীল হবে অর্থাৎ টেকসই উন্নয়ন অভীষ্টের পাঁচ নাম্বার অভীষ্টা অর্জিত হচ্ছে। অনুরুভাবে একজন ব্যক্তি গুনগত শিক্ষা পেলে স্বাস্থ্য সম্পর্কে সচেতন হবে, পুষ্টি জ্ঞান সম্পূর্ণ হবে। এতে করে টেকসই উন্নয়ন অভীষ্টের তিন নাম্বার অভীষ্টা অর্জিত হবে। এতে প্রতীয়মান হয় টেকসই উন্নয়ন অভীষ্টের চার নাম্বার অভীষ্টের সাথে অভীষ্ট তিন ও পাঁচ ওতপেরিতভাবে জড়িত।
টেকসই উন্নয়ন অভীষ্টের ছয় নাম্বার অভীষ্ট হচ্ছে সকলের জন্যে পানি ও স্যানিটেশনের টেকসই ব্যবস্থাপনা ও প্রাপ্যতা নিশ্চিত করা। একজন মানুষ যদি গুনগত শিক্ষা না পায় তাহলে কিভাবে স্যানিটেশন বুঝবে কাজেই অভীষ্ট চারের সাথে অভীষ্ট ছয়ের সম্পর্ক আরো বেশি গভীর। অনুরুপভাবে টেকসই উন্নয়ন অভীষ্টের সাত নাম্বার অভীষ্ট হচ্ছে সকলের জন্য সাশ্রয়ী, নির্ভরযোগ্য,টেকসই ও আধুনিক জ্বালানি সহজলভ্য করা। গুনগত শিক্ষা (অভীষ্ট-৪) পেলেই নবায়নযোগ্য অথবা আধুনিক জ্বালানীর ব্যবহার সম্পর্কে জানতে পারবে। এতেই প্রতীয়মান হয় টেকসই উন্নয়ন অভীষ্টের চার নাম্বার অভীষ্টের সাথে অভীষ্ট ছয় ও সাতও জড়িত। এমনিভাবে অভীষ্ট চারের অভীষ্টের অপরাপর ১৬টিরই আন্তঃসম্পর্ক আছে।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ...