বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন

বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা

আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

প্রেমময়(পর্ব৫)

"রোম্যান্টিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Eshrat Ifat Eva (০ পয়েন্ট)

X এইদিকে রনি ওড়না বের করলো।বাহ কি সুন্দর গন্ধ!ওড়নাটা গলায় পেঁচিয়ে নিলো।ইসরাতের কথা ভাবতে লাগলো।রনি ইসরাতকে কল দিলো।ইসরাত কল ধরে বলল'বলো কি বলবে?' 'তো আমার রানী এখন কি করছে?' ইসরাত কিছু না বলে একটু হাসলো। 'কি হলো হাসছো যে!' 'তোমাকে আকছি এখন।' 'সত্যি আমাকে আকছো?' 'হ্যা সত্যি।' 'আমাকে দেখাইও ওই ছবি।' 'আচ্ছা।' 'একটু বারান্দায় যাও তো।' 'কেন?' 'যেতে বলছি যাও।' ইসরাত বারান্দায় এসে বললো'হ্যা আসলাম।' রনি চাঁদের দিকে তাকিয়ে বলল'দেখো কি সুন্দর চাঁদ হাসছে।' 'হ্যা।' 'তোমার মত সুন্দর চাঁদ।' 'ইস কি যে বলো।' 'চাঁদের আলো অনেক সুন্দর।চারদিকে মনোমুগ্ধকর পরিবেশ।' ইসরাত বললো,'হ্যা আর এই মনোমুগ্ধকর পরিবেশে তুমি আর আমি খালি পায়ে হাঁটবো।' 'হ্যা তুমি আর আমি।' তারপর দুইজন অনেক কথা বললো।কথা শেষ হলে ইসরাত আবার ছবি আঁকতে লাগলো।রিফাহ বললো'বাহ ভালোই প্রেম চলছে।' 'হ্যা চলছে।যা এখন আমি আকঁছি।' 'হ্যা।' ইসরাতের পরনের শার্টটার দিকে তাকিয়ে বললো'এই শার্টটা চেনা চেনা লাগে।কোথায় পেয়েছিস?' 'এই শার্টটা আমার রনি দিয়েছে।' 'ওহ তাই তো বলি চেনা চেনা লাগে।ভাইয়ার গায়ে দেখেছি।এত ভালোবাসা!' 'যা তো তুই।' ইসরাত আঁকা শেষ করলো। পরদিন ইসরাত পার্কে গেল।দেখলো রনি।কাছে যেয়ে বললো'কি বলো কেন ডেকেছ?' 'এখানে বসো।' 'বসলাম।' 'চোখ বন্ধ কর।' 'করলাম।' রনি ইসরাতের হাতে কিছু দিয়ে বললো'এবার চোখ খুলে দেখ।' ইসরাত চোখ খুলে দেখলো এক সেট চুরি। 'ওয়াও এত সুন্দর চুরি!!দেখি তো একটু পড়ে।' ইসরাত চুরি পড়তে পড়তে বলল'অনেক সুন্দর হয়েছে!দেখ হাতে কি সুন্দর বানাইছে!' ইসরাত চুরিগুলো পেয়ে আনন্দে আত্নহারা হয়ে গেসে।ইসরাতের চুরি পড়তে ভীষন পছন্দ।প্রিয় মানুষ দিয়েছে সেজন্য আরো খুশি।রনি তাকিয়ে দেখছে ইসরাতকে।এত খুশি হতে পারে এই সামান্য একটা জিনিস নিয়ে।হয়তো এটাই তার কাছে অনেক দামি কিছু।ইসরাত রনির দিকে তাকিয়ে বলল,'সত্যি অনেক সুন্দর।' ইসরাত আর রনি অনেক্ষন সময় কাটালো।সন্ধ্যায় বাড়ি আসলো ইসরাত। এক মাস পর রনি ইসরাতের দিকে তাকিয়ে বলল,'ইসরাত সরি।' 'সরি কেন বলছো?' 'আমি ব্রেকআপ করতে চাই।' 'কিসের ব্রেকআপ রনি?' 'তোমার আমার রিলেশনের।' 'কিন্তু কেন?' 'এমনি।' 'এমনি কেউ ব্রেকআপ করে নাকি!কেন করবে বল?' 'আমার ইচ্ছা হয়েছে।' 'রনি তুমি কি বলছো এসব?দুদিন বাদে তুমি আমার বাড়িতে বিয়ের প্রস্তাব দিবে আর এখন বলছো ব্রেকআপ।সত্যি করে বলো কি হয়েছে?' 'কিছু হয়নি ব্রেকআপ।তোমাকে ফেসবুক থেকে ব্লক করে দিয়েছি।সব জায়গা থেকে যোগাযোগ বন্ধ করে দিয়েছি।সরি ইসরাত।ব্রেকআপ।' রনি চলে যাচ্ছিল।ইসরাত চিৎকার করে ডাকতে লাগলো।চিৎকার করে বলতে লাগলো 'তুমি এটা করতে পারো না রনি।তুমি আমাকে ভালোবাসো।তুমি আমাকে ছেড়ে যেতে পারো না।রনিইইই।' ইসরাত ভীষন কাঁদতে লাগলো


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ৩৩১ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

  • গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now
  • Fahad
    User ২ বছর, ৫ মাস পুর্বে
    এটা পড়েত হতবম্ভ হয়ে গেলামgj