বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
একটি লোক একটা তোতাপাখী কিনে এনেছে বাড়িতে। দস্তরমত পোষমানা । অনেক কাজে লাগবে এ, অনেক আনন্দ দেবে । -
চিমনীর ধারে বসে বাড়ির সবাই আরামে আগুন পোহাচ্ছে, এমন সময় তোতাটা উড়ে এসে বসলো ! পাশেরই এক উঁচু জায়গায় । বসে নানা মজার মজার কথা বলতে লাগল। -
বাড়ির বেড়ালটা এই দেখে এসে তাকে বললে,-কে তুমি বটে, এলেই বা কোথেকে? .
--তোমার সাহস ত বড় কম নয়, আমি এই বাড়িতে জন্মেছি, কতদিন এখানে আছি, তবু আমি একবার মিউ করলেই বাড়ির লোকেরা আমায় লাঠি দিয়ে তাড়া করে আর তুমি সবে এসেছ এ বাড়িতে—এসেই এমন বক্বক্ সুরু করেছ?
বেড়ালের এই কথা শুনে তোতা বললে,—একটু ঘুরে এস, ঠাকরুণ, মাথাটা ঠান্ডা হবে। আসল কথাটি কি জানো, আসল কথা হচ্ছে তোমার গলার আওয়াজটা বাড়ির লোকের তেমন পছন্দ নয়, আমারটা পছন্দ।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ...