আমার নাম রাহুল।আমি পাড়ার এক হাই স্কুলে পড়াশোনা করি।আমার খুব শখ ছিল কখন আমি হাই স্কুলে উঠব,আর অনেক বন্ধুবান্ধব হবে।আমি সমাপনী পরীক্ষা দিয়ে ষষ্ঠ শ্রেণীতে উঠি।প্রথম প্রথম একটু আনইজি ফিল হচ্ছিল।নতুন জায়গা নতুন পরিবেশ।তারপর ক্লাস শেষ হয় এবং টিফিনের সময় হয়।তো আমার খুব বাথরুম পেয়েছিল।কাউকে চিনি না।তারপর একজনকে জিজ্ঞেস করলে ও বাথরুমটা চিনিয়ে দেয়।তারপর ওর সাথেই প্রথম পরিচয়।ওর নাম রোহান।তারপর আস্তে আস্তে আরও অনেকজনের সাথে ফ্রেন্ডশিপ হয়।তারমধ্যে সাইফ আর রোহানই আমার ক্লোজ ফ্রেন্ড।সব ভালোভাবেই যাচ্ছিল তারপর হঠাৎ আমার এ ধারণা বদলে যায়।অবশ্য দোষ আমারই।তিন বছরে এতটা বদলে যাবে আমি তা বুঝতে পারিনি,এ-ও বুঝতে পারিনি যে মজাটা ও সিরিয়াসলি নিয়ে নেবে।তো ঘটনাটা হলো এরকম★ফেসবুকে একটা আইডি খুলি যা ফেক আইডি,নাম সাদিয়া।এই আইডি দিয়ে রোহানের সাথে মজা করি।এই মজাটা সিরিয়াস হয়ে যাবে আমি তা উপলব্ধি করতে পারিনি।আমি ওকে কয়েকদিন ইমোশনালি ব্লেকমেইল করি।তারপর আমি নিজেই ওকে আনফ্রেন্ড করে দিই।তারপর ও আবার রিকোয়েস্ট পাঠালে আবার এক্সেপ্ট করি।তারপর ও নিজেই আবার ব্লক করে দেয়।আমারও অনেক খারাপ লাগছিল পরে।ও সত্যি সত্তিই মনে হয় কষ্ট পেয়েছে।প্রথম প্রথম ওকে কিছু বলিনি যে এটা আমি করেছি।তারপর অনুতপ্তে ওর কাছে বললে ও কিছুই বলেনি।ওর স্তব্ধ হওয়ার মতো অবস্থা হয়েছিল।ও হয়ত বিশাশই করতে পারেনি যে এটা আমি করেছি।তারপর থেকে ও আমার সাথে কথা বলা বন্ধ করে দেয়।সাইফও কেমন যেন হয়ে গেছিল।অবশ্য এটাই নরমাল।কারণ ওরা দুজন মামা ভাগিনা ছিল।রোহান কথা বন্ধ করলেও সাইফ বন্ধ করেনি,তবে আস্তে আস্তে সেও অন্যরকম হয়ে যায় আগের মতো কথা বলে না।রোহানের কাছে অনেকবার সরি বলি তবুও ও কথা বলে না।একদিন ও আমাকে একটা বকা দেয়।ও কোনোদিনও এরকম ব্যবহার করেনি।তারপর যে একটা খারাপ লেগেছিল তা বলতে পারব না।তারপর আমি আস্তে আস্তে সরে আসি এবং কারো সাথেই ফ্রেন্ডশিপ করতে চাই না।মানে ক্লোজলি।কলেজে ওঠার পরও আমার তেমন কোনো বন্ধু হয়নি।আর আমার আগের বন্ধুরা তো কথা বলা বন্ধ করে দিয়েছে।এখন আর সাইফও খোজখবর নেয় না!জীবনটা হয়ত এরকমই!দিনশেষে একদিন একা যাই।অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকি আকাশের দিকে!আর অভিমানে মনে মনে বলি আমার কারো দরকার নেই,আমার আল্লাহই যথেষ্ট!
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ...