বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন

বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা

আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

স্যারের বুদ্ধি

"মজার অভিজ্ঞতা" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান দ্বীনের চাদঁ (০ পয়েন্ট)

X আমি যখন ১০ম শ্রেনিতে পড়ি তখন একটা ছেলে রাস্তায় পিছু করত।স্যারকে বলায় স্যার বলল এক কাজ করবা ডাইরেক্ট বলবা বিয়ে করবেন, চলেন আমরা এখন বিয়ে করব দেখবা পালাবে।আমিও তাই বললাম উল্টো লোকটা খুশি হয়ে বলে সত্যি!! তাহলে চলো দেরি উল্টো আমিই পালাই আসলাম।স্যারকে বলার পর এবার বুদ্ধি দিল উল্টা পাল্টা কথা বলবা দেখবা বিরক্ত হয়ে চলে যাবে। সে:তুমি এমন কর কেন?আমি সত্যিই তোমার প্রেমে পড়ে গেছি। আমি:ওমা আপনি পড়ে গেছেন।ব্যাথা পান নাই তো আচ্ছা কোথায় পড়েছেন ড্রেনে না ডাস্টবিনে।আচ্ছা আমি এখন কি করব আপনাকে টেনে তুলব? কিন্তু আপনি তো দারিয়েই আছেন। সে:এই কি আবোল তাবোল বকতেছো?আচ্ছা আমি এখন আসি তোমাকে ঠিক সুবিধার লাগতেছে না। . আবার স্যার বুদ্ধি দিল কোন কথাই না বলতে। সে:কেমন আছো? আমি:.. সে:কিছূতো বলো আমি:. সে:এবার কিন্তু আমার রাগ উঠতেছে। আমি:আপনি রেগে গেলে আমার বয়েই গেছে। সে:দেখো আমার মাথা গরম কইর না। আমি:গরম হয়ে গেলে সমস্যা নাই সাথে পানি আছে ডেলে দিব। সে:ধ্যাত॥ আমি:আপনি চাইলে ফায়ার সাভিস ও ডাকতে পারি সে:তোমার মতো পাগলের সাথে কথা বলাই ভুল হয়েছে। আমি:এতদিনে বুঝলেন? এভাবে তাকে পাল্টা জালাতন করতে করতে তার ধোয হারিয়ে সে আমার পিছু করা ছেড়ে দিল।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ৭১৮ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

  • গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now