বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

যুক্তি বাদী ঝগড়া

"স্মৃতির পাতা" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান দ্বীনের চাদঁ (০ পয়েন্ট)

X বাসায় থেকে বিয়ের জন্য প্রেশার দিচ্ছে কিন্তু আমি এখন বিয়ে করতে চাচ্ছি না।তাও বাবা মায়ের জোরাজুরিতে পাত্রপক্ষের সামনে বসলাম পাত্রের মা:মা একটু হেটে দেখাও তো। আমি:আপনি ঠিক কি রকম হাটা দেখতে চাচ্ছেন? আন্টি:মানে? আমি:আস্তে,জোরে,দৌরে দৌরে আপনি ঠিক কি রকম হাটা দেখতে চাচ্ছেন একটু হেটে দেখাই দেন। আন্টি:থাক হাটা লাগবে না।চুল দেখাও তো। আমি:চুল দিয়ে কি হবে।ঘর মুছবেন? আন্টি:এভাবে অপমান করার মানেটা কি? আমি:বাহ!মজা তো আমি বললে অপমান আর আপনি বললে নিয়ম? আম্মু:এমন করলি কেন? আমি:কেমন করছি?আমি আমার থেকে ৫ বছরের পাথক্য এরকম কাউকে বিয়ে করব।এখন এরকম না পাইলে পড়ে করব। আম্মু:তখন মুখে বয়সের চাপ পড়ে যাবে তখন কাউকেই পাবিনা। আমি:কেন পাবনা?মেয়েরা যদি বয়স্ক ছেলে বিয়ে করতে পারে ছেলারা কেন পারবে না?আমি বুড়া লোক বিয়া করমু না।না। এই বিয়ের জন্য দেখতে এসে এসব কথা বলে বা সৌন্দয দেখে কি হবে এই সুন্দর দিয়ে বিয়ের পর তো তেলে আগুনে পুড়ে সেই কালোই তো হয়ে যাবে।আর হাটা দিয়ে বা কি হবে?এভাবে অপমান টাই বা কেন করা হয়।আসলেই এই কুপ্রথা গুলা বদলানো দরকার।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২০৯৪৯ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now